BHALOBASAR MAPKATHI
ভালোবাসার মাপকাঠি….
আজ সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, থামবার নাম মাত্র নেই। বর্ণালী র এই পাহাড়ী বৃষ্টি বেশ ভালো লাগে। সে আর তার স্বামী শোভন চাটার্জ্জী যে কেন্দ্রীয়
সরকারের চাকুরত দুটি সন্তান তাদের ছোট সুখী পরিবার। ওদের সম্বন্ধ করে বিয়ে হয় বর্ণালী
ঠিক ভাবে বিয়ে টাকে মেনে নিতে পারে নি, অনেক বছর কেটে গিয়েছে কোথা থেকে বুঝতে পারে নি সে, কারণ সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না একদম তার গ্রাজুয়েশন টাও তো কমপ্লিট করা হয় নি। সে ভেবে ছিল কম করে গ্রাজুয়েশন, তার পর একটা কাজ কর্ম পেলে পরে না হয় বিয়ের কথা ভাববে। তা ছাড়া কোনো প্রেম ট্রেম ও
ছিল না তার।হ্যাঁ প্রপোজাল যে পায় নি তা নয়, সে নিজেই ইন্টারেস্ট দেখায় নি।
যাই হোক আজ অনেক দিনপর বর্ণালী নিজের অতীত টাকে একটু ফিরে দেখতে চাইছে। সে কি চেয়েছিল সে
কি পেয়েছে বা কি পাই নি। ও তখন মাত্র বারো ক্লাসের
ছাত্রী, ছিপছিপে রোগা লম্বা সুন্দর মুখশ্রী মিষ্টি ভাষী
মেয়ে।তার মিশুকে স্বভাবের জন্য ওই বয়সেই প্রচুর বন্ধু।
সে একটি গার্লস স্কুল এ পড়তো, তার বেস্ট ফ্রেন্ড র বাড়ি ও ছিল তাদের বাড়ির কাছে দুজনে মিলে খুব গল্প
আর খুব হাসি মজা করতো। পড়াশুনার সঙ্গে সঙ্গে হাসি গল্প আনন্দ সুন্দর দিন কাটছিল। তার মধ্যেই যেন সব কিছু এলো মেলো হয়ে গেল হটাৎ ঝড়ের মতো।বর্ণালী
একদিন তার মামা বাড়ি ঘুরতে গেল মায়ের সঙ্গে, ওখানে তার মামী তার কাছে বললো তোর কোনো ভালো
মেয়ে জানা আছে একটা ভালো ছেলে আছে বড়ো চাকরি করে শুধু একটাই চাহিদা সুন্দরী মেয়ে চায় ছেলেটি। এই সব শুনে বর্ণালীর হটাৎ মনে পড়ে গেলো
পাপিয়ার কথা ও ওদের ভালো বন্ধু ছিল, ওকে বলেছিল
বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে কারণ ওর বাবা খুব অসুস্থ
ছিল তার পর পারিবারিক সমস্যা এই সব।তো বর্ণালী তার মামী কে সেই কথাটাই বলেছিল শুধু। আর পাপিয়া মেয়ে হিসাবে খুব ভালো ছিলো শান্ত স্বভাবের মেয়ে দেখতে সুশ্রী। অন্তত বিয়ের বাজারে যাকে সুশ্রী বলে তাই। তারপর আর কি একদিন রবিবার দেখে পাপিয়া দের বাড়িতে যাওয়া হবে ঠিক হলো।বর্ণালী প্রথম এ মানা করে দিয়েছিল যে সে যেতে পারবে না।
কিন্তু মামী তাকে ফোর্স করে যে তুই গেলে পাপিয়া
অনেকটা স্বাভাবিক থাকবে । যাইহোক ছেলেটি ও বর্ণালীকে যাওয়ার জন্য অনুরোধ করলো। তো সে আর না করতে পারে নি।ঠিক হলো রবিবার বিকালে চারটে তারা পাপিয়া দের বাড়ি যাবে এমনি জাস্ট ঘুরতে মেয়ে দেখার মতো নয়।ছেলেটি বলে দিয়েছিল কোনো রকম
কোনো ঝামেলা না করতে সে যাবে র দেখেই চলে আসবে। তো সেদিন বর্ণালীর মামী তাকে একটা সুন্দর নীল শাড়ি পরতে দিয়েছিল, বর্ণালী না করা সত্ত্বেও মামীর পীড়াপীড়িতে ওটা পরতে হয়েছিল।
তো সেদিন তারা দুজন ই মামী আর ভাগ্নী রেডি হয়ে ছেলেটির জন্য অপেক্ষায় ছিল। কিছুক্ষন বাদে সে এলো
কিন্তু সমস্যা সে বাইক নিয়ে এসেছিল আর বাইকে তিনজন সম্ভব ছিল না তো সে বললো বর্ণালী কে তুমি কি তোমার বন্ধুর বাড়ি চেনো ? বর্ণালী হ্যাঁ বললে সে বলে তাহলে বাইকে উঠে পড়। এমনি গিয়ে ঘুরে দেখে চলে আসব আর তোমার বন্ধু তো তুমি থাকলে ও খুশি হবে।
বর্ণালী মানা করেও লাভ হয়নি কারন সেই মুহুর্তে আর উপায় ছিল না তার কাছে তাই অগত্যা তাকে যেতে হয়েছিল। আর উপর ওয়ালার ও সেদিন ওই ইচ্ছা টাই ছিলো হয়তো। যাই হোক তারা বেরিয়ে পড়লো আর মামী ও সেদিন বর্ণালী কে ছেড়ে ছিল কারন মামী জানতো ছেলেটি ভীষণ ভদ্র ও বিশ্বস্ত। ওরা আধঘন্টা যাওয়ার পর পাপিয়াদের বাড়িতে পৌঁছে গেলো। পাপিয়া
ওদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল।ওদের ছোট
ফ্যামিলিতে মা বাবা ভাই র ও চার জনের ছোট পরিবার।পাপিয়ার বাবা একজন ছোট ব্যবসায়ী।ভাই ক্লাস সিক্স এ পড়ে আর মা গৃহবধূ। সবাই তারা নানা রকম গল্প করতে লাগলো আলাপ পরিচয়ের পর।ওদের কোনো কথা না শুনে একটু জলখাবার ও খেতে হলো। যাইহোক ছেলেটি পাপিয়া কে পড়াশুনা আর কি হবি এই সব জিগ্যাসা করেছিল। পাপিয়া ও তার উত্তর দিচ্ছিল কিন্তু সেই সময় বর্ণালী নিজেকে খুব অপ্রস্তুত মনে করেছিল। তাই সে একটু পাপিয়ার মায়ের সঙ্গে কথা বলছিল, পাপিয়ার মা বর্ণালীকেই কত কি প্রশ্ন করে ফেললো যেন ভাবটা এমন তিনি ওর সম্বন্ধ দেখতে এসেছেন। যাইহোক আধঘন্টার মধ্যে সব কথাবার্তা বলে বর্ণালী আর পীযূষ বেরিয়ে পড়ল ওদের বিদায় নিয়ে। রাস্তায় বেরিয়ে পীযূষকে বর্ণালী জিগ্যাসা করল কেমন দেখলেন পাপিয়া কে? পীযূষ বলল ভালো আর
পরিবারের বাকি সবাই ও ভালো।
একটা দুটো কথা বলতে বলতে তারা এগিয়ে চললো বড়ো রাস্তার দিকে। তারপর বড়ো রাস্তা এসেই পীযুষ বললো বাড়িতে কোনো তাড়া নেই তো ? বর্ণালী বুঝতে পারছে না কি বলবে, তো সে জিগ্যাসা করলো কেন ?
পীযূষ বললো না তালে তোমাকে আমার এক আত্মীয় বাড়ি ঘুরিয়ে আনতাম যদি রাজি থাকো ? অবশ্য বর্ণালী
ও তাদের চিনতো সেই জন্য বেশি আপত্তি করে নি।
বললো ঠিক আছে, তবে সন্ধ্যার আগে ফিরে আসবো।
পীযূষ রাজি হয়ে গেলো সোজা বাইক ঘুরিয়ে সেই দিকে
রওনা হলো দুজনে।
তারপর, তারপর এক নতুন অধ্যায়……..
চলবে……
ধন্যবাদ শুভরাত্রি।
Jeeban Bishlesaner Porisankhan Nirdharito Hoi Sohager Tuladande I Kamod Sohag, Sansargio Sohag Ubhoi Kkhetre Swaran Karai Samparker Madurabesh I Kamod Sohag, Sai Sohag Ja Sahojogeeder Kamuk Icchar Sahojogee Prokash, Kintu Sansargio Sohag Bandhutter Protinidhitwa Kare Atmai Atmai Niskam Sohag I Sadharan Gabesanai Sathik Bhabe Unmochito Hoeche Kalpona Prodhan Sahojogeeder Kalpona Prasuto Sohag I Apor Pakkhe Bhalobasar Porimap Nirbharsheel Porikkhalabddha Trimukhi Paddhotir Opor- Jamon " Fal " , " Bahan " O "Kriya " I Jeguli Porichalito Hoi Adirupe I Kintu Mul Dharonar Sthal " Apel " , Trak " O "Football " Ja Dhurupadi Dharai Premikjugal Sathik Bhabe Niruptitwa Labh Kare I Antorikatar Anusangaguli :- 1 ) I Feel That...Stable Person . 2 ) I Have Confidence In ....'s Opinions . 3 ) I Think That .... Is Usually Well Adjust . 4 ).... Is One Of The Most Likeable People I Know . Bhalobasar Anusangoguli :- 1 )I Feel Strong Feelings Of Possessiveness Towards.... 2 ) I Like It When....Confides In Me . 3 ) I Would Do Almost Anything For . 4 ) I Find It Easy To Ignore....'s Faults . Porishista :- " The Measure Of Who We Are Is What We Do With What We Have ." .____ Vince Lombardi (Quote ) Byakto Korte Parlam Kina Janina I Ashakori Tor 2nd Parttao Cover Korbe I Bhalo Thakis Ai Kamonakori I Tabe Akkhep Aajo Tui Aagyato I Tabe Anuman Bhul Nahole Tui Sai Harie Jaoa Smriti I
ReplyDeletePray Aakmas Hote Chollo Dwitio Bhager Dakha Nai I Nai Ba Pelam Dakha I Aagertar Sange Sanjojito Kore Nis I Bhumika -Chapar Kalidaske Na Khunje Jodi Hater Kalome Lekha Pandulipir Prokito Kobitike Protyakkha Korte Hoi Robindranath Ke Khunje Nite Habe Anybhabe I "Nisheeth Rater Taraguli Chinre Nia Jodi Har Gantha Jai These, Bishwabener Dokane Hoito Seta Bikoi Mota Dame; Tabu Rosikera Bujhte Pare, Jano Komti Holo Kiser I Jeta Kam Porlo Seta Fanka Akash, Toilo Kara Jai Na Take, Kintu Seta Darad Dia Bhara I "
ReplyDeleteTor Dwitio Bhag " Aai Aai ai Buke- aikhane Thak Sukhe banbiddha Harinee amar ! Jodio Sabai Tore - giache giache Chere ai Khane Nibas Tomar ! Ekhane Je Ache Hasi, Konokale Megh Aasi Paribena Korite Andhar ! Chirojeebaner Mato, Tor Kaje Rabe Rato, Ai Hasto Hridoi Amar ! Kare Bale Prem tabe, Jodi Taha Nahi Rabe " ( Sabtai Sangrihito Kobi - Kahinee Theke ) I