SONAJHURIR GRAME AR EKTI DIN
সোনাঝুরির গ্রামে আর একটি দিন
মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর প্রতিষ্টা করে ছিলেন শান্তিনিকেতন আগে যেটি ভুবন ডাঙ্গা নামে পরিচিত ছিল। তিনি 1863 সালে এখানে একটি উপাসনা গৃহ স্থাপন করেন। যেখানে সকল ধর্মের মানুষ উপাসনা করতে পারতো। বর্তমান সময়ে ও ব্রহ্মসমাজ যে গৃহ টি
রয়েছে সেখানে নারী পুরুষ সকলে উপাসনায় যোগদান করতে পারেন শুধুমাত্র সাদা পোশাকে। পরবর্তী কালে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পান। তারপর 1923 সালে শান্তিনিকেতন পাঠ্য ভবনটি বিশ্ব বিদ্যালয় এ রূপান্তরিত করেন। ধীরে ধীরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ও দৈনন্দিন প্রয়োজনে নানা ধরনের শিক্ষা ব্যবস্তা চালু করেন তিনি। এখানে খোলা আকাশের নিচে শিক্ষাদান চলে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। নানারকম শাস্ত্র চর্চা দেশ বিদেশের জ্ঞানী গুণী শিক্ষক দের সংস্পর্শে ছাত্রগন বিবিধ জ্ঞানের অধিকারী হয়ে ওঠে। নৃত্য কলা ও কারিগরি শিক্ষার ও বিশেষ ব্যবস্থা রয়েছে। 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যায়। বিদেশ থেকে ও ছাত্র ও উপাচার্য গন
শিক্ষা গ্রহন ও শিক্ষাদান করতে পারেন। এখানে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর লেগে রয়েছে। বিশেষ করে বাঙালির দোল উৎসব আর পৌষ মেলা এখনকার বিশেষ আকর্ষণ।দেশ বিদেশের বহু মানুষ এখানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এখানে প্রচুর ভ্রমনার্থী সারা বছরই আসেন তাদের জন্য
ভালো হোটেল ও রিসোর্টের সু ব্যবস্থা রয়েছে। আসে পাশে ঘুরে দেখার জন্য বিশ্বভারতী ক্যাম্পস বড় আকর্ষণ।তাছাড়া লালমাটি কোপাই নদী অমরকুঠি, খোয়াই এর জঙ্গল, কঙ্কালী মন্দির,সোনাঝুরি গ্রাম বিশেষ আকর্ষণ।
সোনাঝুরি নাম টি শুনলেই কেমন যেন মনে হয়, কোনো এমন একটি জায়গা যেটা না দেখলে জীবন
অসম্পূর্ণ হয়ে যাবে । খোয়াই নদীর তীরে অবস্থিত সোনাঝুরি গ্রাম।এখানে প্রতি শনিবার বিকালে মেলা বসে নানারকম শিল্প ও বিভিন্ন ঘর সাজানো পাটের তৈরি মাটির তৈরি জিনিস।আর একটি জিনিস যেটা আমার ভীষণ পছন্দের সেটা ডোকরার তৈরি জিনিসপত্র। সো পিস থেকে শুরু করে মেয়েদের গয়না সবই পাওয়া যায়। বোলপুর অমরকুটি যেখানে সরকারি প্রদর্শনী ও বিপনী।পছন্দের জিনিস এখানেই ভালো আছে। শান্তিনিকেতন বাজার ও পাওয়া যায়। এটি আদিবাসী প্রবন এলাকা গ্রামের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আদিবাসীদের ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার ধারে বা মাঠে খেলা করে বেড়ায় নিশ্চিনত মনে। গ্রামের রাস্তা ধরে যতটা চোখ যায় ওদের বাড়ি ঘর, আদিবাসী প্রাথমিক বিদ্যালয়,চিকিৎসা কেন্দ্র সব কিছু। অনেক কাছ থেকে দেখার সুযোগ মেলে আদিবাসী দের জীবন ধারা। তপ্ত দুপুরের গরমে তাঁদের অসহায় কর্মহীন অলস জীবন যাপন। কলকাতা থেকেও প্রায় পাঁচ ডিগ্রি বেশি গরম পড়ে বীরভূমের গ্রাম গুলি তে।আমাদের গাড়ি যখন সোনাঝুরি জঙ্গলের একদম ভিতরে চলে গেলো পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় আমরা তখন, দূর থেকে আদিবাসী বাচ্চা একটি আমাদের গাড়ী লক্ষ করে এগিয়ে এলো আর আমাদের ড্রাইভার বলছে ও পয়সা চাইতে আসছে।তো ও তাই করল কাছে আসতেই বললো পয়সা দে । আমরা ওকে 5 টাকা দিতেই আরো কয়েকটি বাচ্চা দূর থেকে দেখে দৌড়ে এলো। আমাদের ড্রাইভার আগেই বলেছিল একজন কে দিলেই অন্য রাও চলে আসবে। তাই হলো তারাও এসে বললো পয়সা দে । সবার হাতে কিছু দিতে দিতে আমরা এগিয়ে গেলাম। ড্রাইভের প্রদীপ
