Posts

Showing posts from 2018

ONE MISTAKE

Image
One mistake.... I made one mistake...To love you And I love my mistake forever.... Let me see your smile again Let me be the reason of your smile. Let me be your strength Let me be your reason of life. Let me be your every last thing in life And let me be your world..... People who fall in love never care to know what the situation is nor where the boundary is..... Journey of love is forever, journey of togetherness gives strength to the lovers. That one mistake can give you life That one mistake can give you everything. It can solve another thousand mistakes When affection turns out be true love, it can make a life or it can destroy a life .. In ture love distance does not matter Every difficulties of life can be solved very smoothly. Let me be your life again Let me make you happy. Let me be your reasons of happiness. Let me be your immortal love of life.

গোধূলীর লগন

Image
গোধূলীর লগন.. তুমি ছিলে বসে সেদিন একাকিত্ব মনে তখন বিকাল সূর্য ডোবা গধূলির লগন আমি দেখেছি তোমার মনহরিণী রূপ যে রূপের আলোয় লাগে চোখে ধাঁধা। তুমি অপেক্ষায় রত একাকিত্ব মনে দিন আসে দিন যায় গধূলির সাঁঝ বেলায় রয়ে যায় অনাহুত কিছু অথিতি। তুমি পেরেছো কি কখনো জানতে ? কত না চাওয়া, কত না পাওয়া আজ সীমিত জীবন যত মান অভিমান,অভিযোগ ধুলায় মিশিবে একদিন এত ভালোবাসার মন আবার খুঁজে নেবে প্রিয়মানুষ। সেদিন ও সূর্য ডোবা আসবে গধূলির শুভক্ষন আমি হয়ে যাবো নিমজ্জিত এক অন্ধকারের কুঠুরি তে তুমি হয়তো করবে অপেক্ষা,আবার একবার ফিরেপেতে আমি বদলে যাবো সেদিন হয়তো আরেকবার জীবন যেখানে ক্ষনে ক্ষনে বদলায়। দিনের শেষ অপেক্ষারত আলো কখন ডুবে গিয়েছে। ধূলিময় অন্ধকার গ্রাস করেছে সমগ্র পৃথিবীকে তুমি হয়তো বসবে সেদিন ও একাকিত্ব মনে ? আমি ভুলে গিয়েছি আজ অতীতের সব আক্ষেপ আবদার, যা তোমাকে করে রাখতো ব্যতিব্যস্ত সারাক্ষন সব অভিমান অভিযোগ আজ অতীতের কোনো গল্প। ক্ষনে ক্ষনে হয়েছিলে চঞ্চল, মুহূর্তের ও অভিমান মনে হতো কতো বছরের সমান হয়তো অপেক্ষা করছো, হয়তো খুঁজে ফের সেই মোহময়ী আঁখি দুটি অশ্রু জলে টলমল তবু জেনে রেখো সে...

BHALOBASAR MAPKATHI

Image
ভালোবাসার মাপকাঠি…. আজ সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, থামবার নাম মাত্র নেই। বর্ণালী র এই পাহাড়ী বৃষ্টি বেশ ভালো লাগে। সে আর তার স্বামী শোভন চাটার্জ্জী যে কেন্দ্রীয় সরকারের  চাকুরত দুটি সন্তান তাদের ছোট সুখী পরিবার। ওদের সম্বন্ধ করে বিয়ে হয় বর্ণালী ঠিক ভাবে বিয়ে টাকে মেনে নিতে পারে নি, অনেক  বছর কেটে গিয়েছে কোথা থেকে বুঝতে পারে নি সে, কারণ সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না একদম তার গ্রাজুয়েশন টাও তো কমপ্লিট করা হয় নি। সে ভেবে ছিল কম করে গ্রাজুয়েশন, তার পর একটা কাজ কর্ম পেলে পরে না হয় বিয়ের কথা ভাববে। তা ছাড়া কোনো প্রেম ট্রেম ও ছিল না তার।হ্যাঁ প্রপোজাল যে পায় নি তা নয়, সে নিজেই ইন্টারেস্ট দেখায় নি। যাই হোক আজ অনেক দিনপর বর্ণালী নিজের অতীত টাকে একটু ফিরে দেখতে চাইছে। সে কি চেয়েছিল সে কি পেয়েছে বা কি পাই নি। ও তখন মাত্র বারো ক্লাসের ছাত্রী, ছিপছিপে রোগা লম্বা সুন্দর মুখশ্রী মিষ্টি ভাষী মেয়ে।তার মিশুকে স্বভাবের জন্য ওই বয়সেই প্রচুর বন্ধু। সে একটি গার্লস স্কুল এ পড়তো, তার বেস্ট ফ্রেন্ড র বাড়ি ও ছিল তাদের বাড়ির কাছে দুজনে মিলে খুব গল্প আর খুব হাসি মজা করতো। পড়...

