Sapno Bilap
স্বপ্ন বিলাপ আমি চাই তোকে শনয় এ স্বপনে আমি চাই তোকে জীবনের প্রতিটি খনে। জানি তুই আছিস কোথাও না কোথাও জানি তুই থাকবি জীবনে মরণে সঙ্গে সঙ্গে। প্রতিটি মুহূর্ত তোকে চাই একটু নিজের করে আমার খুব ব্যস্ত জীবন, তবুও আছে একাকীত্ব। তবু সব ব্যস্ততার মাঝে চাই তোর শীতল পরশ, স্নিগ্ধ শীতল ঝিলের পরে তুই মিষ্টি একটু বাতাস। আমি চাই তোকে শয়নে স্বপনে আমি চাই তোকে জীবনের প্রতিটি খনে। রাত যায় দিন আসে, মন সপ্নে অট্টালিকা গড়ে কল্পনার ইট পাথরের সমন্বয়ে গড়ে ওঠে অট্টালিকা। অজানা আক্ষেপ শুধু মনের মধ্যে বাসা বেঁধে চলে আর একবার জন্ম নেবার বাসনা জাগায় মনে। একবার তোর মনের মাঝে ঘর বাঁধার বাসনা তোর সব ভাল মন্দর, সুখ দুঃখের দায় নেয়ার বাসনা। প্রাণে জাগায় আশা তোর স্পর্শ উত্তপ্ত ভালোবাসা অপরিপূর্ণ জীবন আমার ভরে যেতে চায় পূর্ণতায়। খুঁজে পাই না আমি ঠিকানা সুখদূঃখের, নিরুদ্দেশের আমি নীল আকাশের মাঝে দিশাহারা তৃষ্ণার্ত চাতক। উত্তপ্ত গ্রীষ্মের দুপুরে হতে চাই পানিগ্রহী তোর পেতে চাই সর্বকালের পিপাসার্ত জীবন থেকে মুক্তি। না পাওয়া অনুভূতি বাসা বেঁধেছে মনে দিনে দিনে জানি না ...