Posts

Showing posts from July 30, 2020

CONVERSATION OF LOVE

Image
CONVERSATION OF LOVE ভালোবাসার কথোপকথন ভালোবাসা আর ভালোলাগা এ যেন এক অলীক সুখ আবার সময়তে বিরহ বেদনা,অভিমান ও বর্তমান, বিরহ ছাড়া ভালোবাসা মূল্য হীন হয়ে পড়ে সেই প্রসঙ্গে কথোপকথন........ সে বলছে তুমি একটা ধ্বংসের মূর্তি, আমার সব ভালোবাসার মুহূর্ত গুলো ধ্বংস করে দাও,নষ্ট করে দাও আমার মনের ইচ্ছা কে, তোমাকে পাওয়ার ইচ্ছা কে। অনেক আশা আকাঙ্খা সব অসম্পূর্ণ রয়ে যায় আমার। আমি যখন তোমাকে চাই নিজের করে পেতে সেই মুহূর্তে কোনো বাঁধা দেবে না, আমি কিঞ্চিৎ চাই না, চাই পুরোটাই তোমার কোনো ভগ্নাংশ মেনে নিতে পারবো না তুমি শুধু আমার তোমায় আমি ছাড়া অন্য কেউ দেখবে না, রেগে গিয়ে বলতে লাগলো...... আমি বললাম আমি ভালোবাসি তোমার সকল বিগড়ে যাওয়া মেজাজ, তোমার সকল রাগ আর ক্ষোভ। ভীষন রাগে আর অপমানে যখন তুমি জ্বলতে থাকো আমি তখন আরো বেশি করে তোমার রাগ টা উপভোগ করি। আর একটার পর একটা কথা বলে তোমাকে নিজের কাছে টেনে আনতে চেষ্টা করি যখন তুমি সব ভালোবাসার বাধন ছিড়ে ফেলতে চাও, জানি না কেন যত সব অভিমানী কথা মাথার মধ্যে ঘুরপাক খায় তখন । আমি তোমার ভালোবাসায় আর অভিমানে একসঙ্গে ডুবতে থাকি। আমি ভালোবাসী তোমাকে মানাতে, তোমার ...