Posts

Showing posts from 2017

I LOVE TO SEE YOU

Image
I love to see you.. I love to see you, i love to feel you... When it was morning, when it was sunshine I can feel you, in everymoment of my life.. I can feel, i can imagine those happymoment Which you make me realise in everymoment of my life ...So I love to see you, love to feel you again and again... The Morning sunshine, it can make you more More beautiful, it can make you more blushing. I love to see you again and again .... When it's day and when it was sunset.... And all the world drive in to a dark depressing night  .....  . I love to see you, in everymoment of my life.. If it sadness, madness or maybe happyness. I don't know, i don't want to know.... What is right, what is wrong.... What's true or  what's fake..... I know one thing that..I love you....I love you And I love you....... When I saw you, i afraid to meet you, when I met you, i was afraid to kiss you. When I kissed You...Now that I love you, so I afraid to lose you Ohh, my lo...

নিরুদ্দেশের পথে.....

Image
নিরুদ্দেশের পথে.... আমি যে পথ ভুলেছি, আমি যে উদাসিনী হয়েছি পথিক আমি নিরুদ্দেশের..... হতে চাই সন্ন্যাসিনী, হতে চাই বৈরাগিনী পেতে চাই মুক্তি আমি সকল বাঁধন শৃঙ্খলের।  সুখ কে হেলায় রেখে, দুঃখ যে জয় করেছি, পেতে চাই মুক্তি আমি সকল মায়া বন্ধনের.... ফিরে যাই কৈশোরে আজ, পিছনে ফেলি সব বাঁধা হতে চাই মুক্ত আমি সকল বাঁধন শৃঙ্খলের ..... চাওয়া পাওয়ার দন্ধ কে আজ মিটিয়ে দেবো অনায়াসে সুখ দুঃখের মাঝে আমি রইবো হয়ে বৈরাগিনী উদাসিনী হিমালয় ডাকছে আমায় আজানারে করতে যে জয় পেতে চাই মুক্তি আমি সকল মায়া বন্ধনের। চাওয়া পাওয়ার বোঝা যে আজ বড্ড ভারী... চারিদিক ভরেছে সুযোগ সন্ধানী আর স্বার্থপরতায়। আমি যে দিগভ্রান্ত, চাই হারাতে সুদূর ওই হিমালয়ে...... হতে চাই পথ ভোলানী নিরুদ্দেশের সন্ন্যাসিনী। শরীরের শেষ বিন্দু টুকু করলাম নয় নাই বা শেষ, অনেক তো পরের লাগি, নিজে এবার বাঁচতে শেখ। আমি যে পথ ভুলেছি, বিপর্যস্ত মানসকন্যা পেতে চাই মুক্তি আমি সকল মায়া বাঁধনের। জীবনের শেষ দিনেতেও ভুলবো না যে মুখটি আমি মা আমার সঙ্গে থেকো, সব দুঃখের জয়ে তুমি। তুমি যে প্রেরনা মোর, সকল দুঃখ যন্ত্রণার। দেখেছি...

JIBNER GATIPATH

Image
জীবনের গতিপথ 1870 সাল, ফ্রান্সের একটি ছোট্ট গ্রাম কোলমার (Colmar)। খুব সুন্দর পাহাড়ে ঘেরা ছবির মত একটা গ্রাম কোলমার, যেটা ফ্রান্সের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত।এখানে জনসংখ্যা স্বল্প, জার্মানী বর্ডার পাশে। কলমার নামটি এসেছে কোলম পাহাড় এর নাম অনুসারে। আবার অনেকে মনে করেন, (cole) কয়লার পাহাড় হওয়ার জন্য গ্রামের নাম কোলমার। এখানে পৃথিবী বিখ্যাত ওয়াইন পাওয়া যায়।প্রসিদ্ধ ওয়াইন এর জন্য খ্যাতি আছে জায়গাটির। ছোট্ট সুন্দর গ্রাম কোলমার, যেখানে যোসেফ সাইমন আর গ্রেসী সাইমন এর সুখের সংসার এ জন্ম নিল ফুটফুটে একটি মেয়ে ফ্লোরিনা। সব মিলে ছোট সুখী পরিবার, যোসেফ কাজ করতো একটি সরকারি সংস্থা তে, গ্রেসি গৃহবধূ। কিছুদিনের মধ্যে গ্রেসীর পুত্ৰ সন্তান হেনরি জন্ম নিলো। ফ্লোরিনা তখন পাঁচ বছর। দেখতে দেখতে হেনরি ও বড় হয়ে যায়। কিন্তু সুখ কখনই চিরস্থায়ী হয় না, এ ক্ষেত্রেও হলো না। কিছু বছর কেটে যাওয়ার পর সংসারের চাপে গ্রেসী র শরীর খারাপ হয়ে যাচ্ছিলো ভিতরে ভিতরে। সে হটাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক অজানা জ্বরে, চিকিৎসা য় কাজ হলো না মাত্র এক মাসের জ্বর এ তিনি মারা গেলেন। ফ্লোরিনা মাত্র পনে...