UNWANTED LOVE WITH A UNKNOWN PERSON

Image
Unwanted love with a unknown person When love is unwanted When love is a fantasy or a fascination. People couldn't control their emotions. Falling in love with someone Whom you never seen before in your entire life. Whom you never known as personally. When fantasy turns you on, you are obligated To God and Nature to start doing it right away. When love is increasing and increasing Day by day..When the situation is intolerable. Unwanted love is becoming mostly wanted In your life, when is love going to be a blind love. When my secret love and romance is increasing day by day..... When our mind is stopped working perfectly. And heart will gone to a unwanted love life... When love boat was flouting in the deep sea For searching of that unknown person... And then it's reached a love Island at the land of love..... Fantasies are more than substitutes for unpleasant reality they are also dress rehearsal Plans, All acts performed in the world begin in the imagin...

RIDDLE LAKE ER RAHOSHYA

Image
রিডিল লেকের রহস্য সন্ধ্যা এক্ষুনি নেমে আসবে আর কিছুক্ষণে চারিদিকে এক অপূর্ব দৃশ্য সবে বৃষ্টির পরে গধূলি লগ্নে আমার চোখে দেখা এক ঐশ্বরিক সৌন্দর্য পৃথিবীর বুকে বর্তমান....আমি অভিভূত। মায়ানমার আর ভারতের সীমান্তস্থলে অবস্থিত রিডিল লেক। খুব গভীর এই লেক উঁচু পাহাড়ে ঘেরা চারিদিক জনমানব হীন ও পাহাড়ের নিস্তব্ধতা যেন দীর্ঘ কাল ধরে অপেক্ষারত । প্রচন্ড শীতের হওয়া চলছে  গুটিকয় ঝুপড়ি দূরে দেখা যায়, যেখানে চা বা কফির অস্তিত্ব মাত্র নেই শুধু শরীর গরম করার পানীয় বর্তমান। ভয়ঙ্কর সৌন্দর্যে ঘেরা এই লেক ..... একপশলা বৃষ্টির পর ধুয়ে মুছে সব নতুন গুটিকয় বোট রাখা আছে লেকের ধরে আমি চলেছি বোট করে লেকের মধ্যস্থলে যার অলৌকিক কথা কানে ভেসে আসে বারবার, এই লেক অভিশপ্ত না জানি কত প্রাণ নিয়েছে রাক্ষুসে লেক নাকি রক্ত চায় আর রক্ত খোঁজে এই গল্প কাহিনীতে আমি দমার মেয়ে নই.... সঙ্গে যারা ইতস্ততঃ, কিন্তু আমাকে তো একবার যেতেই হবে, না হলে যে ফিরে গিয়েও শান্তি হবে না মন রেখে যাবো এই মায়ানমার এর রিডিল লেকে... তাই ঝিরিঝিরি বৃষ্টি মাথায় পৌঁছে গেলাম লেকের ধারে ছোট্ট একটি ছেলেকে নিয়ে বোট চালিয়ে এগিয়ে যে...

Swapno mane...

