Posts

Showing posts from February 28, 2018

BASANTER MANJARIKA

Image
বসন্তের মঞ্জরিকা... বসন্তের ফাগুনের সাথে আমি খেলা করি আবার কখনো আবীর হয়ে তোমাকে রাঙাতে চাই। আমি দুর্বার আর আমি দৃড়বদ্ধ তোমায় পেতে.... তুমি ছুঁয়ে দিলে আমি সোনা হবো, হয়তো বা নতুন জীবন ফিরে পাবো....কি জানি ! ফাগুনের রঙ হয়ে তোমাকে ছুঁতে চাই.... বসন্তের কোকিল হয়ে তোমায় গান শোনাবো। আজ মাধুবনে ঘুরছে মৌমাছিরা মঞ্জরিকার আকর্ষণে পলাশের বনে আজ ফুল ফুটেছে আগুন রঙা.... ফাগুনের আগুনে আজ ডুবতে রাজি তুমি আমি । যদি পাই একটু দেখা, খুঁজে ফিরি মন কাননে কোকিল আজ গান ধরেছে গুনগুনিয়ে.... ফাগুনে রঙ লেগেছে ক্ষনে ক্ষনে, তোমার ঐ বাণী যে আজ আমার প্রাণে বাজায় বাঁশি। হৃদয় গহন মন্দিরে যে তুমি ছাড়া নিঃস্ব আমি। মাধুবনে মৌমাছিরা খুঁজে ফেরে মঞ্জরিকার আকর্ষণে তোমার ঐ অভিমানী মন ছুঁয়েছি বারে বারে! যেখানে আমার বাসা রয়েছে গো চিরতরে। কোকিল আজ গান ধরেছে, ফাগুনে রঙ লেগেছে। হোলির এই উৎসবে আজ  রঙ লাগবো প্রাণ ভরে তোমাকে ছুঁয়ে যে আজ বেঁচে উঠবো চিরতরে। কামের এই উৎসবে আজ মন ছুঁয়ে যায় বারে বারে মন আমার স্বপ্নে ভাসে নতুন করে…... আবিরের গন্ধে আজ মাতোয়ারা তোমার প্রেমে। জীবনের রঙ যে তুমি, ভালোবাসো প্রাণ ভরে...