ANKHI MELE

আঁখি মেলে.... সুখ সে যে অলীক,সে যে ক্ষণস্থায়ী সুখের সন্ধানে কেটে যায় দীর্ঘ সময়, মেলে শুধু দুঃখ। পাপ পুণ্যের হিসাব মেলা দায়.... শুনেছি, পরের সম্পত্তি ভোগ করলে নাকি পাপ বাড়ে, ঠাঁই হয় নরকে..... তাই তো, সাবধান করি তোকে, দূরে রাখি তোকে পরস্ত্রী কে ভালোবাসা যে মহাপাপ .... জানিস না কি তুই, বুঝিস নাকি তুই আমি যে ভালোবাসায় নিজের চোখ কে করিনা বিশ্বাস আমি যে ভালোবাসি নিজের চোখ দুটি খুলে.... ভয় পাই পাছে, মনের দরজা দিয়ে এসে টোকা দিস তুই আমার বন্ধ চোখে, আমার বব্ধ প্রাণে.... পাছে, আমার সব ভালোবাসা ছিনিয়ে নিস তুই এক নিমেষে...ছার খার করে দিতে চাস তুই আমায়। তাই তো ভালোবাসি আমি  আঁখি মেলে... তাই তো ভালোবাসি আমি প্রাণ খুলে... হ্যাঁ, জানি তুই হাসছিস,হাসবি আমার সব কোথায় বোকা,পাগলী বুদ্ধি নেই বলবি সারাক্ষন.... তাতে কি আমি তো বুঝি তোর বকুনি তে ও রয়েছে তোর ভালোবাসার পরশ যা রাগ হয়ে, কখনো আদর হয়ে ঝরে পড়ে আমার উপর.... সব মনের গ্লানি প্রতিব্ধকতা মুছে দিতে চায় একবার। অন্ধকার রাতের আকাশের অগণিত নক্ষত্রের মতন জ্বল জ্বল করছে আর বলছে ভালোবাসি তোকে তাই তো কাছে ডাকি তোকে.... যেন চিরন্তন চি...

NIGAHO KI JUWA

Image
निगाहों की जुबां निगाहें ये निगाहें मेरे, ढूंढे तुम्हें मंजिल तक ना कोई खबर ना कोई पता, कहां है मंजिले.... फिरभी बेचैन निगाहें मेरी ढूंढे तुम्हे मंजिल तक दिल बेचैन हो, खामोश जुबां लफ़्ज़ों में सूनापन, दिलों से दिलों तक बातें होती है निगाहों से न जाने वह केसा पल हो, जब जुबां खामोश हो, दिलकश नज़ारे हो, और मोहब्बोतें जवां हो, न जाने वो कौनसी पल हो, जॉब दो दिल की दास्तां बयान करता खामोशियां हो, हमे इन्तेजार रहेगा उस पल का, जब जुबां खामोश और दिलों ने बयां करे मोहब्बते दस्ता हो। दास्तां दिलो की कुर्वाने मोहब्बते हो काल न हम होंगे न तुम, फिरभी मोहब्बतें बया करेगा दास्तां निगाहें ये निगाहें मेरी, ढूंढे तुम्हे मंजिल तक तुम्हें मुबारक जिन्दगी हो, भले मेरा नसीब मौत हो। जिन्दगी वो जिंदगी क्या,जहां इश्क में बैचैन एक दिल न हो जिंदगी वो जिंदगी क्या, जहाँ तुम्हारा मोहब्बत ना हो। कुछ पाने की इच्छा तूमहे हरवक्त जिंदा रखता हो कुछ खोने का डर, तुम्हे हरवक्त बेचैन करता हो। यही इश्क है, जो हमे हरवक्त जिंदा राखता हो चाहे खुशियां, चाहे गम, तुम न मुह फेरना कभी साथ तुम्हारा तो  जिन्देगी ह...

