Posts

Showing posts from June 17, 2018

RIDDLE LAKE ER RAHOSHYA

Image
রিডিল লেকের রহস্য সন্ধ্যা এক্ষুনি নেমে আসবে আর কিছুক্ষণে চারিদিকে এক অপূর্ব দৃশ্য সবে বৃষ্টির পরে গধূলি লগ্নে আমার চোখে দেখা এক ঐশ্বরিক সৌন্দর্য পৃথিবীর বুকে বর্তমান....আমি অভিভূত। মায়ানমার আর ভারতের সীমান্তস্থলে অবস্থিত রিডিল লেক। খুব গভীর এই লেক উঁচু পাহাড়ে ঘেরা চারিদিক জনমানব হীন ও পাহাড়ের নিস্তব্ধতা যেন দীর্ঘ কাল ধরে অপেক্ষারত । প্রচন্ড শীতের হওয়া চলছে  গুটিকয় ঝুপড়ি দূরে দেখা যায়, যেখানে চা বা কফির অস্তিত্ব মাত্র নেই শুধু শরীর গরম করার পানীয় বর্তমান। ভয়ঙ্কর সৌন্দর্যে ঘেরা এই লেক ..... একপশলা বৃষ্টির পর ধুয়ে মুছে সব নতুন গুটিকয় বোট রাখা আছে লেকের ধরে আমি চলেছি বোট করে লেকের মধ্যস্থলে যার অলৌকিক কথা কানে ভেসে আসে বারবার, এই লেক অভিশপ্ত না জানি কত প্রাণ নিয়েছে রাক্ষুসে লেক নাকি রক্ত চায় আর রক্ত খোঁজে এই গল্প কাহিনীতে আমি দমার মেয়ে নই.... সঙ্গে যারা ইতস্ততঃ, কিন্তু আমাকে তো একবার যেতেই হবে, না হলে যে ফিরে গিয়েও শান্তি হবে না মন রেখে যাবো এই মায়ানমার এর রিডিল লেকে... তাই ঝিরিঝিরি বৃষ্টি মাথায় পৌঁছে গেলাম লেকের ধারে ছোট্ট একটি ছেলেকে নিয়ে বোট চালিয়ে এগিয়ে যেতে