আমাদের অজানা কে জানতে আলো দেখাছিল সঙ্গে ও গান চালিয়ে দিলো অত্যন্ত প্রিয় একটি গান রবীন্দ্রসঙ্গীত, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ,তোমার খোলা হওয়া লাগিয়ে পালে……… ভ্রমণের আনন্দ এক অন্য মাত্রা পেলো রবীন্দ্রসঙ্গীত সহযোগে। ভালো লাগা আর তাকে উপভোগ করার জন্য যে মন দরকার সেটা সকলের সমান নয়। সব থেকে ভালো লেগেছিলো শহর ছাড়িয়ে সেই মেঠো পথে যখন বাউলের একতারায় কোনো চেনা সুর বেজে ওঠে…..বোলপুর তখন এক অন্য রূপে ধরা দেয়। মন হারিয়ে যেতে চাই অজানা কোনো নাম না জানা আকর্ষণের পিছে। আপনি যখন আসবেন দেখবেন সোনাঝুরির মহিমা,,তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন এ যে আমার মনমাতানো সোনাঝুরি গ্রাম খোয়াই এর জঙ্গলে বসে কবি যখন বিশ্রাম নিতেন আর কিছু লেখা লেখিতে তিনি উল্লেখ কিরেছেন…..”নিজেকে আজ কবি বলে মনে হচ্ছে” ভাবতে অবাক লাগে …..…..
খোয়াই নদী এখন শুকিয়ে গিয়েছে আবার অনেকের মতে খোয়াই কোনো নদী নয়, ওখানে লাল ল্যাটেরাইট মাটি হওয়ার জন্য ক্ষয়ে গিয়ে নদীর মত দেখতে বর্ষাকালে যেটা নদীর আকার নেয়। তার রূপ দেখতে হলে বর্ষা কালে আসতে হবে। কোপাই নদী শুকিয়ে গেলেও তার এখনো অনেক জল আছে। বর্ষাকালে ভয়াবহ রূপ ধারণ করে। রবীন্দ্রনাথ এর কোপাই নদী টি নিয়ে যে উপন্যাসের কথা আমরা পড়েছি তা নিজের চোখে দেখা কম সৌভাগ্য নয়।আমি না হলেও আট নয় বছর ধরে ভেবেছি কবে যাবো শান্তিনিকেতন।কিন্তু এত দিন পর আসতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করছি। এখন বসন্তের হওয়ায় গাছের পাতা পড়ে গিয়েছে কচি কচি সবুজ পাতা মন ভরিয়ে তোলে। আমরা যে গভমেন্ট রিসোর্টে ছিলাম সেটি একদম জঙ্গলে ঘেরা, সকাল হতো নানা রকম পাখির ডাকে। কোয়েল, ঘুঘু, চড়ুই শালিক ও কবুতরের ডাকে।আর নাম না জানা অনেক পাখি ও ছিল যাদের
দেখতে পায়নি কিন্তু ডাক শুনেছি।শহরের ব্যাস্ততার ফাঁকে তিন চার দিনের রিফ্রেশমেন্ট সবার ভালো লাগার মতন। আমি হয়তো আবার আসতে চাইবো আমার এই….সোনাঝুরির গ্রামে আর একটি দিন।
ধন্যবাদ, সঙ্গে থাকুন ভাল থাকবেন।
শুভরাত্রি।
Shubho Sandhya I Gatokal Lekhati Sampurno Noi Abong Asankhya Banan Bhul iAnicchaktito Boler Jonya Anutapto I 1.45 Porjonto Lekha Nia Byasto Chilam Sange Osudher Kria I Tor Sange Katha Balai Tor Namti Amai Badh Sadhe I Tai Thik Korlam Tor Akta Nam Di I aaj Theke Tui Amar Kache Rabeya Name Porichito I Jodi Pachondo Na Hoi Apotti Janas I Lekhai Phire Asi :- Roindra Nath Kano Bolpur Ke Beche Nia Chile Tanr Asram O Sange Bidya O Sarbo Dharmiyo,Parthonagar Hisabe IBholpurer Bhougolik Prakitik Abosthan Kobike Bishes Bhabe Akorsan Kore Chilo I Ja Aaj bismritir Atale IO Manab Kuler Shikkhar Kromo Abo Mulayane I Balyakale Bidyaloyer Tikta Abhigyata Kobi Bholen Ni, Tai Tini Protistha Korlen Griha Bidya Loy Sukkhe Namle Dakha Jabe Er Pran O Prodhan Shikkhak Tini Swaong I Chilona Kono Nirdharito Pustak I Kobite- Manuse Jomidari O Prakitik Poribesh Robindra Nather Byaktitta I Shantiniketane, Lekhaprar Charchar Chye Rosikatar Charch Bishes Pradhany Labh Korechilo I Robindra Nather Santineer Shantiniketaner Upasana Griha Prosango Robindranath Nijeke Hindu Bole Porichoi Diten Amar Dharmo Biswajanonita Er Theke Baro Satya Kathon ar Hoi Na I Tathapi 1895 - 19058 Robindranath Rakkhan Shilotai Aboddha Hon I Ai Manobhaber Pichone Jara Chilen Tanra