Rater Nishagata

Image
রাতের  নিঃসঙ্গতা রাত, এক শীতের রাত পথে গুটি কয় পথচারী আছে কিছু কৌতূহলী দৃষ্টি, আর জন বিরল পথ। তারই মাঝে কুয়াশা ঘন এক নিস্তব্ধ নিঃসঙ্গ রাত, আমি দেখি নিঃসঙ্গতা,ভাবি প্রতিবন্ধকতা মানুষের দেখি মানুষের হেরে যাওয়ার রীতি, মানুষের ব্যার্থতা, তবুও তো সময়ই বলে দেয় সে নেই কখনো থেমে। থাকবে  না থেমে,জলের ধারার মতো বয়ে যেতে হবে তাকে, দূর থেকে দুরান্তরের সীমানা পেরিয়ে। যেখানে তুমি আমি,আমরা সকলে অপরিচিত মানুষ,,,, যেখানে অপেক্ষা করে আছে, জীবনের চরম সত্য। যে সত্য কে আমার ভয় পাই, আমরা ভুলে থাকতে চাই দুদিনের  এই  রঙ্গমঞ্চে, যেখানে অভিনয়ে সকলে ব্যাস্ত। একে অপরকে হিংসা ঘৃনা,বিদ্ধেষ,তাচ্ছিল্য অপমান করতে সদাই ব্যাস্ত, যেখানে ভালোবাসা দূর অস্ত,,,, আমরা ভুলে গিয়েছি ক্ষমা শব্দের প্রয়োগ ,,,, যেখানে বিরল ঘটনা,যেখানে হিংসা আর হিংস্রতা,, ভর করেছে বাসা বেঁধেছে প্রতিনিয়ত,,, আমি বুঝিনা এসবের মানে, জানি না এত ঘৃনা কিভাবে জন্ম নেয় মানুষের মনে, কিসের এত নিজের স্বার্থ দেখা কি এনেছিলে সঙ্গে, কি নিয়ে যাবে সঙ্গে তুমি যার জন্য যার জন্য করছো লড়াই দিনরাত তুমি,,,, থাকবে তো সে তো...

Narir Astiwta

 নারীর অস্তিত্ব পুরুষের ভালোবাসা নারীর সৌভাগ্য নাকি অভিশাপ আমি জানি পুরুষের সত্যিকারের ভালবাসা পাওয়া, নারীর সৌভাগ্য, প্রত্যেকটি নারীর কাছে স্বপ্ন । কজন নারীর কপালে সেই সৌভাগ্য জোটে সমাজের অর্দ্দেকের বেশি নারী তো লালসার শিকার। নারী পুরুষ একে অপরের পরিপূরক, তাকে ছাড়া সমাজ অচল, তাও তো নারী নির্যাতিতা,অবাঞ্চিতা অসম্মানিতা প্রতিটি খনে..... কেন কিসের জন্য, কিসের জন্য বলতে পারো ? সে প্রতিনিয়ত ঘরে বাইরে নির্যাতনের স্বীকার । শুধুমাত্র এই সময়ই নয় যুগে যুগে নারী নির্যাতিতা, পরবর্তী বৈদিকযুগের সমাজে,কালো কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে নারীকে, যার মুখোদর্শনে হবে সব কিছু বিফল,সব শুভকাজে বাধা,,, কেনো কিসের এত ঘৃণা নারীর প্রতি বলতে পারো ? সে যুগেও তো চলতে পারে নি নারী ছাড়া সমাজ। শুধুমাত্র পুরুষের ক্ষমতায় জন্ম নিতে পারে নি কোনো কাপুরুষ, যে কিনা আবার এক বার করতে পারে নারীর অপমান অসম্মান,অবমাননা .... তবে কিসের এত অহংকার কিসের এত শক্তি প্রদর্শন একটু খানি পথ ও যারা চলতে পারে না নারী ছাড়া, তারাই করে সমাজে নারীর অপমান,,,, যে পুরুষ নারীর সম্মান করবে, বুঝবে তিনি কোনো সম্মানীয় নারীর সন...

