Swapno mane...
স্বপ্ন মানে গভীর রাতের তারায় ভরা আকাশ
স্বপ্ন মানে চাঁদের আলোয় তোর হাতে হাত।
স্বপ্ন মানে তোকে জুড়ে দীর্ঘ কল্পনা
স্বপ্ন মানে বাতির খেলা ছোট্ট একটু আশা।
স্বপ্ন মানে একদৃষ্টে তোকে চেয়ে দেখা
স্বপ্ন মানে দুঃখ ভুলে সুখের সাগরে ভাষা।
স্বপ্ন মানে খেলাঘরে তোকে নিয়ে বাঁচা
স্বপ্ন মানে রাতের পরে নতুন সূর্যোদয়।
স্বপ্ন মানে আমার মনে তোর অবাধ বিচরণ
স্বপ্ন মানেই কল্পনাতেও তোকে খুঁজে পাওয়া।
স্বপ্ন মানে তোর সাথে সাগর পাড়ে ঝিনুক খুঁজতে যাওয়া
স্বপ্ন মানে সেই ঝিনুক মাঝের মুক্ত হতে চাওয়া।
স্বপ্ন আমার স্বপ্ন তোর একটা ছোট্ট খেলাঘর
কখন যেন খেলেছিলাম ভুলে সব বাঁধন।
স্বপ্ন আমার স্বপ্ন তোর বৃদ্ধ হবো সাথে....
হয়তো বা ঝড়ের বেগে সব যাবে বিফলে।
স্বপ্ন মানে বছর কাটুক তোকে পাশে নিয়ে
স্বপ্ন মানে প্রতিটিক্ষন তোকে কাছে পাওয়া।
স্বপ্ন মানে সদ্য ফোঁটা গোলাপ কুঁড়ির মতো
স্বপ্ন মানে গভীর প্রেমের গভীর অনুভূতি।
স্বপ্ন মানে চাঁদের আলোয় তোর হাতে হাত
স্বপ্ন মানে বেঁচে থাকা তোকে ভালোবেসে।
ধন্যবাদ। শুভরাত্রি।
Shubho Sandhya I Ashakori Bhalo Aachis Sakole I Gatokal Je Blog-e Comments Korlam Seta Kothai Galo ? Toro Kono Action -Reaction Dekhte Pelam Nato I
ReplyDelete