Image
স্বপ্ন মানে.... স্বপ্ন মানে গভীর রাতের তারায় ভরা আকাশ স্বপ্ন মানে চাঁদের আলোয় তোর হাতে হাত। স্বপ্ন মানে তোকে জুড়ে দীর্ঘ কল্পনা স্বপ্ন মানে বাতির খেলা ছোট্ট একটু আশা। স্বপ্ন মানে একদৃষ্টে তোকে চেয়ে দেখা স্বপ্ন মানে দুঃখ ভুলে সুখের সাগরে ভাষা। স্বপ্ন মানে খেলাঘরে তোকে নিয়ে বাঁচা স্বপ্ন মানে রাতের পরে নতুন সূর্যোদয়। স্বপ্ন মানে আমার মনে তোর অবাধ বিচরণ স্বপ্ন মানেই কল্পনাতেও তোকে খুঁজে পাওয়া। স্বপ্ন মানে তোর সাথে সাগর পাড়ে ঝিনুক খুঁজতে যাওয়া স্বপ্ন মানে সেই ঝিনুক মাঝের মুক্ত হতে চাওয়া। স্বপ্ন আমার স্বপ্ন তোর একটা ছোট্ট খেলাঘর কখন যেন খেলেছিলাম ভুলে সব বাঁধন। স্বপ্ন আমার স্বপ্ন তোর বৃদ্ধ হবো সাথে.... হয়তো বা ঝড়ের বেগে সব যাবে বিফলে। স্বপ্ন মানে বছর কাটুক তোকে পাশে নিয়ে স্বপ্ন মানে প্রতিটিক্ষন তোকে কাছে পাওয়া। স্বপ্ন মানে সদ্য ফোঁটা গোলাপ কুঁড়ির মতো স্বপ্ন মানে গভীর প্রেমের গভীর অনুভূতি। স্বপ্ন মানে চাঁদের আলোয় তোর হাতে হাত স্বপ্ন মানে বেঁচে থাকা তোকে ভালোবেসে। ধন্যবাদ। শুভরাত্রি।

Amar brishti bheja meye....

Image
  আমার বৃষ্টি ভেজা মেয়ে... আমার বৃষ্টি ভেজা মেয়ে .... এটি কবির  একটি কল্পনা মাত্র কবি নিজেকে সেই ভালোলাগার মুহুর্তে ধরে রেখে এই কবিতা টি সৃষ্টি করেছে।   কবিতা টি এক প্রেমিকের দৃষ্টি ভঙ্গির বিবরণ মাত্র, এই  কবিতার মধ্যে দিয়ে এক প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্য বর্ণনা করেছে। তার দৃষ্টিতে তার প্রেমিকার থেকে সুন্দরী আর কেই নয়.... তার যে ভালোবাসা আর ভালোলাগা এখানে সেটাই বিস্তৃত হয়েছে সে তার প্রেমিকা কে একটি বৃষ্টি ভেজা মেয়ের সঙ্গে তুলনা করেছে..... যখন থেকে সে প্রথম ভালোবাসতে শিখেছে, সে বর্ণনা করেছে তার প্রেমিকার সুন্দর মনের..... সে তার প্রেমিকার ভালো লাগার গোপন হৃদয়ে বার বার ডুব দিতে চেয়েছে...... তার অনেক না বলা কথা সে অনুভব করছে সে জানে  তার প্রেমিকা বড়ই অভিমানী মুখে সে একটি কোথাও  বলবে না মনে মনে হাজার কষ্ট পেলেও না  সে তার অভিমানী প্রেমিকার সব ভালোবাসার প্রতিদান দিতে চাই, পরিবর্তে ফিরিয়ে দিতে চাই সব ভালোবাসা। এটাই কবিতার সর্ম্পকে বিশেষ আলোচনা.......... আমি দেখেছি তোর বৃষ্টি ভেজা চুল আমি ছুঁয়েছি তোর বৃষ্টি ভেজা গোলাপী ঠোঁট তাইতো বলেছি তোকে, বৃষ্টি ভ...

SONAJHURIR GRAME AR EKTI DIN

Image
সোনাঝুরির গ্রামে আর একটি দিন মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর প্রতিষ্টা করে ছিলেন শান্তিনিকেতন আগে যেটি ভুবন ডাঙ্গা নামে পরিচিত ছিল। তিনি 1863 সালে এখানে একটি উপাসনা গৃহ স্থাপন করেন। যেখানে সকল ধর্মের মানুষ উপাসনা করতে পারতো। বর্তমান সময়ে ও ব্রহ্মসমাজ যে গৃহ টি রয়েছে সেখানে নারী পুরুষ সকলে উপাসনায় যোগদান করতে পারেন শুধুমাত্র সাদা পোশাকে। পরবর্তী কালে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পান। তারপর 1923 সালে শান্তিনিকেতন পাঠ্য ভবনটি বিশ্ব বিদ্যালয় এ রূপান্তরিত করেন। ধীরে ধীরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ও দৈনন্দিন প্রয়োজনে নানা ধরনের শিক্ষা ব্যবস্তা চালু করেন তিনি। এখানে খোলা আকাশের নিচে শিক্ষাদান চলে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। নানারকম শাস্ত্র চর্চা দেশ বিদেশের জ্ঞানী গুণী শিক্ষক দের সংস্পর্শে ছাত্রগন বিবিধ জ্ঞানের অধিকারী হয়ে ওঠে। নৃত্য কলা ও কারিগরি শিক্ষার ও বিশেষ ব্যবস্থা রয়েছে। 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যায়। বিদেশ থেকে ও ছাত্র ও উপাচার্য গন শিক্ষা গ্রহন ও শিক্ষাদান করতে পারেন। এখানে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর লেগে রয়েছে। বিশেষ করে বাঙ...