Rimli tui khub sundar

Image
রিমলি তুই খুব সুন্দর,,,, রিমলি তুই খুব সুন্দর, চোখ ফেরে না আমার সুন্দরী তো অনেক আছে,চোখে ধরে না আমার। তুই যে জাদু করেছিস,অন্ধ করেছিস আমায় পাগল আমি তোর জন্য,দেখতে চাই বার বার। তোর ওই হরিণী চোখে একবার রাখতে চাই চোখ তোর না বলা সব কথা, বুঝে নিতে চাই এক নিমেষে। রিমলি তুই খুব সুন্দর, চোখ ফেরে না আমার দেখতে বাচ্চা মেয়ে,বয়স যে ছুঁতে পারেনি তোকে। আমি যে ভালোবেসেছি তোকে ভীষন,,,, তাই তো পেতে চাই নিজের করে সারাজীবন । হেলায় রাখিস না আমায় দূরে, জানি আমি তুই ও বেসেছিস ভালো আমায় একই ভাবে। আমি বুঝি তোর বলা না বলা সব কথা,,, তবু ও একটি বার তো স্বীকার কর তুই আমার কাছে। দিনের সর্বক্ষণ থাকি সঙ্গে তোর, তবুও কত দূরে,,, সব বলার পরেও মনে হয় রয়ে গেল সব বাকি। মন ভরে না আমার যত দেখি তোকে যত কথা বলি ততবার প্রেমে পড়ি নতুন করে,আকর্ষণ বাড়ে আমার,,, রিমলি তুই খুব সুন্দর চোখ ফেরে না আমার,, সুন্দরী তো অনেক আছে চোখে ধরে না আমার। রিমলি ও জানে সত্যি সে খুব সুন্দর, চোখ ফেরে না তোর, মন ভরে না তোর,হক না তুই যতই অপরিচিত। পরিচয় কি, আর পরিচিতি কি, খোঁজ রাখে না রিমলি,,, সেও গা ভাসিয়ে দিতে চাই কো...

Viswas

विश्वास विश्वास क्या होता है विश्वास..... कब करते है किसिपे भरोसा, नही मालूम नही पता करना नही चाहते विश्वास, टूटना नही चाहते फिर एकबार नही पता क्यों करते है विश्वास ? आंखों की सामने होते हुए भी, कोई दिलमें न उतर पाए... और हमसे दूर होके भी, कोई हमसे दूर ना रह पाए न चाहते हुए भी, जिन्देगि में वो खुशिया दे जाते है जिसका शयेद हुम् हक़दार भी ना थे कभी.... हुम् सुक्रगुजर रहेंगे जिन्देगि से जिसने हुमें हरखुसी मुक़म्मल की, हुम् सुक्रगुजर रहेंगे उनसे जिसने हमे इस काबिल समझा, काग़ज की कश्ती से कोई कैसे दरिया पार करे.... तूफ़ान जो दिल मे उठा कोई कैसे नजरअंदाज करे, चाहे दुनिया वाले भले ना समझे, दिल की बात चाहे दिलमे छुपे रहे, बनना चाहे हमदर्द कोई अगर हमे एतराज न होगा हमे इन्तेजार रहेगी उनकी,जिसने सपना दिखाया था कभी जिसने मोहब्बत सिखाये थे कभी, जैसे कमल के पत्तो पे पानी की एक बूंद, वैसे है मोहब्बत पे भरोसा हरवक्त डगमगाये, न चाहते हुए भी, खयाल आने लगे मन में न जाने कब टूट जाए भरोसा हमारा । दूर होके भी दूर रहना सके, पास आके भी दूर न जा पाए हुम् ई क्यासी है उलझने मेरी, जो सुलझ के भी न...

