BHALOBASHAR ANUBHUTI
ভালবাসার অনুভূতি : আসলে সত্যি কারের ভালোবাসা কি? আমাদের অনেক সময় ভুল হয় জীবনে সঠিক ভালোবাসার সন্ধান এ আমরা অনেক সময় বুঝতে পারিনা, অবহেলা বঞ্চনার স্বীকার হই। ভালোবাসা আসলে একটা অনুভূতি সেটা কখনই দেহ সর্বস্য নয়, সেখানে মনের একটি বড় ভূমিকা রয়েছে। এটা একটা অনুভূতি মাত্র যা একজন পুরুষ ও একজন নারীকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে একটি অনুভূতি যার কোনো নিজস্ব সত্তা বা অস্তিত্ব নেই। কোনো কিছু পাওয়ার অদম্য চেষ্টা, বা কাউকে জীবনে পাওয়ার অভূতপূর্ব যে ইচ্ছা তাকে আমরা সত্যি কারের ভালোবাসা ( A true love of life ) বলতে পারি। যখন আমরা কাউকে ভীষন ভাবে ভালো বেসে ফেলি আমরা চাই দিনের বেশির ভাগ সময় তার সঙ্গে কাটাতে তাকে সঙ্গ দিতে তাকে নিজের থেকে দূরে না রাখা,বা তার মনে আঘাত না দেয়া, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আর সব সময় এটা বুঝতে দেওয়া যে জীবনের যে কোনো সমস্যায় আমি তোমার সঙ্গে আছি। ভালোবাসা জন্ম নেয় আমাদের মনে একজনের প্রতি আর একজনের যে অনুভূতির প্রকাশ তাই ভালোবাসা। প্রথম ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি, এই অনুভূতি প্রথম দেখা বা কথা বলাই গড়ে ওঠে না, ধীরে ধীরে দিনের বেশির...