Posts

Showing posts from November 20, 2017

Prem tumi sarbonashi

Image
প্রেম তুমি সর্বনাশী প্রেম তুমি সর্বনাশী ,তুমি বিনাশকারী ,তুমি বিধ্বংশী জীবনে তোমার আগমনে ,কিছু চিহ্ন রেখে যাবেই,, যেভাবে কালবৈশাখী ঝড় নিজের স্মৃতি রেখে যায় মাটির বুকে,,,,  ঝড়ের পূর্ভাভাস বলে দেয় ,প্রকান্ড ঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। যা কিছু সাবধানতা নেবার নিতে হবে এখুনি,,,,, কিন্তু জীবনে ঝড় উঠলে কি সাবধানতা নেবে তুমি,, প্রেমের ঝড় কে কিভাবে বাঁধা দেবে তুমি কিভাবে বোঝাবে নিজেকে এ ঝড় ছিল অবধারিত,, কি করে সামলে নেবে তুমি ঝড়ের সম্মুখে,,,,, আমরা মেয়েরা ভালোবাসার ঘাত প্রতিঘাতে অভ্যস্ত ভুলে যেতে পারিনা কোনো কিছুই,কারন ভগবান তো এভাবেই বানিয়েছে মেয়েদের,, মনের মধ্যে প্রচন্ড আকাঙ্খা ,আশা ভালোবাসা আত্মত্যাগ আর নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভালোবাসতে জানে মেয়েরা,,,, কোনো প্রতিদানের আশা না রেখেও ভালোবেসে যেতে পারে সারাজীবন নির্দ্বিধায়,,,,, একটি হৃদয় যা প্রতিনিয়ত ছারখার হয়ে চলেছে,, কে রেখেছে তার হিসাব বলো,কে জানতে চেয়েছে তাইতো প্রেম সর্বনাশী ,তাইতো প্রেম বিনাশকারী,,,, যদি কাউকে ধ্বংস করে দিতে চাও,চাও প্রতিশোধ নিতে অভিশাপ দিও ,তুমি প্রেমে পড়,,,,, নাওয়া খাওয়া ভুলে ,জীবনের...