দূরের অথিতি



অনেক দিন পর পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয়, সমাপ্তি আর অনির্বান ও সেটা অনুভব করলো।

সমাপ্তি বলতে লাগলো ,তোর মনে আ
ছে একবার কি হয়েছিল ক্লাস বাংক করে আমরা মুভি দেখতে গেলাম,
আর সেখানে আমার ছোট মাসীমনি।
আমাদের দেখে ফেলবে বাড়িতে বলে দেবে সেই ভয়ে
তুই একটা রুমাল মুখে বেঁধে দূরে দাঁড়িয়ে আর আমি তোকে দেখে হেসেই চলেছি,,মাসীমনি র সঙ্গে কথা কি বলবো,,মাসিমনি অবশ্য বুঝেই গিয়েছিল ব্যাপারটা।বাড়িতে কিছু বলে নি সে বারের মত বেঁচে গিয়েছিলাম।
যাই হোক সে এক সময় ছিল।এইসব কথা বলতে বলতে সমাপ্তি হারিয়ে গেল কিছুক্ষন এর জন্য নিজের মনের অন্তরালে ,,,,যেদিন প্রথমবার অনির্বান কাছে এসে ছিল অনেক কাছাকাছি সেটা সমাপ্তি কোনো দিন ভুলবে না,
জীবনে প্রথম বার তোমার ভালোলাগার মানুষটি যখন তোমাকে স্পর্শ করে বা আদর করে সেটা ভোলার নয়,,,সেটা বোধহয় জীবনে চরম তম পাওনা,, যেকোনো মেয়ের জন্যই মনে হতে থাকে পৃথিবীর সব সুখ ও সব শান্তি ওর কাছে যা আর কেউ দিতে পারবে না।
হ্যা সে একটা সময় ছিল আজ ভাবতেও অবাক লাগে
সমাপ্তির ,,দিন কত বদলে যায় একদিন যাকে ছেড়ে এক মুহূত কল্পনা করাতে পারতো না সে আজ দিনের পর দিন দিব্যি আছে সব ভুলে ,,,,অনির্বান এর ডাকে ঘোর কাটলো সমাপ্তির,,,,
আচ্ছা বল তুই আমার বাড়ি কবে আসছিস?কিরে সিম্মু
কোথায় হারিয়ে গিয়েছিস?
ওঃ হ্যাঁ ,,বল এইতো কিছু না আজ পুরোনো কথা গুলো সব এক এক করে মনে পড়ে যাচ্ছিল ।
যাবো রে ,তুই ও একদিন আশিস আমার ফ্ল্যাট এ,আমার ভালো লাগবে ফ্যামিলি নিয়ে ঘুরে যাস,,
এই আজ উঠি রে অনেক দেরি হয়ে গেল,,,ছেলের ম্যামকে ফন করেছিলাম দেরি হবে বলে,,,
চল আবার দেখা হবে ,,ভালো থাকিস,,,
কথা গুলো বলতে বলতে অনির্বান এর দিকে একদৃষ্টি তে তাকিয়ে ছিল সমাপ্তি,,,
আসলে কি ,মেয়েরা জীবনের প্রথম প্রেম কে কোনও দিনও ভুলতে পারে না সে যত আঘাত আর যন্ত্রনায় না পাক তার কাছ থেকে এটাই নিয়ম,
 যাইহোক আমরা দুজনেই এখন সুখী বিবাহিত জীবন যাপন করছি তাই নাহ সমাপ্তি বললো।
কোথায় যেন একটা আঘাত দেখা গেল,,,অনির্বান বুঝতে পারলো কিছু একটা বোঝানোর চেষ্টা করছে সমাপ্তি।কারন তার থেকে ভাল সমাপ্তি কে আর কেউ বোঝে না।সেটা অনির্বান আজও বোঝে।সমাপ্তি একটার পর একটা অভিযোগ করে চলেছে,,,,কিন্তু একটা সত্য যেটা ,এত বছর পর পুরানো কথা বোলে কি লাভ?
দুজনে কিছু বুঝতে পারে না সময় বয়ে চলছে সময় এর মত,,দাগ রয়ে যায় মনের মধ্যে যা বাইরে থেকে দেখা যায় না,,
সকলের সামনে সব মানিয়ে হাসি মুখে সব কিছু মেনে নেয়ার নাম জীবন।
আর একবার এই সত্য মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।সাত পাঁচ ভাবতে ভাবতে সময় হয়ে গেল ঘরে ফেরার আর একবার দেখা করার প্রতিশ্রুতি দিয়ে সেদিনের মত বিদায় নিল সমাপ্তি।
আবার একবার সব ভুলে নিজের ছোট্ট পৃথিবীতে হারিয়ে যাওয়ার জন্য সে তৈরী ,,,,,,

সমাপ্ত,,,

ভালো থাকুন ভালো রাখুন,,,,শুভরাত্রি

Comments

Popular posts from this blog

It's your love.....

UNWANTED LOVE WITH A UNKNOWN PERSON

Amar brishti bheja meye....