Posts

Showing posts from April 5, 2018

SONAJHURIR GRAME AR EKTI DIN

Image
সোনাঝুরির গ্রামে আর একটি দিন মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর প্রতিষ্টা করে ছিলেন শান্তিনিকেতন আগে যেটি ভুবন ডাঙ্গা নামে পরিচিত ছিল। তিনি 1863 সালে এখানে একটি উপাসনা গৃহ স্থাপন করেন। যেখানে সকল ধর্মের মানুষ উপাসনা করতে পারতো। বর্তমান সময়ে ও ব্রহ্মসমাজ যে গৃহ টি রয়েছে সেখানে নারী পুরুষ সকলে উপাসনায় যোগদান করতে পারেন শুধুমাত্র সাদা পোশাকে। পরবর্তী কালে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পান। তারপর 1923 সালে শান্তিনিকেতন পাঠ্য ভবনটি বিশ্ব বিদ্যালয় এ রূপান্তরিত করেন। ধীরে ধীরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ও দৈনন্দিন প্রয়োজনে নানা ধরনের শিক্ষা ব্যবস্তা চালু করেন তিনি। এখানে খোলা আকাশের নিচে শিক্ষাদান চলে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। নানারকম শাস্ত্র চর্চা দেশ বিদেশের জ্ঞানী গুণী শিক্ষক দের সংস্পর্শে ছাত্রগন বিবিধ জ্ঞানের অধিকারী হয়ে ওঠে। নৃত্য কলা ও কারিগরি শিক্ষার ও বিশেষ ব্যবস্থা রয়েছে। 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যায়। বিদেশ থেকে ও ছাত্র ও উপাচার্য গন শিক্ষা গ্রহন ও শিক্ষাদান করতে পারেন। এখানে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর লেগে রয়েছে। বিশেষ করে বাঙ...