Posts

নিরুদ্দেশের পথে.....

Image
নিরুদ্দেশের পথে.... আমি যে পথ ভুলেছি, আমি যে উদাসিনী হয়েছি পথিক আমি নিরুদ্দেশের..... হতে চাই সন্ন্যাসিনী, হতে চাই বৈরাগিনী পেতে চাই মুক্তি আমি সকল বাঁধন শৃঙ্খলের।  সুখ কে হেলায় রেখে, দুঃখ যে জয় করেছি, পেতে চাই মুক্তি আমি সকল মায়া বন্ধনের.... ফিরে যাই কৈশোরে আজ, পিছনে ফেলি সব বাঁধা হতে চাই মুক্ত আমি সকল বাঁধন শৃঙ্খলের ..... চাওয়া পাওয়ার দন্ধ কে আজ মিটিয়ে দেবো অনায়াসে সুখ দুঃখের মাঝে আমি রইবো হয়ে বৈরাগিনী উদাসিনী হিমালয় ডাকছে আমায় আজানারে করতে যে জয় পেতে চাই মুক্তি আমি সকল মায়া বন্ধনের। চাওয়া পাওয়ার বোঝা যে আজ বড্ড ভারী... চারিদিক ভরেছে সুযোগ সন্ধানী আর স্বার্থপরতায়। আমি যে দিগভ্রান্ত, চাই হারাতে সুদূর ওই হিমালয়ে...... হতে চাই পথ ভোলানী নিরুদ্দেশের সন্ন্যাসিনী। শরীরের শেষ বিন্দু টুকু করলাম নয় নাই বা শেষ, অনেক তো পরের লাগি, নিজে এবার বাঁচতে শেখ। আমি যে পথ ভুলেছি, বিপর্যস্ত মানসকন্যা পেতে চাই মুক্তি আমি সকল মায়া বাঁধনের। জীবনের শেষ দিনেতেও ভুলবো না যে মুখটি আমি মা আমার সঙ্গে থেকো, সব দুঃখের জয়ে তুমি। তুমি যে প্রেরনা মোর, সকল দুঃখ যন্ত্রণার। দেখেছি কি

JIBNER GATIPATH

Image
জীবনের গতিপথ 1870 সাল, ফ্রান্সের একটি ছোট্ট গ্রাম কোলমার (Colmar)। খুব সুন্দর পাহাড়ে ঘেরা ছবির মত একটা গ্রাম কোলমার, যেটা ফ্রান্সের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত।এখানে জনসংখ্যা স্বল্প, জার্মানী বর্ডার পাশে। কলমার নামটি এসেছে কোলম পাহাড় এর নাম অনুসারে। আবার অনেকে মনে করেন, (cole) কয়লার পাহাড় হওয়ার জন্য গ্রামের নাম কোলমার। এখানে পৃথিবী বিখ্যাত ওয়াইন পাওয়া যায়।প্রসিদ্ধ ওয়াইন এর জন্য খ্যাতি আছে জায়গাটির। ছোট্ট সুন্দর গ্রাম কোলমার, যেখানে যোসেফ সাইমন আর গ্রেসী সাইমন এর সুখের সংসার এ জন্ম নিল ফুটফুটে একটি মেয়ে ফ্লোরিনা। সব মিলে ছোট সুখী পরিবার, যোসেফ কাজ করতো একটি সরকারি সংস্থা তে, গ্রেসি গৃহবধূ। কিছুদিনের মধ্যে গ্রেসীর পুত্ৰ সন্তান হেনরি জন্ম নিলো। ফ্লোরিনা তখন পাঁচ বছর। দেখতে দেখতে হেনরি ও বড় হয়ে যায়। কিন্তু সুখ কখনই চিরস্থায়ী হয় না, এ ক্ষেত্রেও হলো না। কিছু বছর কেটে যাওয়ার পর সংসারের চাপে গ্রেসী র শরীর খারাপ হয়ে যাচ্ছিলো ভিতরে ভিতরে। সে হটাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক অজানা জ্বরে, চিকিৎসা য় কাজ হলো না মাত্র এক মাসের জ্বর এ তিনি মারা গেলেন। ফ্লোরিনা মাত্র পনে

ANKHI MELE

আঁখি মেলে.... সুখ সে যে অলীক,সে যে ক্ষণস্থায়ী সুখের সন্ধানে কেটে যায় দীর্ঘ সময়, মেলে শুধু দুঃখ। পাপ পুণ্যের হিসাব মেলা দায়.... শুনেছি, পরের সম্পত্তি ভোগ করলে নাকি পাপ বাড়ে, ঠাঁই হয় নরকে..... তাই তো, সাবধান করি তোকে, দূরে রাখি তোকে পরস্ত্রী কে ভালোবাসা যে মহাপাপ .... জানিস না কি তুই, বুঝিস নাকি তুই আমি যে ভালোবাসায় নিজের চোখ কে করিনা বিশ্বাস আমি যে ভালোবাসি নিজের চোখ দুটি খুলে.... ভয় পাই পাছে, মনের দরজা দিয়ে এসে টোকা দিস তুই আমার বন্ধ চোখে, আমার বব্ধ প্রাণে.... পাছে, আমার সব ভালোবাসা ছিনিয়ে নিস তুই এক নিমেষে...ছার খার করে দিতে চাস তুই আমায়। তাই তো ভালোবাসি আমি  আঁখি মেলে... তাই তো ভালোবাসি আমি প্রাণ খুলে... হ্যাঁ, জানি তুই হাসছিস,হাসবি আমার সব কোথায় বোকা,পাগলী বুদ্ধি নেই বলবি সারাক্ষন.... তাতে কি আমি তো বুঝি তোর বকুনি তে ও রয়েছে তোর ভালোবাসার পরশ যা রাগ হয়ে, কখনো আদর হয়ে ঝরে পড়ে আমার উপর.... সব মনের গ্লানি প্রতিব্ধকতা মুছে দিতে চায় একবার। অন্ধকার রাতের আকাশের অগণিত নক্ষত্রের মতন জ্বল জ্বল করছে আর বলছে ভালোবাসি তোকে তাই তো কাছে ডাকি তোকে.... যেন চিরন্তন চিরকাল

