Narir Astiwta
নারীর অস্তিত্ব পুরুষের ভালোবাসা নারীর সৌভাগ্য নাকি অভিশাপ আমি জানি পুরুষের সত্যিকারের ভালবাসা পাওয়া, নারীর সৌভাগ্য, প্রত্যেকটি নারীর কাছে স্বপ্ন । কজন নারীর কপালে সেই সৌভাগ্য জোটে সমাজের অর্দ্দেকের বেশি নারী তো লালসার শিকার। নারী পুরুষ একে অপরের পরিপূরক, তাকে ছাড়া সমাজ অচল, তাও তো নারী নির্যাতিতা,অবাঞ্চিতা অসম্মানিতা প্রতিটি খনে..... কেন কিসের জন্য, কিসের জন্য বলতে পারো ? সে প্রতিনিয়ত ঘরে বাইরে নির্যাতনের স্বীকার । শুধুমাত্র এই সময়ই নয় যুগে যুগে নারী নির্যাতিতা, পরবর্তী বৈদিকযুগের সমাজে,কালো কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে নারীকে, যার মুখোদর্শনে হবে সব কিছু বিফল,সব শুভকাজে বাধা,,, কেনো কিসের এত ঘৃণা নারীর প্রতি বলতে পারো ? সে যুগেও তো চলতে পারে নি নারী ছাড়া সমাজ। শুধুমাত্র পুরুষের ক্ষমতায় জন্ম নিতে পারে নি কোনো কাপুরুষ, যে কিনা আবার এক বার করতে পারে নারীর অপমান অসম্মান,অবমাননা .... তবে কিসের এত অহংকার কিসের এত শক্তি প্রদর্শন একটু খানি পথ ও যারা চলতে পারে না নারী ছাড়া, তারাই করে সমাজে নারীর অপমান,,,, যে পুরুষ নারীর সম্মান করবে, বুঝবে তিনি কোনো সম্মানীয় নারীর সন্তান