ETHIOPIAR SAMAPIKA

Image
ইথিওপিয়ার সমপিকা মেসোপটেমিয়া তখন ও জীবন্ত, পৃথিবীর সব থেকে প্রাচীন কবিতার সাক্ষী হয়ে বেঁচে রয়েছে। অবিশ্রান্ত সে চলমানতা, থেমে থাকার বিলাসিতা কে পিছনে ফেলে এগিয়ে চলেছে। বেঁচে থাকার আর এক নাম চলমানতা সারাক্ষন সম্মুখে ধাবিত হওয়ায় যার একমাত্র লক্ষ্য ধীরস্থির শান্ত শিবিরের কুহক নাই বা শুনলি। মেসোপটেমিয়া তবে কি আজও জীবন্ত ? ইথিওপিয়ার ধূসরতা কি আজও তাকে মনে রেখেছে? ধূলিমানতায় আজ অদৃশ্য হয়ে চলেছে শরীর মন। এ এক অন্য আমি, এ এক অন্য কবিতা...... আজ চিনতে কষ্ট হচ্ছে নিজের সৃষ্টি কে যেন। হন্যমান শরীরের ক্লান্তি আজ অচেনা আমার কাছে। তোকে না বলতে পারা অনেক কথা কুরে কুরে খাচ্ছে যেন, মেসোপটেমিয়ার মৃতস্তূপ থেকে কথা বলে উঠবে। ধেয়ে চলেছে অবিশ্রান্ত রক্ত যেন,ধমনী আজ বড়ো ক্লান্ত, এ আমি অন্য আমি বয়ে চলেছি...... ক্লান্ত নদীর বাঁক হয়ে সব কলঙ্ক কে পিছনে ফেলে। খুঁজে ফিরেছি এক পশলা বৃষ্টির আবেশ আর তৃষ্ণার্ত জীবনের অবসান। তুই যখন বলিস এতো তো ভালোবাসা দিই তোকে তাও এত কিসের দুঃখ তোর,কোনো উত্তর দিতে পারিনা অন্য আমি আবার একবার কেঁদে ফেলে, বেশ তো ছিলাম স্নিগ্ধ শান্ত নদীর মতোন। তবে এ কিসের আহাট ব্যাকু...

TILAKMANJURI

Image
তিলকমঞ্জরী আজ আর একবার খুব ইচ্ছা করছে সব ভুলে তেপান্তরের পথের ধুলায় মিশে যেতে আজ আবার মন ভেসেছে অজানাকে জানতে জীবন স্রোতে গা ভাসাতে..... তিলকমঞ্জরী আজ আমার সাথে তবে ভয় কি..? না হয় আর একবার জেনে বুঝে ভুল করলাম না হয় সব ভুলে পথ হারালাম..... ভয় কি তুই তো আছিস। ঠিক সামলে নিবি আমায় আমি জানি! যেভাবে নিয়েছিস প্রতিবারই, বাচ্চা মেয়ের মতন অভিমান কথায় কথায়..... বাঁধ ভাঙা সে অভিমান পাহাড় সম সামনে এলে, হয়তো সুনামি আসবে..….. হয়তো ভেসে যাবে সব জলের তোড়ে কোথা থেকে কোথায়, অভিযোগ অভিমান এর পাহাড় আছড়ে পড়বে এক এক করে, কোনো বাঁধা না মেনে। তবে ভয় কি ? হ্যাঁ ভয়ই বটে, পাছে ভালোবেসে ফেলি পাছে নিঃস্ব হয়ে পড়ি সব হারিয়ে .... সেই ভয়ে দূরে থাকি,  হারতে শিখিনি আমি... শুধু চাই তোমাকে হারাতে আমার প্রেমে শুধু চাই তোমাকে ভাসাতে এ অভিমানের জোয়ারে। জানি না সুনামি আসবে কিনা.... জানিনা তুমি ভাসবে কিনা.... তবে ভয় কি ? তিলকমঞ্জুরী আজ আমার সাথে....... ধন্যবাদ। ভালো থাকুন ভালো রাখুন, শুভরাত্রি।

