Posts

Showing posts from May 23, 2018

Amar brishti bheja meye....

Image
  আমার বৃষ্টি ভেজা মেয়ে... আমার বৃষ্টি ভেজা মেয়ে .... এটি কবির  একটি কল্পনা মাত্র কবি নিজেকে সেই ভালোলাগার মুহুর্তে ধরে রেখে এই কবিতা টি সৃষ্টি করেছে।   কবিতা টি এক প্রেমিকের দৃষ্টি ভঙ্গির বিবরণ মাত্র, এই  কবিতার মধ্যে দিয়ে এক প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্য বর্ণনা করেছে। তার দৃষ্টিতে তার প্রেমিকার থেকে সুন্দরী আর কেই নয়.... তার যে ভালোবাসা আর ভালোলাগা এখানে সেটাই বিস্তৃত হয়েছে সে তার প্রেমিকা কে একটি বৃষ্টি ভেজা মেয়ের সঙ্গে তুলনা করেছে..... যখন থেকে সে প্রথম ভালোবাসতে শিখেছে, সে বর্ণনা করেছে তার প্রেমিকার সুন্দর মনের..... সে তার প্রেমিকার ভালো লাগার গোপন হৃদয়ে বার বার ডুব দিতে চেয়েছে...... তার অনেক না বলা কথা সে অনুভব করছে সে জানে  তার প্রেমিকা বড়ই অভিমানী মুখে সে একটি কোথাও  বলবে না মনে মনে হাজার কষ্ট পেলেও না  সে তার অভিমানী প্রেমিকার সব ভালোবাসার প্রতিদান দিতে চাই, পরিবর্তে ফিরিয়ে দিতে চাই সব ভালোবাসা। এটাই কবিতার সর্ম্পকে বিশেষ আলোচনা.......... আমি দেখেছি তোর বৃষ্টি ভেজা চুল আমি ছুঁয়েছি তোর বৃষ্টি ভেজা গোলাপী ঠোঁট তাইতো বলেছি তোকে, বৃষ্টি ভ...