Holen Swamee Vive4kananda Sister Nibedita Abong Bramhobandhab Upaddhyai I " Gora " Uponyas Eri Probhabe Shristi I SShantiniketane Onar Shubho Janmodine Natun Tori Tanr Icchanusare " Shyamolee " Toiri Par Bole Chilen Eti Amar Shes Ashro I Ak Khani Kagoje Pencil Dia Likhechile " Amar Shesbelakar Gharkhani Bania Rekhe Jabo Matite Tar Nam Debo Shyamolee I.... Sai Matite Ganthbo Amr Shes Barir Bhith, Jar Modhye Sab Bedonar Bismriti Sab Kalanker Marjona.... Kamon Holo Janash Proshno Sahojoge I Bhalo Thakis Sakole I E shes Habar Noi I Paroborti Apekkhachara I
ReplyDeleteDarun khub bhalo..Onek kichu janlam r banan bhul hole onicchakrito dukhito. Ar ami hindu ..Toh naam ta hindu hole valo hoto...Emny te kono apotti nei...Valo thakben
ReplyDeleteShubho Sandhya I Likhe Jakhon Phelechis "Ar Ami Hindu " Eta Mantheke Tor Dur Habe Na I Karon Ta Janacchi Bole Raag Koris Na I Tui Jati Sanskar Mukto Bhab Dharai Hisabe Unnito Hote Paris Ni I Namkaron Iccha Krito I Tabe Artho Baho I " The Name Of Rabeya Gives Me A Clever,Quick,Analitical Mind But ISuffer With A Great Deal Of Self Consciousness,Lack Of Confidence, And Much Aloneness Because Of Misunderstanding " . That Name, The Holder Of Three Characters . Tor Uchit Chilona Kano Tumi Ai Namti Rakhle Jante Chaoa ? Tori Lekhai Roeche " Upasona Grihe Sakol Dharmer Manuser Uposthitir Katha " Biswamanobatai Prokito Jati Bishlesan Kore Thake Tai Na ? Jak Hoito Ami Toke Aaghat Dia Phelechi I Palte Dilam "Kasturi Tiloka Dakkha Duhita Swaha " Abar Rakhlam , Prosangokrome Mane Proshno Jagle,Koris Aponi Sambodhanta Dur Kore . Shubhoratri I Bhalo Thakis Sakole Ai Kamona Kori I
DeleteDukhito, prashno toh onek ache nai ba jante chailam.apnake hurt karar jonno dukhito, but I don't know what happened with me some times I feel very disturb, anyway if I hurt you i am very sorry. Take care yourself ...bye
ReplyDeleteTor Dukkher Karn Guli Jodi Proshno Sahojoge Jante Na Chas Ba Share Nakoris Amar Kache Antarer Tiktto Bedon Habe Ki Duribhuto ? Amai Ki Tui Hart Korli Kothai , Dhorte Parlam Na . What Happened In Past With You, I don't Want To Know But Realized It What Happened .The Back Ground Of Your Sorrow You Are The Sole Responsible For It . Don't Blame The Others . It Is Your Destiny . Being A Father, If You Be live Me I Am Always With You By Trusting Upon Yourself (My Sweet Daughter ) Take It Easy And Faces All The Troubles Boldly . If It Is Seemed To You Unbearable So Many Paths Are There To Combat And Overcome . Take Care Yourself And Others . I Am Ready To Accept You As My Real Daughter At Any Time . Good Night Wish You Good Bless Yourself .
ReplyDeleteThan you so much for everything, i can face every trouble of y life boldly n strongly..I am happy what ever i have in my life. But sometimes might be I missed something in my life. I won't know what is the thing's are.... Anyways thanks for everything take care yourself..Bye.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete