Posts

Showing posts from November 10, 2017

দূরের আথিতি

আজ ভীষন বৃষ্টি কালো অন্ধকার করে এসেছে চারিদিক,সঙ্গে এলোপাতাড়ি বৃষ্টি আর হওয়া,প্রায় রোজ ই হচ্ছে এরকম ,অথচ বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্দুরে ভীষন গরম থাকে ,,,আর বিকেলের দিকে ঝড় বৃষ্টি।এখন অবশ্য শীত গরম বৃষ্টি সব ই বেড়ে গিয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য,আবহাওয়ার তুমুল পরিবর্তন ঘটে চলেছে।বেশি বৃষ্টি ,বেশি গরম ,আর বেশি ঠান্ডা সবই বেড়ে গিয়েছে। আর কি করা যা কাজ তা তো করতেই হবে সিমি কে আবার এক্ষুনি সাত টার সময়ই বেরোতে হবে,ছেলে কে টিউশন থেকে আনতে হবে,,,এসব কাজ তাকেই করতে হয়। সিমি গল্পের নায়িকা ,,হ্যাঁ নায়িকাই বটে তাকে দেখতে মিষ্ঠি গায়ের রঙ ফর্সা লম্বা গড়ন খুব হাসিখুশি,, একবার কেউ তার সংস্পর্শে এলে কেউ ই খুব একটা তাকে ভোলে না,,এটা সিমি নিজেও জানে বন্ধুরা বলে কিছু কিছু মানুষের মধ্যে এটা রয়েছে এক্সট্রা অট্রাকশন হয়তো সিমি র মধ্যে ও ব্যাপার টি রয়েছে ,যাইহোক সিমি বিবাহিত ঘোর সংসারী স্বামী সন্দীপ গুহ সরকারি চাকুরে আর দুটি সন্তান নিয়ে তার ছোট্ট পৃথিবী। যেখানে সে সুখী ও পরিপূর্ণ একটি জীবন এ ব্যাস্ত। তার একটি নিজস্ব দুনিয়া,যেখানে বাইরের লোকের খুব একটা আনাগোনা নেই। যাই হোক ,, বৃষ্টি টা থামার নাম নেই পরেই ...