Sapno Bilap

Image
স্বপ্ন বিলাপ আমি চাই তোকে শনয় এ স্বপনে আমি চাই  তোকে জীবনের প্রতিটি খনে। জানি তুই আছিস কোথাও না কোথাও জানি তুই থাকবি জীবনে মরণে সঙ্গে সঙ্গে। প্রতিটি মুহূর্ত তোকে চাই একটু নিজের করে আমার খুব ব্যস্ত জীবন, তবুও আছে একাকীত্ব। তবু সব ব্যস্ততার মাঝে চাই তোর শীতল পরশ, স্নিগ্ধ শীতল ঝিলের পরে তুই মিষ্টি একটু বাতাস। আমি চাই তোকে শয়নে  স্বপনে আমি চাই তোকে জীবনের প্রতিটি খনে। রাত যায় দিন আসে, মন সপ্নে অট্টালিকা গড়ে কল্পনার ইট পাথরের সমন্বয়ে গড়ে ওঠে অট্টালিকা। অজানা আক্ষেপ শুধু মনের মধ্যে বাসা বেঁধে চলে আর একবার জন্ম নেবার বাসনা জাগায় মনে।  একবার তোর মনের মাঝে  ঘর বাঁধার বাসনা তোর সব ভাল মন্দর, সুখ দুঃখের দায় নেয়ার বাসনা। প্রাণে জাগায় আশা তোর স্পর্শ উত্তপ্ত ভালোবাসা অপরিপূর্ণ জীবন আমার ভরে যেতে চায় পূর্ণতায়। খুঁজে পাই না আমি ঠিকানা সুখদূঃখের, নিরুদ্দেশের আমি নীল আকাশের মাঝে দিশাহারা তৃষ্ণার্ত চাতক। উত্তপ্ত গ্রীষ্মের দুপুরে হতে চাই পানিগ্রহী তোর পেতে চাই সর্বকালের পিপাসার্ত জীবন থেকে মুক্তি। না পাওয়া অনুভূতি বাসা বেঁধেছে মনে দিনে দিনে জানি না ...

ছিন্নপাতা

Image
ছিন্নপাতা গুটি কয় ছিন্নপাতা ঝরে পড়েছে নীচে.... না আর কোনো সম্পর্ক ই নেই তার মূল শাখা প্রশাখার সঙ্গে, জীবনে সম্পর্ক আসলে কি ?? মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে তার সম্পর্ক চাই, চাই আশা ভরসা, চাই ভালোবাসা, নতুন করে বেঁচে ওটার স্বপ্ন, আর স্বপ্ন কে সত্যি করার সাধনা । স্বপ্ন দেখতে সবাই চায় স্বপ্ন কে সত্যি হতে দেখতেও ভলোবাসে নিজের চোখে...... কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয় ? নাকি ঘোরের মধ্যে স্বপ্ন ভঙ্গ হয়? জানি না স্বপ্ন দেখার অধিকার সবার থাকে কিনা, এও জানি না স্বপ্ন কে সত্যি করার সাহস সকলের থাকে কিনা, শুধু এটুকু জানি মাধুর্য পূর্ণ স্বপ্ন থেকে কখনো জেগে উঠতে চাই না।। কি লাভ জীবনে ছিন্নপাতা হয়ে বেঁচে থেকে, কি লাভ দুদিনের এই জীবন কে আরও বেশি দুঃখ জর্জরিত করে, নাই বা সুখ পেলাম জীবনে, তা বলে দুঃখ কেই বা সঙ্গী করবো কেন..... কেন পারবো না আর দশ টি মানুষের মতই হেসে উড়িয়ে দিতে জীবন টাকে, জীবন মুখী মানুষ আমরা সুখ দুঃখ কে সঙ্গী করে চলছি চলার পথে, সুখের হদিস করতে গিয়ে জীবন দরিয়ায় ভেসে যেতে থাকে প্রীতিটি মানুষ, কখনো সুখ মেলে কখনো দুঃখ। আমাদের খোঁজ চলতে থাকে অনন্ত কাল ধরে.... না জানি কি সে প্র...

