Jibantak ekhn jibashma
জীবন্তক এখন জীবাশ্ম....
বাহ দূরে আমগাছে কত মুকুল এসেছে.....
ছোটো ছোটো ছেলে মেয়েরা মাঠে খেলা করছে কিছু।
আমি বসে ব্যালকনিতে, তাই তো.... আজ অনেকদিন বাদে আমি ব্যালকনি তে....কেন! তুমি বলবে কোথায়
থাকো সারাদিন, কত ঘন্টা কেটে গিয়েছে কোথায় ছিলে
এতক্ষন? আমি ও সেটাই ভাবি ঘন্টা, দিন, সপ্তাহ, মাস
শেষে বছর কেটে যায়......কোথায় থাকি আমি..!
আমি জানি না, কখনো খুঁজি নি আমি নিজেকে, বলতে
পারো খুঁজতে চাই নি জীবন্তক এর ইতিকথাকে.....
জীবাশ্ম এর মত বেঁচে রয়েছি স্মৃতির কোটরে, পাষানপুরীর রানী হয়ে.....
কখনো এখানে, কখনো সেখানে, নিরুদ্দেশে সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘুরেছি আমি পথে পথে...না আর নয়
স্মৃতির কোটরে নিশ্বাস বন্ধ করে চিরতরে হারিয়ে যেতে চাই, ভয় পাই পাছে বাঁধা পড়ে না যাই স্মৃতির অন্তরালে
জীবন সকলকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়
আমরা ক্ষত বিক্ষত হয়ে এগিয়ে চলেছি জীবন্তক এর
খোঁজে যেখানে পাষানপুরী আমার মূলমন্ত্র, জীবাশ্ম আমার পরিণতি। তবে কিসের আকাঙ্ক্ষায় মন বাধা পড়ে আছে, জীবাশ্ম এর জীবন অজানা আশঙ্কায় যা তিলে তিলে নিঃশেষ করে চলেছে আমায়.....
তবুও তো বলবো ভালো আছি, ভালো থেকো.....
শিখিনি আমি হেরে যেতে, শিখিনি আমি বাস্তব কে
অস্বীকার করতে।
আমি সুখে আছি, আমি ভালো আছি জীবনের সকল
পরীক্ষায় আমি সফল.....তবে তুমি কেন নও ?????
ধন্যবাদ.. ভালো থাকুন সঙ্গে থাকুন।
শুভরাত্রি।
বাহ দূরে আমগাছে কত মুকুল এসেছে.....
ছোটো ছোটো ছেলে মেয়েরা মাঠে খেলা করছে কিছু।
আমি বসে ব্যালকনিতে, তাই তো.... আজ অনেকদিন বাদে আমি ব্যালকনি তে....কেন! তুমি বলবে কোথায়
থাকো সারাদিন, কত ঘন্টা কেটে গিয়েছে কোথায় ছিলে
এতক্ষন? আমি ও সেটাই ভাবি ঘন্টা, দিন, সপ্তাহ, মাস
শেষে বছর কেটে যায়......কোথায় থাকি আমি..!
আমি জানি না, কখনো খুঁজি নি আমি নিজেকে, বলতে
পারো খুঁজতে চাই নি জীবন্তক এর ইতিকথাকে.....
জীবাশ্ম এর মত বেঁচে রয়েছি স্মৃতির কোটরে, পাষানপুরীর রানী হয়ে.....
কখনো এখানে, কখনো সেখানে, নিরুদ্দেশে সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘুরেছি আমি পথে পথে...না আর নয়
স্মৃতির কোটরে নিশ্বাস বন্ধ করে চিরতরে হারিয়ে যেতে চাই, ভয় পাই পাছে বাঁধা পড়ে না যাই স্মৃতির অন্তরালে
জীবন সকলকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়
আমরা ক্ষত বিক্ষত হয়ে এগিয়ে চলেছি জীবন্তক এর
খোঁজে যেখানে পাষানপুরী আমার মূলমন্ত্র, জীবাশ্ম আমার পরিণতি। তবে কিসের আকাঙ্ক্ষায় মন বাধা পড়ে আছে, জীবাশ্ম এর জীবন অজানা আশঙ্কায় যা তিলে তিলে নিঃশেষ করে চলেছে আমায়.....
তবুও তো বলবো ভালো আছি, ভালো থেকো.....
শিখিনি আমি হেরে যেতে, শিখিনি আমি বাস্তব কে
অস্বীকার করতে।
আমি সুখে আছি, আমি ভালো আছি জীবনের সকল
পরীক্ষায় আমি সফল.....তবে তুমি কেন নও ?????
ধন্যবাদ.. ভালো থাকুন সঙ্গে থাকুন।
শুভরাত্রি।
Comments
Post a Comment