KANCHER CHURI

Image
কাঁচের চুড়ি স্বর্ণালী যাস না, দাঁড়া একটু আমি আসছি দীপ বললো।স্বর্ণালী কথা শোনে না দৌঁড়ে চলে সম্মুখে। সে শুনতে পাচ্ছে না আজ কিছু। তবুও দীপ পিছনে পিছনে দৌঁড়াতে থাকে।ছোট্ট স্বর্ণালী দশ বছরের আর দীপ এগারো। দুজনে খুব ভাব, একে অপরকে ছাড়া বাঁচে না। ওরা বন্ধু আবার অনেক দূর সম্পর্কের আত্মীয় ও বটে। ছোট থেকে পুজোর ছুটি, গরমের ছুটি পড়লে সব খুব হই হই করে মামা বাড়ি বেড়াতে যেতো।ওদের দুজনের ই ছোট ছোট দুটি ভাই অর্ঘ আর জয়, মামা বাড়িতে মামা আর মাসির মেয়েরা,রিনি, রাখি আর তমালি উফ দারুন একটা টিম, মজার টিম। তারা ওই ছুটির কদিন যা খুশি করতে পারতো, পুরো পুরী স্বাধীনতার স্বাদ। হ্যাঁ সত্যিই তাই কোনো বাঁধা নেই, নেই কোনো বারণ। একদম মামা বাড়ির আবদার। মামা, মামী দিদা দাদু সবার কাছে আদর । বিশেষ করে পুজোর সময় গুলোতে প্রচুর টাকা জমা হয়, যা খুশি কেনা, আর যা খুশি খাওয়া আর খুব আনন্দ করা। সব মিলে দারুন মজা, সব মিলে সম বয়সী প্রায় সাত আট জন এক সাথে হলে তারা কি না পারে…. যথারীতি এখানে ও তার ব্যাতিক্রম হলো না। বছরে দুবার স্বর্ণালীরা একদম অপেক্ষা করে থাকতো। একসঙ্গে ঘোরা, একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, এক...

Women's Day

Image
নারী দিবস.... নারী দিবস একটি আন্তর্জাতিক উৎসব। হ্যাঁ তাই তো It's International Women's Day... Global Celebration. আমরা কি সত্যিই সন্মান করি এই দিনটিকে, নাকি শুধুমাত্র একটি লোক দেখানো মিথ্যা সহানুভূতি! নারী দিবসের উৎপত্তি কোথা থেকে ? সেই তো অপমান লাঞ্ছনা আর অবমাননার শুরু থেকে.. শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর কোনো খানে কোনো কালেই নারী, পুরুষের সমান মর্যাদা পাই নি...... সেই থেকেই তো এই লড়াই শুরু, 1908 এর 8ই মার্চ আমেরিকার নিউইয়র্ক শহর প্রথম ডাক দিয়েছিল সকল নারী কে তার নিজের অধিকার বুঝে নিতে, জাতপাত ভুলে তারা পথে নেমেছিল সেদিন, নিজের নিজের অধিকার বুঝে নিতে, ছোটো ছোটো দাবি, ভোটার অধিকার, স্বাধীন ভাবে বাঁচার তাগিদ তাদের পথে এনেছিল, অধিকার এর জন্য লড়তে শিখিয়েছিল। নারী সেদিন ও লাঞ্ছিত অপমানিত, আজ একশো বছর পরেও তাই, ঘরে বাইরে প্রতি নিয়ত অত্যাচার এর স্বীকার। সে শুধু লড়ে চলেছে স্বাধীন ভাবে মাথা উঁচু করে সমাজে বাঁচার জন্য। তাই তো নারীর শিক্ষা আজ অনিবার্য হয়ে উঠেছে, আজ আমাদের দেশে বা পৃথিবীর যেকোনো স্থানে নারী অত্যাচার ও খুনের শিকার। কেন জানো, কারন পুরুষ শাসিত সমাজ আজ ও ...

