TILAKMANJURI
তিলকমঞ্জরী
আজ আর একবার খুব ইচ্ছা করছে
সব ভুলে তেপান্তরের পথের ধুলায় মিশে যেতে
আজ আবার মন ভেসেছে অজানাকে জানতে
জীবন স্রোতে গা ভাসাতে.....
তিলকমঞ্জরী আজ আমার সাথে
তবে ভয় কি..?
না হয় আর একবার জেনে বুঝে ভুল করলাম
না হয় সব ভুলে পথ হারালাম.....
ভয় কি তুই তো আছিস।
ঠিক সামলে নিবি আমায় আমি জানি!
যেভাবে নিয়েছিস প্রতিবারই, বাচ্চা মেয়ের মতন অভিমান কথায় কথায়.....
বাঁধ ভাঙা সে অভিমান পাহাড় সম
সামনে এলে, হয়তো সুনামি আসবে..…..
হয়তো ভেসে যাবে সব জলের তোড়ে কোথা থেকে কোথায়, অভিযোগ অভিমান এর পাহাড় আছড়ে পড়বে এক এক করে, কোনো বাঁধা না মেনে।
তবে ভয় কি ?
হ্যাঁ ভয়ই বটে, পাছে ভালোবেসে ফেলি পাছে নিঃস্ব
হয়ে পড়ি সব হারিয়ে ....
সেই ভয়ে দূরে থাকি, হারতে শিখিনি আমি...
শুধু চাই তোমাকে হারাতে আমার প্রেমে
শুধু চাই তোমাকে ভাসাতে এ অভিমানের জোয়ারে।
জানি না সুনামি আসবে কিনা....
জানিনা তুমি ভাসবে কিনা....
তবে ভয় কি ?
তিলকমঞ্জুরী আজ আমার সাথে.......
ধন্যবাদ।
ভালো থাকুন ভালো রাখুন, শুভরাত্রি।
আজ আর একবার খুব ইচ্ছা করছে
সব ভুলে তেপান্তরের পথের ধুলায় মিশে যেতে
আজ আবার মন ভেসেছে অজানাকে জানতে
জীবন স্রোতে গা ভাসাতে.....
তিলকমঞ্জরী আজ আমার সাথে
তবে ভয় কি..?
না হয় আর একবার জেনে বুঝে ভুল করলাম
না হয় সব ভুলে পথ হারালাম.....
ভয় কি তুই তো আছিস।
ঠিক সামলে নিবি আমায় আমি জানি!
যেভাবে নিয়েছিস প্রতিবারই, বাচ্চা মেয়ের মতন অভিমান কথায় কথায়.....
বাঁধ ভাঙা সে অভিমান পাহাড় সম
সামনে এলে, হয়তো সুনামি আসবে..…..
হয়তো ভেসে যাবে সব জলের তোড়ে কোথা থেকে কোথায়, অভিযোগ অভিমান এর পাহাড় আছড়ে পড়বে এক এক করে, কোনো বাঁধা না মেনে।
তবে ভয় কি ?
হ্যাঁ ভয়ই বটে, পাছে ভালোবেসে ফেলি পাছে নিঃস্ব
হয়ে পড়ি সব হারিয়ে ....
সেই ভয়ে দূরে থাকি, হারতে শিখিনি আমি...
শুধু চাই তোমাকে হারাতে আমার প্রেমে
শুধু চাই তোমাকে ভাসাতে এ অভিমানের জোয়ারে।
জানি না সুনামি আসবে কিনা....
জানিনা তুমি ভাসবে কিনা....
তবে ভয় কি ?
তিলকমঞ্জুরী আজ আমার সাথে.......
ধন্যবাদ।
ভালো থাকুন ভালো রাখুন, শুভরাত্রি।
Comments
Post a Comment