DAHAN

দহন...

যদি নাই পারো কভু, জানাতে আমারে তবুও
ক্ষতি নাই ক্ষতি নাই, শুধু মনে মনে রবে তব প্রেম।

নাই বা জানালে মোরে, তবুও ভালোবেসে যেও দূর হতে
যদি দাও দুঃখ তুমি দূর হতে,তবে কাছে এলে কেন প্রেম

গোপনে দেখেছি তোমার উলু থুলু চুল,মায়া ভরা চোখ
আমি যে বেঁধেছি আমারও আশার ও দু কূল।

কাছে যদি আমি নাই পাই তারে, তবুও            ভালোবেসে যাক সে দূর হতে মোরে......

আমি জানি গো যে ভালোবাসা কভু হবে নাকো কম
বুকের গহনে রেখে দিও মোরে লুকায়ে সারাক্ষন।

নাই বা পাইলাম তারে চিরতরে ক্ষতি নাই,
তবুও রয়ে যাবে মোর জীবনে মরণে প্রতিক্ষণে।

মিলিব তোমার সাথে কভু পরলোকে....
আমি রয়ে যাবে চিরঘুমে,অনন্তকালের শোকে।

আমি জানি না, আমি বুঝি না.....
তবুও বেঁধেছি আশার ও দু কূল তোমার ও সাথে।

তুমি রবে চিত্তে মম সন্তর্পণে.....
আমি ভালোবেসে যাবো দূর হতে শুধু আঁখি পানে চেয়ে।

তুমি জানিবে না কোনো ও দিন ও
তুমি বুঝি বে না কোনও দিনও,কত যে ভালোবেসে
ফেলেছি আমি তোমারে.......

ধন্যবাদ।







Comments

Popular posts from this blog

SONAJHURIR GRAME AR EKTI DIN

BASANTER MANJARIKA

UNWANTED LOVE WITH A UNKNOWN PERSON