BHALOBASHAR ANUBHUTI
ভালবাসার অনুভূতি :
আসলে সত্যি কারের ভালোবাসা কি? আমাদের অনেক সময় ভুল হয় জীবনে সঠিক ভালোবাসার সন্ধান এ আমরা অনেক সময় বুঝতে পারিনা, অবহেলা বঞ্চনার স্বীকার হই। ভালোবাসা আসলে একটা অনুভূতি সেটা
কখনই দেহ সর্বস্য নয়, সেখানে মনের একটি বড় ভূমিকা রয়েছে। এটা একটা অনুভূতি মাত্র যা একজন পুরুষ ও একজন নারীকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে
একটি অনুভূতি যার কোনো নিজস্ব সত্তা বা অস্তিত্ব নেই।
কোনো কিছু পাওয়ার অদম্য চেষ্টা, বা কাউকে জীবনে
পাওয়ার অভূতপূর্ব যে ইচ্ছা তাকে আমরা সত্যি কারের
ভালোবাসা ( A true love of life ) বলতে পারি।
যখন আমরা কাউকে ভীষন ভাবে ভালো বেসে ফেলি
আমরা চাই দিনের বেশির ভাগ সময় তার সঙ্গে কাটাতে
তাকে সঙ্গ দিতে তাকে নিজের থেকে দূরে না রাখা,বা তার মনে আঘাত না দেয়া, তাকে সাহায্যের হাত বাড়িয়ে
দেয়া আর সব সময় এটা বুঝতে দেওয়া যে জীবনের যে
কোনো সমস্যায় আমি তোমার সঙ্গে আছি।
ভালোবাসা জন্ম নেয় আমাদের মনে একজনের প্রতি আর একজনের যে অনুভূতির প্রকাশ তাই ভালোবাসা।
প্রথম ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি, এই অনুভূতি প্রথম দেখা বা কথা বলাই গড়ে ওঠে না, ধীরে
ধীরে দিনের বেশির ভাগ সময় কথা বলা বা সংস্পর্শে
থাকা একটি বড় কারণ। ভালোবাসার অনুভূতি মনে আসে আর সেটা আরো বেড়ে যায় যখন গভীর ভাবে
আমরা তার ছবি বা সামনে দেখি, মন থেকে অনুভব করি কল্পনার দুনিয়ায় ভাসতে থাকি।বাস্তব কে দূরে
ফেলে মানুষ তখন অন্য জগতে। তার সঙ্গে কথা ও
তার চিন্তাধারার সঙ্গে নিজেকে মেলানোর চেষ্টা ও এর
প্রথম ধাপ। আর দিনের বেশির ভাগ সময় সংস্পর্শে
থাকা র বুঝতে না দেয়া যে সে তার থেকে দূরে আছে।
এটা একটা স্পর্শকাতর অনুভূতি যে অনুভব করছে
কেবল সে বুঝবে, অন্য কেউ নয়। একটি আত্মবিশ্বাস
যেখানে তোমার ভালোবাসার মানুষ টি তোমাকে অনুভব
করতে পারে তার নশ্বর আত্মার গভীরতা থেকে। যদি
কখনো কেউ অনুভব করতে পারে ভালোবাসার সত্ত্বা তাহলে তা চিরন্তন বাইরের কোনো ঝড় ই ভাঙতে
পারবে না কোনো সম্পর্ক।
আমরা সব সময় খুঁজতে থাকি এমন একটি ভালোবাসা
এমন একটি মানুষ যে আমাকে বোঝে যে আমাকে ভালোবাসে, আমি জানি এই পৃথিবীর কোনো কিছুই
চিরস্থায়ী নয়, কোনো কিছুই অপরিবর্তনীয় নয়, তবুও
মন কে বোঝানো মুশকিল,সে অবুঝ সে ডানা মেলে
স্বপ্নের আকাশে ভাসতে থাকে আজ তার কাছে কোনো
বাধাই বাঁধা নয়। জীবনে ভালোবাসার মানুষ কে কেউ
পায় কেই পায় না, তাবলে জীবন কি থেমে থাকে কারো
জন্য, না থেমে ছিল কারো জন্য। অগ্রগতির নাম জীবন
থেমে থাকে মৃত্যু, যেমন সাহসিকতা জীবন দুর্বলতা মৃত্যু।
তাই বলবো যদি কাউকে ভালোবাসো সত্যি সত্যি, তবে
তাকে সংস্কার মূলক কাজে লাগায়,তাকে স্বকৃতি দাও
ভালোবেসে নাকি প্রতিশোধ নিয়ে, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবসবে তার কি কোনো
দায়বদ্ধতা রয়েছে,সে দয়া করছে তোমাকে।কখনো নয়
ভালোবাসা মাথা উঁচু করে বাঁচতে শেখায়, ভীরু কাপুরুষের মত মৃত্যু বরণ করতে নয়, মনে রেখো
সংঘর্ষ জীবন, ভীরুতা ও দুর্বলতা মৃত্যু, জীবন থেকে কখনো মৃত্যু বড় হতে পারে না, সেটা একটা চরম সত্য ছাড়া কিছুই নয়। তাই বাঁচতে গেলে লড়তে হবে, সে যে পরিস্থিতি তেই তুমি থাকো না কেন।
আচ্ছা বন্ধুরা আজ হয়তো একটু বেশি বলে ফেলেছি,কিছু মনে করো না, তোমরা সবাই আমাকে অনেক ভালোবেসেছো, আমি কৃতজ্ঞ আমি যদি কেউর কোন
উপকার করতে পারি আমি খুশি হয় খুব ...জানি না
তবুও বলচি অজান্তে কেউ দুঃখ পেলে ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ সবাই ভালো থাকুন..সকলকে ভালো রাখুন।
Comments
Post a Comment