Rimli tui khub sundar


রিমলি তুই খুব সুন্দর,,,,

রিমলি তুই খুব সুন্দর, চোখ ফেরে না আমার
সুন্দরী তো অনেক আছে,চোখে ধরে না আমার।

তুই যে জাদু করেছিস,অন্ধ করেছিস আমায়
পাগল আমি তোর জন্য,দেখতে চাই বার বার।

তোর ওই হরিণী চোখে একবার রাখতে চাই চোখ
তোর না বলা সব কথা, বুঝে নিতে চাই এক নিমেষে।

রিমলি তুই খুব সুন্দর, চোখ ফেরে না আমার
দেখতে বাচ্চা মেয়ে,বয়স যে ছুঁতে পারেনি তোকে।

আমি যে ভালোবেসেছি তোকে ভীষন,,,,
তাই তো পেতে চাই নিজের করে সারাজীবন ।

হেলায় রাখিস না আমায় দূরে, জানি আমি
তুই ও বেসেছিস ভালো আমায় একই ভাবে।

আমি বুঝি তোর বলা না বলা সব কথা,,,
তবু ও একটি বার তো স্বীকার কর তুই আমার কাছে।

দিনের সর্বক্ষণ থাকি সঙ্গে তোর, তবুও কত দূরে,,,
সব বলার পরেও মনে হয় রয়ে গেল সব বাকি।

মন ভরে না আমার যত দেখি তোকে যত কথা বলি
ততবার প্রেমে পড়ি নতুন করে,আকর্ষণ বাড়ে আমার,,,

রিমলি তুই খুব সুন্দর চোখ ফেরে না আমার,,
সুন্দরী তো অনেক আছে চোখে ধরে না আমার।

রিমলি ও জানে সত্যি সে খুব সুন্দর, চোখ ফেরে না
তোর, মন ভরে না তোর,হক না তুই যতই অপরিচিত।

পরিচয় কি, আর পরিচিতি কি, খোঁজ রাখে না রিমলি,,,
সেও গা ভাসিয়ে দিতে চাই কোনো এক অপরিচিতে ।


ভালো থাকুন ভালো রাখুন,,,,,,ধন্যবাদ

শুভরাত্রি।

For more interesting writing please visit my blog..Thank you.

Comments

Popular posts from this blog

SONAJHURIR GRAME AR EKTI DIN

BASANTER MANJARIKA

UNWANTED LOVE WITH A UNKNOWN PERSON