DESTINATION OF LIFE

Image
DESTINATION OF LIFE. ...... We don't know what is our destination. What is our true aim of life,what we want to do in our life ,what should we really expect from our life. It's a confusion ,it's an unpredictable situation. I find everybody want to spend their life happily peacefully and with complete satisfaction,but sometimes it dose not happen. We feel getting stuck,we feel irritated. We don't see things as they are,we see them a we are..When we start to think that there's no way to live our life happily and peacefully ,there is a positive side for you which works best when you find yourself in the middle of a situation that making you feel like a failure ,and you start beathing yourself up inside. If you think all that happens to you only, not like that ,everyone in his life faces lot's of problems. Sometimes he accepts failure .But most of the time he try to over come from this depressed situation . Some one says,,, Life is like a mirror,we get the ...

Prem tumi sarbonashi

Image
প্রেম তুমি সর্বনাশী প্রেম তুমি সর্বনাশী ,তুমি বিনাশকারী ,তুমি বিধ্বংশী জীবনে তোমার আগমনে ,কিছু চিহ্ন রেখে যাবেই,, যেভাবে কালবৈশাখী ঝড় নিজের স্মৃতি রেখে যায় মাটির বুকে,,,,  ঝড়ের পূর্ভাভাস বলে দেয় ,প্রকান্ড ঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। যা কিছু সাবধানতা নেবার নিতে হবে এখুনি,,,,, কিন্তু জীবনে ঝড় উঠলে কি সাবধানতা নেবে তুমি,, প্রেমের ঝড় কে কিভাবে বাঁধা দেবে তুমি কিভাবে বোঝাবে নিজেকে এ ঝড় ছিল অবধারিত,, কি করে সামলে নেবে তুমি ঝড়ের সম্মুখে,,,,, আমরা মেয়েরা ভালোবাসার ঘাত প্রতিঘাতে অভ্যস্ত ভুলে যেতে পারিনা কোনো কিছুই,কারন ভগবান তো এভাবেই বানিয়েছে মেয়েদের,, মনের মধ্যে প্রচন্ড আকাঙ্খা ,আশা ভালোবাসা আত্মত্যাগ আর নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভালোবাসতে জানে মেয়েরা,,,, কোনো প্রতিদানের আশা না রেখেও ভালোবেসে যেতে পারে সারাজীবন নির্দ্বিধায়,,,,, একটি হৃদয় যা প্রতিনিয়ত ছারখার হয়ে চলেছে,, কে রেখেছে তার হিসাব বলো,কে জানতে চেয়েছে তাইতো প্রেম সর্বনাশী ,তাইতো প্রেম বিনাশকারী,,,, যদি কাউকে ধ্বংস করে দিতে চাও,চাও প্রতিশোধ নিতে অভিশাপ দিও ,তুমি প্রেমে পড়,,,,, নাওয়া খাওয়া ভুলে ,জীবনের...

দূরের অথিতি

Image
অনেক দিন পর পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয়, সমাপ্তি আর অনির্বান ও সেটা অনুভব করলো। সমাপ্তি বলতে লাগলো ,তোর মনে আ ছে একবার কি হয়েছিল ক্লাস বাংক করে আমরা মুভি দেখতে গেলাম, আর সেখানে আমার ছোট মাসীমনি। আমাদের দেখে ফেলবে বাড়িতে বলে দেবে সেই ভয়ে তুই একটা রুমাল মুখে বেঁধে দূরে দাঁড়িয়ে আর আমি তোকে দেখে হেসেই চলেছি,,মাসীমনি র সঙ্গে কথা কি বলবো,,মাসিমনি অবশ্য বুঝেই গিয়েছিল ব্যাপারটা।বাড়িতে কিছু বলে নি সে বারের মত বেঁচে গিয়েছিলাম। যাই হোক সে এক সময় ছিল।এইসব কথা বলতে বলতে সমাপ্তি হারিয়ে গেল কিছুক্ষন এর জন্য নিজের মনের অন্তরালে ,,,,যেদিন প্রথমবার অনির্বান কাছে এসে ছিল অনেক কাছাকাছি সেটা সমাপ্তি কোনো দিন ভুলবে না, জীবনে প্রথম বার তোমার ভালোলাগার মানুষটি যখন তোমাকে স্পর্শ করে বা আদর করে সেটা ভোলার নয়,,,সেটা বোধহয় জীবনে চরম তম পাওনা,, যেকোনো মেয়ের জন্যই মনে হতে থাকে পৃথিবীর সব সুখ ও সব শান্তি ওর কাছে যা আর কেউ দিতে পারবে না। হ্যা সে একটা সময় ছিল আজ ভাবতেও অবাক লাগে সমাপ্তির ,,দিন কত বদলে যায় একদিন যাকে ছেড়ে এক মুহূত কল্পনা করাতে পারতো না সে আজ দিনের পর দিন দিব্যি আছে সব ভুলে ,,,,অনির্বান এর...

ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা

ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা -- ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা,,,, কতবার ই তো বলেছি তোমায় আবার না হয় একটু চেষ্টা করি,,,, ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা,,,, কিছুই নেই আমার তোমাকে দেবার মতো বেলাশেষে আমি নিঃস্ব ,আমি ক্লান্ত, আমি দিশাহারা নাই বা দেখালে আমায়,নতুন বাঁচার স্বপ্ন,,, যে স্বপ্ন ভাঙার পর ,তুমি নিঃস্ব আমি পথহারা সারা জীবনের যন্ত্রনা তোমার আমার সংগী,,,, তবে কি লাভ বলো আমায় ? ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোব আবার ও বলছি সত্যি সত্যি সত্যি বলছি,,, হবে না গো কোনো কষ্ট কোনো ব্যাথা কোনো গ্লানি জ্বলে পুড়ে ছাই হবো না আমি ,কথা দিচ্ছি,,, না,,,,শোনে না আমার কথা শুধু মুখ তুলে হাসে মুক্তঝরা সে হাসি,প্রাণ জুড়ায় আমার,, বার বার দেখার লালসা জাগায় মনে,জানি সে আমার নয়,কখনো হবে না আমার,,,, তবু ও আমি ও তো ভালোবেসেছি তাকে,, কি করে অস্বীকার করি, মন প্রাণ সপেছি যারে, তাকে ভালো থাকতে দেখার সাধ জাগে মনে,,,, তাই তো বলি ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা রেগে যায় সে ভীষন ,ভীষণ রেগে তাচ্ছিল্য এ উড়িয়ে দেয় আমার কথা, আর একটি কথার ও দেয় না কোনো উত্তর,,,, আমি বুঝি ,ও আমায় পাগলের মতো ...

ना कोई गिला ना कोई शिकायते

ना कोई गिला न शिकायतें,,,,,, खो गए,,,,, कैसा होगा अगर हमतुम खो गए फिर एकबार दुनिया के वीड में कहीं,,,,, कैसा होगा अगर हम कभी न मिले कहीं,,,,, ना जाने कितने बार मिलने का वादा कर चुके हैं,, कैसा होगा अगर वो पॉल, वो वादें वापस न आया लौंटके के,, चलते चलते जिंदगी की राह में खो जाएंगे फिर एकबार हमतुम कभी ना मिलने का वादा भी करलेंगे शयेद,,, अगर कभी ऐसा दिन भी आये जिंदगी में ,,तो मुझे मंजूर रहेगा ये वादा रहा मेरा अपने आप से भी ,,और उनसे भी,,,,, ना कोई शिकायते होंगे ना कोई गीले,,, जिसने प्यार करना सिखाया,,सिखाया था जीना मरना प्यार के लिए ,फिर एकबार,, अपना प्यार को साथ लेके चोलना सिखाया और अपना हक चिन्ना,,, खुशी से हसके हर दर्द की सहना सिखा,,, न कोई गिला न कोई शिकायते होंगे दुनिया वालो से,,, हँसाने वाले जॉब रुलाएंगे वो सह लेंगे खुशी से,,, तुम खुश रहो बस यही दुआ रहेगा भगवान से,,,, जिन्देगि मुबारक हो तुन्हें बस इसीमें खुशी होगी हमे,,, शुभरात्रि,,,,

দূরের আথিতি

আজ ভীষন বৃষ্টি কালো অন্ধকার করে এসেছে চারিদিক,সঙ্গে এলোপাতাড়ি বৃষ্টি আর হওয়া,প্রায় রোজ ই হচ্ছে এরকম ,অথচ বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্দুরে ভীষন গরম থাকে ,,,আর বিকেলের দিকে ঝড় বৃষ্টি।এখন অবশ্য শীত গরম বৃষ্টি সব ই বেড়ে গিয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য,আবহাওয়ার তুমুল পরিবর্তন ঘটে চলেছে।বেশি বৃষ্টি ,বেশি গরম ,আর বেশি ঠান্ডা সবই বেড়ে গিয়েছে। আর কি করা যা কাজ তা তো করতেই হবে সিমি কে আবার এক্ষুনি সাত টার সময়ই বেরোতে হবে,ছেলে কে টিউশন থেকে আনতে হবে,,,এসব কাজ তাকেই করতে হয়। সিমি গল্পের নায়িকা ,,হ্যাঁ নায়িকাই বটে তাকে দেখতে মিষ্ঠি গায়ের রঙ ফর্সা লম্বা গড়ন খুব হাসিখুশি,, একবার কেউ তার সংস্পর্শে এলে কেউ ই খুব একটা তাকে ভোলে না,,এটা সিমি নিজেও জানে বন্ধুরা বলে কিছু কিছু মানুষের মধ্যে এটা রয়েছে এক্সট্রা অট্রাকশন হয়তো সিমি র মধ্যে ও ব্যাপার টি রয়েছে ,যাইহোক সিমি বিবাহিত ঘোর সংসারী স্বামী সন্দীপ গুহ সরকারি চাকুরে আর দুটি সন্তান নিয়ে তার ছোট্ট পৃথিবী। যেখানে সে সুখী ও পরিপূর্ণ একটি জীবন এ ব্যাস্ত। তার একটি নিজস্ব দুনিয়া,যেখানে বাইরের লোকের খুব একটা আনাগোনা নেই। যাই হোক ,, বৃষ্টি টা থামার নাম নেই পরেই ...

Unsatisfied soul

Unsatisfied soul.... তুমি প্রেমিক হয়েই রয়ে যাও,,, হতে চেও না জীবন সঙ্গী দূরের ভালোবাসা অনেক সুন্দর কাছের ভালোবাসার চেয়ে,,,,,যে আশা মনে জাগে তা দূরত্ব আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়,,,বলে দেয় সে আশা পূরণ হবার নয়। মান অভিমান ,আভিযোগ অনুযোগ সব ধরা থেকে যায় সময়ের কাছে বাঁধা। কিছু পাওয়া আর হারানোর ভয় থাকে না ,পাওয়া না পাওয়ার আসুখ লেগে থাকে মনে। তুমি দূরের আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়াও অবাধ বিচরণ করি,,,,কিন্তু বৃষ্টি হয়ে ছুঁতে চেও না পৃথিবী কে সব বৃষ্টির ফোঁটা কিন্তু স্পর্শ করতে পারে না পৃথিবীর মাটি,,,,, ধরণীর পিপাসা মেটায় না ক্ষণিকের বৃষ্টি ধারা,,,, সে নিরন্তর অনবরত সিক্ত হতে চায় তার ঘন কালো কালবৈশাখী মেঘের কাছে,,, ঠিক যেভাবে কোনো অপরিপূর্ন প্রেম পরিপূর্ণতা পেতে চাই তার প্রেমিকের কাছে,,, অপেক্ষার ধারা প্রবাহ মান,,,কেউ জানে না কবে শেষ হবে অপেক্ষা,,,,,,,,,,,,,, We live we try to be live with happily But we like pretending always that We all are happy we all are satisfied In our own life, everything is so blurred. Happiness is love someone from your soul Know one can say,,,, Know one can say whe...

Love A fantasy or A fascination

Image
~What is love ? I always wondered what is love? It is a difficult question when i want to understand the meaning. When we think about love, many kind of thoughts come to our mind ,we don't know what is right and what is wrong. In this situation we feel helpless we feel worthless. Our life is so unpredictable we can never take anything for granted. I think it's a fantasy, it's a feeling , it's an emotion, it's belief in yourself. It's a belief that someone can touch the depth of your heart and your soul. We always waste our time searching for something that is not in our hand or is not ours. Everytime if we are thinking we are happy then we feel happy and satisfied. We feel no problem can ever bother us .. but the moment we think we are unhappy and unsatisfied in our life than the problems start poping up. It's true everything depend on how you react to the situation . When you start sharing your time with someone it marks the beginning of love. The hearts...