Posts

Showing posts from July 26, 2018

BHALOBASAR MAPKATHI

Image
ভালোবাসার মাপকাঠি…. আজ সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, থামবার নাম মাত্র নেই। বর্ণালী র এই পাহাড়ী বৃষ্টি বেশ ভালো লাগে। সে আর তার স্বামী শোভন চাটার্জ্জী যে কেন্দ্রীয় সরকারের  চাকুরত দুটি সন্তান তাদের ছোট সুখী পরিবার। ওদের সম্বন্ধ করে বিয়ে হয় বর্ণালী ঠিক ভাবে বিয়ে টাকে মেনে নিতে পারে নি, অনেক  বছর কেটে গিয়েছে কোথা থেকে বুঝতে পারে নি সে, কারণ সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না একদম তার গ্রাজুয়েশন টাও তো কমপ্লিট করা হয় নি। সে ভেবে ছিল কম করে গ্রাজুয়েশন, তার পর একটা কাজ কর্ম পেলে পরে না হয় বিয়ের কথা ভাববে। তা ছাড়া কোনো প্রেম ট্রেম ও ছিল না তার।হ্যাঁ প্রপোজাল যে পায় নি তা নয়, সে নিজেই ইন্টারেস্ট দেখায় নি। যাই হোক আজ অনেক দিনপর বর্ণালী নিজের অতীত টাকে একটু ফিরে দেখতে চাইছে। সে কি চেয়েছিল সে কি পেয়েছে বা কি পাই নি। ও তখন মাত্র বারো ক্লাসের ছাত্রী, ছিপছিপে রোগা লম্বা সুন্দর মুখশ্রী মিষ্টি ভাষী মেয়ে।তার মিশুকে স্বভাবের জন্য ওই বয়সেই প্রচুর বন্ধু। সে একটি গার্লস স্কুল এ পড়তো, তার বেস্ট ফ্রেন্ড র বাড়ি ও ছিল তাদের বাড়ির কাছে দুজনে মিলে খুব গল্প আর খুব হাসি মজা করতো। পড়...