ছিন্নপাতা
ছিন্নপাতা
গুটি কয় ছিন্নপাতা ঝরে পড়েছে নীচে....
না আর কোনো সম্পর্ক ই নেই তার মূল শাখা প্রশাখার
সঙ্গে, জীবনে সম্পর্ক আসলে কি ??
মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে তার সম্পর্ক চাই, চাই আশা ভরসা, চাই ভালোবাসা, নতুন করে বেঁচে ওটার স্বপ্ন, আর স্বপ্ন কে সত্যি করার সাধনা ।
স্বপ্ন দেখতে সবাই চায় স্বপ্ন কে সত্যি হতে দেখতেও ভলোবাসে নিজের চোখে......
কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয় ? নাকি ঘোরের মধ্যে স্বপ্ন ভঙ্গ হয়?
জানি না স্বপ্ন দেখার অধিকার সবার থাকে কিনা,
এও জানি না স্বপ্ন কে সত্যি করার সাহস সকলের থাকে কিনা, শুধু এটুকু জানি মাধুর্য পূর্ণ স্বপ্ন থেকে কখনো জেগে উঠতে চাই না।।
কি লাভ জীবনে ছিন্নপাতা হয়ে বেঁচে থেকে, কি লাভ দুদিনের এই জীবন কে আরও বেশি দুঃখ জর্জরিত করে, নাই বা সুখ পেলাম জীবনে, তা বলে দুঃখ কেই বা
সঙ্গী করবো কেন.....
কেন পারবো না আর দশ টি মানুষের মতই হেসে উড়িয়ে
দিতে জীবন টাকে,
জীবন মুখী মানুষ আমরা সুখ দুঃখ কে সঙ্গী করে চলছি চলার পথে,
সুখের হদিস করতে গিয়ে জীবন দরিয়ায় ভেসে যেতে থাকে প্রীতিটি মানুষ, কখনো সুখ মেলে কখনো দুঃখ।
আমাদের খোঁজ চলতে থাকে অনন্ত কাল ধরে....
না জানি কি সে প্রেমঅমৃত যা পান করলে অমরত্বের
সন্ধান পাওয়া যায় জীবনে,
অৰ্থ হীন জীবন হয়ে ওঠে আরো মহত্ত্পূর্ণ আরো সমৃদ্ধ শালী, ছিন্নপাতা যেখানে অতীত,
ছিন্নপাতা যেখানে মূল্যহীন........
শুভরাত্রি,
ভালো থাকুন ভালো রাখুন।
Comments
Post a Comment