Posts

Showing posts from March 14, 2018

KANCHER CHURI

Image
কাঁচের চুড়ি স্বর্ণালী যাস না, দাঁড়া একটু আমি আসছি দীপ বললো।স্বর্ণালী কথা শোনে না দৌঁড়ে চলে সম্মুখে। সে শুনতে পাচ্ছে না আজ কিছু। তবুও দীপ পিছনে পিছনে দৌঁড়াতে থাকে।ছোট্ট স্বর্ণালী দশ বছরের আর দীপ এগারো। দুজনে খুব ভাব, একে অপরকে ছাড়া বাঁচে না। ওরা বন্ধু আবার অনেক দূর সম্পর্কের আত্মীয় ও বটে। ছোট থেকে পুজোর ছুটি, গরমের ছুটি পড়লে সব খুব হই হই করে মামা বাড়ি বেড়াতে যেতো।ওদের দুজনের ই ছোট ছোট দুটি ভাই অর্ঘ আর জয়, মামা বাড়িতে মামা আর মাসির মেয়েরা,রিনি, রাখি আর তমালি উফ দারুন একটা টিম, মজার টিম। তারা ওই ছুটির কদিন যা খুশি করতে পারতো, পুরো পুরী স্বাধীনতার স্বাদ। হ্যাঁ সত্যিই তাই কোনো বাঁধা নেই, নেই কোনো বারণ। একদম মামা বাড়ির আবদার। মামা, মামী দিদা দাদু সবার কাছে আদর । বিশেষ করে পুজোর সময় গুলোতে প্রচুর টাকা জমা হয়, যা খুশি কেনা, আর যা খুশি খাওয়া আর খুব আনন্দ করা। সব মিলে দারুন মজা, সব মিলে সম বয়সী প্রায় সাত আট জন এক সাথে হলে তারা কি না পারে…. যথারীতি এখানে ও তার ব্যাতিক্রম হলো না। বছরে দুবার স্বর্ণালীরা একদম অপেক্ষা করে থাকতো। একসঙ্গে ঘোরা, একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, এক...