দূরের অথিতি
অনেক দিন পর পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয়, সমাপ্তি আর অনির্বান ও সেটা অনুভব করলো। সমাপ্তি বলতে লাগলো ,তোর মনে আ ছে একবার কি হয়েছিল ক্লাস বাংক করে আমরা মুভি দেখতে গেলাম, আর সেখানে আমার ছোট মাসীমনি। আমাদের দেখে ফেলবে বাড়িতে বলে দেবে সেই ভয়ে তুই একটা রুমাল মুখে বেঁধে দূরে দাঁড়িয়ে আর আমি তোকে দেখে হেসেই চলেছি,,মাসীমনি র সঙ্গে কথা কি বলবো,,মাসিমনি অবশ্য বুঝেই গিয়েছিল ব্যাপারটা।বাড়িতে কিছু বলে নি সে বারের মত বেঁচে গিয়েছিলাম। যাই হোক সে এক সময় ছিল।এইসব কথা বলতে বলতে সমাপ্তি হারিয়ে গেল কিছুক্ষন এর জন্য নিজের মনের অন্তরালে ,,,,যেদিন প্রথমবার অনির্বান কাছে এসে ছিল অনেক কাছাকাছি সেটা সমাপ্তি কোনো দিন ভুলবে না, জীবনে প্রথম বার তোমার ভালোলাগার মানুষটি যখন তোমাকে স্পর্শ করে বা আদর করে সেটা ভোলার নয়,,,সেটা বোধহয় জীবনে চরম তম পাওনা,, যেকোনো মেয়ের জন্যই মনে হতে থাকে পৃথিবীর সব সুখ ও সব শান্তি ওর কাছে যা আর কেউ দিতে পারবে না। হ্যা সে একটা সময় ছিল আজ ভাবতেও অবাক লাগে সমাপ্তির ,,দিন কত বদলে যায় একদিন যাকে ছেড়ে এক মুহূত কল্পনা করাতে পারতো না সে আজ দিনের পর দিন দিব্যি আছে সব ভুলে ,,,,অনির্বান এর...