MANASHI
মানসী... কে তুমি মানসী, কোনো এক মানষপুত্রী? কে তুমি অপরূপা সুন্দরী মনমোহিনী ? আমি জানি তুমি মানসী, আমার মন থেকে তোমার সৃষ্টি তাই তুমি মানসী। এই পৃথিবীতে তুমি এসেছো আমার তরে, আমি জানি আমি মানি না তোমার জীবনের কোনো বন্ধন। তোমার বিবাহ ভুল, আমি মানি না কেনো বলো..... কেনো তুমি আমায় আগে দাও নি দেখা ? কেনো তুমি মানসী হয়ে জন্ম নাও নি আমার জন্য ? জানি না কিসের তাগিদে তোমায় পেতে হলো এই সন্মান ধুর..বিবাহ কখনো ভুল হয় নাকি, নাকি হয় ছলনা.... সে তো উপরওয়ালার সৃষ্টি, তবে কি করে তাকে মেনে নেব বলো ভুল? আমি এতো বুঝিনা বুঝতে পারিনা কিছু তোমার মত, শুধু এটুকু জানি তুমি সকালের ফুটে ওঠা পদ্মফুল আমার, ভোরের সুর্যালো, পূর্ণিমার চাঁদ তুমি .... আমার স্বপ্ন পরী, আমার কবিতার রানী তুমি.... আমি যে সৃষ্টি করি হাজার কবিতা, শুধু তোমায় দেখে। শুধু কল্পনাতে তোমায় পেয়ে.... আমি যে পুড়ে ছাই হয়ে যায় শুধু তোমার দুটি নয়নে... কি আছে বলো, কি নিশ্চিত কি দূর্বার এ আকর্ষণ। আমি জানি তুমি বাসনি আমায় ভালো কখনো..... কোনো এক জ্ঞানী ব্যাক্তি বলেছিলেন..... যদি ভালোবাসো অন্তর থেকে, না পাও প্রতিদান কোনো তবে যেন, জ্বলব...