BASANTER MANJARIKA

Image
বসন্তের মঞ্জরিকা... বসন্তের ফাগুনের সাথে আমি খেলা করি আবার কখনো আবীর হয়ে তোমাকে রাঙাতে চাই। আমি দুর্বার আর আমি দৃড়বদ্ধ তোমায় পেতে.... তুমি ছুঁয়ে দিলে আমি সোনা হবো, হয়তো বা নতুন জীবন ফিরে পাবো....কি জানি ! ফাগুনের রঙ হয়ে তোমাকে ছুঁতে চাই.... বসন্তের কোকিল হয়ে তোমায় গান শোনাবো। আজ মাধুবনে ঘুরছে মৌমাছিরা মঞ্জরিকার আকর্ষণে পলাশের বনে আজ ফুল ফুটেছে আগুন রঙা.... ফাগুনের আগুনে আজ ডুবতে রাজি তুমি আমি । যদি পাই একটু দেখা, খুঁজে ফিরি মন কাননে কোকিল আজ গান ধরেছে গুনগুনিয়ে.... ফাগুনে রঙ লেগেছে ক্ষনে ক্ষনে, তোমার ঐ বাণী যে আজ আমার প্রাণে বাজায় বাঁশি। হৃদয় গহন মন্দিরে যে তুমি ছাড়া নিঃস্ব আমি। মাধুবনে মৌমাছিরা খুঁজে ফেরে মঞ্জরিকার আকর্ষণে তোমার ঐ অভিমানী মন ছুঁয়েছি বারে বারে! যেখানে আমার বাসা রয়েছে গো চিরতরে। কোকিল আজ গান ধরেছে, ফাগুনে রঙ লেগেছে। হোলির এই উৎসবে আজ  রঙ লাগবো প্রাণ ভরে তোমাকে ছুঁয়ে যে আজ বেঁচে উঠবো চিরতরে। কামের এই উৎসবে আজ মন ছুঁয়ে যায় বারে বারে মন আমার স্বপ্নে ভাসে নতুন করে…... আবিরের গন্ধে আজ মাতোয়ারা তোমার প্রেমে। জীবনের রঙ যে তুমি, ভালোবাসো প্রাণ ভরে...

Jibantak ekhn jibashma

Image
জীবন্তক এখন জীবাশ্ম.... বাহ দূরে আমগাছে কত মুকুল এসেছে..... ছোটো ছোটো ছেলে মেয়েরা মাঠে খেলা করছে কিছু। আমি বসে ব্যালকনিতে, তাই তো.... আজ অনেকদিন বাদে আমি ব্যালকনি তে....কেন! তুমি বলবে কোথায় থাকো সারাদিন, কত ঘন্টা কেটে গিয়েছে কোথায় ছিলে এতক্ষন?  আমি ও সেটাই ভাবি ঘন্টা, দিন, সপ্তাহ, মাস শেষে বছর কেটে যায়......কোথায় থাকি আমি..! আমি জানি না, কখনো খুঁজি নি আমি নিজেকে, বলতে পারো খুঁজতে চাই নি জীবন্তক এর ইতিকথাকে..... জীবাশ্ম এর মত বেঁচে রয়েছি স্মৃতির কোটরে, পাষানপুরীর রানী হয়ে..... কখনো এখানে, কখনো সেখানে, নিরুদ্দেশে সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘুরেছি আমি পথে পথে...না আর নয় স্মৃতির কোটরে নিশ্বাস বন্ধ করে চিরতরে হারিয়ে যেতে চাই, ভয় পাই পাছে বাঁধা পড়ে না  যাই স্মৃতির অন্তরালে জীবন সকলকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় আমরা ক্ষত বিক্ষত হয়ে এগিয়ে চলেছি জীবন্তক এর খোঁজে  যেখানে পাষানপুরী আমার মূলমন্ত্র, জীবাশ্ম আমার পরিণতি। তবে কিসের আকাঙ্ক্ষায় মন বাধা পড়ে আছে, জীবাশ্ম এর জীবন অজানা আশঙ্কায়  যা তিলে তিলে নিঃশেষ করে চলেছে আমায়..... তবুও তো বলবো ভালো আছি, ভালো থেকো..... ...

