নিরুদ্দেশের পথে.....
নিরুদ্দেশের পথে.... আমি যে পথ ভুলেছি, আমি যে উদাসিনী হয়েছি পথিক আমি নিরুদ্দেশের..... হতে চাই সন্ন্যাসিনী, হতে চাই বৈরাগিনী পেতে চাই মুক্তি আমি সকল বাঁধন শৃঙ্খলের। সুখ কে হেলায় রেখে, দুঃখ যে জয় করেছি, পেতে চাই মুক্তি আমি সকল মায়া বন্ধনের.... ফিরে যাই কৈশোরে আজ, পিছনে ফেলি সব বাঁধা হতে চাই মুক্ত আমি সকল বাঁধন শৃঙ্খলের ..... চাওয়া পাওয়ার দন্ধ কে আজ মিটিয়ে দেবো অনায়াসে সুখ দুঃখের মাঝে আমি রইবো হয়ে বৈরাগিনী উদাসিনী হিমালয় ডাকছে আমায় আজানারে করতে যে জয় পেতে চাই মুক্তি আমি সকল মায়া বন্ধনের। চাওয়া পাওয়ার বোঝা যে আজ বড্ড ভারী... চারিদিক ভরেছে সুযোগ সন্ধানী আর স্বার্থপরতায়। আমি যে দিগভ্রান্ত, চাই হারাতে সুদূর ওই হিমালয়ে...... হতে চাই পথ ভোলানী নিরুদ্দেশের সন্ন্যাসিনী। শরীরের শেষ বিন্দু টুকু করলাম নয় নাই বা শেষ, অনেক তো পরের লাগি, নিজে এবার বাঁচতে শেখ। আমি যে পথ ভুলেছি, বিপর্যস্ত মানসকন্যা পেতে চাই মুক্তি আমি সকল মায়া বাঁধনের। জীবনের শেষ দিনেতেও ভুলবো না যে মুখটি আমি মা আমার সঙ্গে থেকো, সব দুঃখের জয়ে তুমি। তুমি যে প্রেরনা মোর, সকল দুঃখ যন্ত্রণার। দেখেছি...