Narir Astiwta
নারীর অস্তিত্ব
পুরুষের ভালোবাসা নারীর সৌভাগ্য নাকি অভিশাপ
আমি জানি পুরুষের সত্যিকারের ভালবাসা পাওয়া, নারীর সৌভাগ্য, প্রত্যেকটি নারীর কাছে স্বপ্ন ।
কজন নারীর কপালে সেই সৌভাগ্য জোটে
সমাজের অর্দ্দেকের বেশি নারী তো লালসার শিকার।
নারী পুরুষ একে অপরের পরিপূরক,
তাকে ছাড়া সমাজ অচল, তাও তো নারী নির্যাতিতা,অবাঞ্চিতা অসম্মানিতা প্রতিটি খনে.....
কেন কিসের জন্য, কিসের জন্য বলতে পারো ?
সে প্রতিনিয়ত ঘরে বাইরে নির্যাতনের স্বীকার ।
শুধুমাত্র এই সময়ই নয় যুগে যুগে নারী নির্যাতিতা,
পরবর্তী বৈদিকযুগের সমাজে,কালো কুকুরের সঙ্গে
তুলনা করা হয়েছে নারীকে, যার মুখোদর্শনে হবে
সব কিছু বিফল,সব শুভকাজে বাধা,,,
কেনো কিসের এত ঘৃণা নারীর প্রতি বলতে পারো ?
সে যুগেও তো চলতে পারে নি নারী ছাড়া সমাজ।
শুধুমাত্র পুরুষের ক্ষমতায় জন্ম নিতে পারে নি কোনো কাপুরুষ, যে কিনা আবার এক বার করতে পারে
নারীর অপমান অসম্মান,অবমাননা ....
তবে কিসের এত অহংকার কিসের এত শক্তি প্রদর্শন
একটু খানি পথ ও যারা চলতে পারে না নারী ছাড়া,
তারাই করে সমাজে নারীর অপমান,,,,
যে পুরুষ নারীর সম্মান করবে, বুঝবে তিনি কোনো
সম্মানীয় নারীর সন্তান,একজন স্বয়ংসম্পূর্ণ পুরুষ।
স্ত্রী জাতির সঠিক মর্যাদা ছাড়া সমাজ কলঙ্কিত,,,,
নারী কিন্তু অক্ষম নয়,নয় দুর্বল তার একটা নরম কোমল মন আছে ঠিকই , সুখে দুঃখে তার চোখে জল এসে যায় ঠিকই, কিন্তু সে দুর্বল কখনো নয়।
যুগে যুগে বার বার প্রমাণিত হয়েছে তা, পরীক্ষা
দিয়েছে নারী বার বার নিজেকে প্রমাণ করেছে সে।
আমি গর্বিত একজন নারী হয়ে জন্ম নিয়ে,
আর আমি এটাও জানি, একজন সম্মানীয় নারীই
জন্ম দিতে পারে একজন সম্পূর্ণ পুরুষকে,
যে কিনা সমাজে নারীর সঠিক মর্যাদা দিতে সক্ষম।
একজন নারীই কিন্তু হাতে গড়ে তৈরি করে একজন
সভ্য পুরুষ,যে কিনা এই অন্ধকার এর ভবিষ্যত।
যে কিনা নারী কে ভালোবেসে সম্মান দিয়ে
তার অস্তিত্ব কে আরো বেশী পরিপূর্ণতযায় ভরে দেয়।
যে কিনা গড়ে তুলবে একটি সুস্থ সমাজ,,
যেখানে নারী পাবে স্বাধীনতার স্বাদ,যে সমাজে
নারী হবে না অপমানিত বার বার, বেঁচে থাকবে
সুন্দর স্নিগ্ধ একটি ফুল হয়ে।
ভালো থাকুন আর ভালো রাখুন,,,ধন্যবাদ।
For more interesting writing please visit my blog....Thank you.
পুরুষের ভালোবাসা নারীর সৌভাগ্য নাকি অভিশাপ
আমি জানি পুরুষের সত্যিকারের ভালবাসা পাওয়া, নারীর সৌভাগ্য, প্রত্যেকটি নারীর কাছে স্বপ্ন ।
কজন নারীর কপালে সেই সৌভাগ্য জোটে
সমাজের অর্দ্দেকের বেশি নারী তো লালসার শিকার।
নারী পুরুষ একে অপরের পরিপূরক,
তাকে ছাড়া সমাজ অচল, তাও তো নারী নির্যাতিতা,অবাঞ্চিতা অসম্মানিতা প্রতিটি খনে.....
কেন কিসের জন্য, কিসের জন্য বলতে পারো ?
সে প্রতিনিয়ত ঘরে বাইরে নির্যাতনের স্বীকার ।
শুধুমাত্র এই সময়ই নয় যুগে যুগে নারী নির্যাতিতা,
পরবর্তী বৈদিকযুগের সমাজে,কালো কুকুরের সঙ্গে
তুলনা করা হয়েছে নারীকে, যার মুখোদর্শনে হবে
সব কিছু বিফল,সব শুভকাজে বাধা,,,
কেনো কিসের এত ঘৃণা নারীর প্রতি বলতে পারো ?
সে যুগেও তো চলতে পারে নি নারী ছাড়া সমাজ।
শুধুমাত্র পুরুষের ক্ষমতায় জন্ম নিতে পারে নি কোনো কাপুরুষ, যে কিনা আবার এক বার করতে পারে
নারীর অপমান অসম্মান,অবমাননা ....
তবে কিসের এত অহংকার কিসের এত শক্তি প্রদর্শন
একটু খানি পথ ও যারা চলতে পারে না নারী ছাড়া,
তারাই করে সমাজে নারীর অপমান,,,,
যে পুরুষ নারীর সম্মান করবে, বুঝবে তিনি কোনো
সম্মানীয় নারীর সন্তান,একজন স্বয়ংসম্পূর্ণ পুরুষ।
স্ত্রী জাতির সঠিক মর্যাদা ছাড়া সমাজ কলঙ্কিত,,,,
নারী কিন্তু অক্ষম নয়,নয় দুর্বল তার একটা নরম কোমল মন আছে ঠিকই , সুখে দুঃখে তার চোখে জল এসে যায় ঠিকই, কিন্তু সে দুর্বল কখনো নয়।
যুগে যুগে বার বার প্রমাণিত হয়েছে তা, পরীক্ষা
দিয়েছে নারী বার বার নিজেকে প্রমাণ করেছে সে।
আমি গর্বিত একজন নারী হয়ে জন্ম নিয়ে,
আর আমি এটাও জানি, একজন সম্মানীয় নারীই
জন্ম দিতে পারে একজন সম্পূর্ণ পুরুষকে,
যে কিনা সমাজে নারীর সঠিক মর্যাদা দিতে সক্ষম।
একজন নারীই কিন্তু হাতে গড়ে তৈরি করে একজন
সভ্য পুরুষ,যে কিনা এই অন্ধকার এর ভবিষ্যত।
যে কিনা নারী কে ভালোবেসে সম্মান দিয়ে
তার অস্তিত্ব কে আরো বেশী পরিপূর্ণতযায় ভরে দেয়।
যে কিনা গড়ে তুলবে একটি সুস্থ সমাজ,,
যেখানে নারী পাবে স্বাধীনতার স্বাদ,যে সমাজে
নারী হবে না অপমানিত বার বার, বেঁচে থাকবে
সুন্দর স্নিগ্ধ একটি ফুল হয়ে।
ভালো থাকুন আর ভালো রাখুন,,,ধন্যবাদ।
For more interesting writing please visit my blog....Thank you.
Comments
Post a Comment