It's your love.....

Image
It's your love..... It's your love, which makes me adorable Which makes me glow.... It's making me love all.. Everyone, who are nearest, who are dearest. Your warning of love make me blush.... You showered love on me unconditionally. I can live my life with these blessings. I can now die with this happiness. I know that someone is somewhere... Been there for me, always and forever..... When you look at me, i fly like a dream... Like a beautiful white pigeon, endlessly. When you see me, i feel I  am your favorite book, of which you want to read all the pages One by one, and knowing me easily and very clearly, And then all the problems of life are resolved. Remember one thing, when you come to me I will count all my worries, all my restless nights, All my sorrowful day, and all the pain, you have given me....I will never forget. But at the end of day I know, you are waiting for me. I will wait for you till my death, I will wait for you till my last...

Ajjo sei valentine day

Image
আজও সেই ভ্যালেন্টাইন ডে কুড়ি বছর, নেহাত কম সময় নয়... একটা দুটো দিন নয় কুড়িটি বছর কেটে গিয়েছে। মানসী দেখেছে জীবনের অনেক ওঠা পড়া, অনেক প্রেম ভালোবাসা, অনেক বিরহ বেদনা..... মানসীর আক্ষেপ অথবা অপেক্ষা জানে না সে কি ? তবে কিছু তো একটা আছে, যা নিজে বুঝতে পারেনা আবার কাউকে বুঝতে ও দেয় না.... ভর দুপুরে চারিদিক সব যখন একেবারে নিস্তব্ধ সব নিস্তব্ধতা কে ভেঙে,রিং হতে থাকলো তার ভাইব্রেট করা ফন টা, সে দেখলো কেউ ডাকছে তাকে...... দীর্ঘ কুড়ি বছর ধরে, ভাবতে অবাক লাগে সে নাকি ক্ষনিকের জন্য ও ভুলতে পারেনি তার মানসী কে, বহু চেনা সে কণ্ঠস্বর ওপার থেকে ভেসে আসে আবেগে চোখে জল এসে যায় মানসীর। কেন এমন হয়, মানুষ কে চোখের সামনে কষ্ট পেতে দেখেও কিছু করার থাকে না। কেন এমন কষ্ট দেয় ভগবান যার কোনো নিরাময় নেই, বাইরে থেকে অনুভব করা যায় না শুধু অন্তরের ক্ষত। জানে না সে কিছু বুঝতেও পারেনা...... মানসী তুমি ভীষন ম্যাচিওর, ভীষন বুদ্ধিমতী আর ভীষন সুন্দরীও তুমি কথা বলো মধুর মতো মিষ্টি। বার বার শুনতে ইচ্ছা করে, সত্যি কি তাই..... তুমি কি জানো,কুড়ি বছর আগে যখন তোমার প্রেমে পড়ে গেলাম, ব্যালকনি তে একবার তোমায় দ...

DAHAN

Image
দহন... যদি নাই পারো কভু, জানাতে আমারে তবুও ক্ষতি নাই ক্ষতি নাই, শুধু মনে মনে রবে তব প্রেম। নাই বা জানালে মোরে, তবুও ভালোবেসে যেও দূর হতে যদি দাও দুঃখ তুমি দূর হতে,তবে কাছে এলে কেন প্রেম গোপনে দেখেছি তোমার উলু থুলু চুল,মায়া ভরা চোখ আমি যে বেঁধেছি আমারও আশার ও দু কূল। কাছে যদি আমি নাই পাই তারে, তবুও            ভালোবেসে যাক সে দূর হতে মোরে...... আমি জানি গো যে ভালোবাসা কভু হবে নাকো কম বুকের গহনে রেখে দিও মোরে লুকায়ে সারাক্ষন। নাই বা পাইলাম তারে চিরতরে ক্ষতি নাই, তবুও রয়ে যাবে মোর জীবনে মরণে প্রতিক্ষণে। মিলিব তোমার সাথে কভু পরলোকে.... আমি রয়ে যাবে চিরঘুমে,অনন্তকালের শোকে। আমি জানি না, আমি বুঝি না..... তবুও বেঁধেছি আশার ও দু কূল তোমার ও সাথে। তুমি রবে চিত্তে মম সন্তর্পণে..... আমি ভালোবেসে যাবো দূর হতে শুধু আঁখি পানে চেয়ে। তুমি জানিবে না কোনো ও দিন ও তুমি বুঝি বে না কোনও দিনও,কত যে ভালোবেসে ফেলেছি আমি তোমারে....... ধন্যবাদ।

ASSUMING LOVE

Image
Aassuming love ...... When Love is assuming love, I do not understand that I am Surely you will get what you have to do Love women or crime, men say Is it true, what is the reason? I did not do crime, I love you Neglected what happened, I love you, in your life. I know that love turns out to be love .... If you are proud, if you ever forget, However, it is not a boasting heart On the shore of your words that has been repeated ... Tears in the tears, did you know what to do? Understood, do you think my mind? Did you never forgive me, or never ... If you just fill your life with sadness and pain Closed the mouth thousands of times ... Have fun with all, just love is unnecessary. Women do not love to be more ... Why are you so afraid, but what to lose? You are afraid of all your anger, Because if you lose this dogman ... If you never come back to your hut. If you are alone on the road? what'll happen .... Do not you have a little trouble on me? I also did al...

MY LAST NIGHT AT THE KOVALAM BEACH

Image
MY LAST NIGHT AT THE KOVALAM BEACH...... Now this is the night... I am awaiting for a long time... Now my feet touching the sea beach. Which is God's own country. ... Kerala, Kovalam beach I want to spend some valuable moments with my God.... I am feeling sorrowful now at this night. I am walking along the sea side. Not a single soul is here. No one can see me,no one can hear me. I can feel the cold sand of the beach. When My feet is on the sand,  the tiny waves touching my feet... it's cold, very cold, the coldness is touching my soul.... I am walking and walking with the cool breeze touching my body, mind  and heart ...... Am I crying ? Or, do I want to cry ? I don't know, I never want to know. I want to spend some more time at my God's Country. I am walking on the beach alone...Very alone No one is here, not a single soul...... I am happy with myself... Only a wide sky with shining moonlight and Countless stars with me, Am I lonely ? No... Ev...
Image
HAPPY REPUBLIC DAY.....VANDE MATARAM

VICTORIA COTTAGE HOUSE

Image
VICTORIA COTTAGE HOUSE 1985 সাল, ডিসেম্বর মাস 24শে তারিখ প্রচন্ড ঠান্ডা, বাইরে কনকনে শীত। রাতের বেলা ঘন কুয়াশা বাইরে রাস্তায় গাড়ি র সংখ্যা কম। এরকম এক অবস্থায় বাড়ির বাইরে বেরোনোর কথা ভাবাই যায় না, কিন্তু দরকার থাকলে বেরুতে হয়। তিতলি,বীথি ,রাখি,অর্নব মলয়,শুভ ও রাকেশ ওদের ব্যাপারটা অন্য, তাদের অল্প বয়সের জোশ আলাদা রকম। ওরা সব কলেজের 1st year স্টুডেন্ট। Educational excursion এর জন্য তারা মুর্শিদাবাদ যাচ্ছে। তাদের 15 জনের টিম সঙ্গে দুজন টিচার। এদিক টার রাস্তা ঘাট একদম অনুন্নত, তাই গাড়ি বেশি জোরে চালানো যায় নি। ওরা সকলে উৎসুক হয়ে বসে আছে কখন পৌঁছাবে মুর্শিদাবাদ। রাত হয়ে আসছে,ওরা চাইছিল যতটা তাড়াতাড়ি পৌঁছানো যা কিন্তু হঠাৎ ওদের গাড়িতে  একটা বিকট আওয়াজ হয়ে গাড়িটা থেমে গেলো। রাত তখন প্রায় সাড়ে নটা, জন মানুষ শূন্য একটি রাস্তা। ওদের ভয় করতে লাগলো  ড্রাইভার নীচে নেমে বোঝার চেষ্টা করতে লাগলো কি অসুবিধা হলো গাড়িতে, কিন্তু সে কিছু খুঁজে পাচ্ছিলনা। তিতলি বীথি, অর্নব মলয় দের চিন্তা বাড়তে লাগলো। একে এত রাত তার উপরে সারাদিনের ধকল সব মিলে এক ভয়ংকর পরিস্থিতি। বিভিন্ন কথা আলোচনা করতে...