NIGAHO KI JUWA

Image
निगाहों की जुबां निगाहें ये निगाहें मेरे, ढूंढे तुम्हें मंजिल तक ना कोई खबर ना कोई पता, कहां है मंजिले.... फिरभी बेचैन निगाहें मेरी ढूंढे तुम्हे मंजिल तक दिल बेचैन हो, खामोश जुबां लफ़्ज़ों में सूनापन, दिलों से दिलों तक बातें होती है निगाहों से न जाने वह केसा पल हो, जब जुबां खामोश हो, दिलकश नज़ारे हो, और मोहब्बोतें जवां हो, न जाने वो कौनसी पल हो, जॉब दो दिल की दास्तां बयान करता खामोशियां हो, हमे इन्तेजार रहेगा उस पल का, जब जुबां खामोश और दिलों ने बयां करे मोहब्बते दस्ता हो। दास्तां दिलो की कुर्वाने मोहब्बते हो काल न हम होंगे न तुम, फिरभी मोहब्बतें बया करेगा दास्तां निगाहें ये निगाहें मेरी, ढूंढे तुम्हे मंजिल तक तुम्हें मुबारक जिन्दगी हो, भले मेरा नसीब मौत हो। जिन्दगी वो जिंदगी क्या,जहां इश्क में बैचैन एक दिल न हो जिंदगी वो जिंदगी क्या, जहाँ तुम्हारा मोहब्बत ना हो। कुछ पाने की इच्छा तूमहे हरवक्त जिंदा रखता हो कुछ खोने का डर, तुम्हे हरवक्त बेचैन करता हो। यही इश्क है, जो हमे हरवक्त जिंदा राखता हो चाहे खुशियां, चाहे गम, तुम न मुह फेरना कभी साथ तुम्हारा तो  जिन्देगी हो आस

Rater Nishagata

Image
রাতের  নিঃসঙ্গতা রাত, এক শীতের রাত পথে গুটি কয় পথচারী আছে কিছু কৌতূহলী দৃষ্টি, আর জন বিরল পথ। তারই মাঝে কুয়াশা ঘন এক নিস্তব্ধ নিঃসঙ্গ রাত, আমি দেখি নিঃসঙ্গতা,ভাবি প্রতিবন্ধকতা মানুষের দেখি মানুষের হেরে যাওয়ার রীতি, মানুষের ব্যার্থতা, তবুও তো সময়ই বলে দেয় সে নেই কখনো থেমে। থাকবে  না থেমে,জলের ধারার মতো বয়ে যেতে হবে তাকে, দূর থেকে দুরান্তরের সীমানা পেরিয়ে। যেখানে তুমি আমি,আমরা সকলে অপরিচিত মানুষ,,,, যেখানে অপেক্ষা করে আছে, জীবনের চরম সত্য। যে সত্য কে আমার ভয় পাই, আমরা ভুলে থাকতে চাই দুদিনের  এই  রঙ্গমঞ্চে, যেখানে অভিনয়ে সকলে ব্যাস্ত। একে অপরকে হিংসা ঘৃনা,বিদ্ধেষ,তাচ্ছিল্য অপমান করতে সদাই ব্যাস্ত, যেখানে ভালোবাসা দূর অস্ত,,,, আমরা ভুলে গিয়েছি ক্ষমা শব্দের প্রয়োগ ,,,, যেখানে বিরল ঘটনা,যেখানে হিংসা আর হিংস্রতা,, ভর করেছে বাসা বেঁধেছে প্রতিনিয়ত,,, আমি বুঝিনা এসবের মানে, জানি না এত ঘৃনা কিভাবে জন্ম নেয় মানুষের মনে, কিসের এত নিজের স্বার্থ দেখা কি এনেছিলে সঙ্গে, কি নিয়ে যাবে সঙ্গে তুমি যার জন্য যার জন্য করছো লড়াই দিনরাত তুমি,,,, থাকবে তো সে তোমার সাথে তোমার শেষ

Narir Astiwta

 নারীর অস্তিত্ব পুরুষের ভালোবাসা নারীর সৌভাগ্য নাকি অভিশাপ আমি জানি পুরুষের সত্যিকারের ভালবাসা পাওয়া, নারীর সৌভাগ্য, প্রত্যেকটি নারীর কাছে স্বপ্ন । কজন নারীর কপালে সেই সৌভাগ্য জোটে সমাজের অর্দ্দেকের বেশি নারী তো লালসার শিকার। নারী পুরুষ একে অপরের পরিপূরক, তাকে ছাড়া সমাজ অচল, তাও তো নারী নির্যাতিতা,অবাঞ্চিতা অসম্মানিতা প্রতিটি খনে..... কেন কিসের জন্য, কিসের জন্য বলতে পারো ? সে প্রতিনিয়ত ঘরে বাইরে নির্যাতনের স্বীকার । শুধুমাত্র এই সময়ই নয় যুগে যুগে নারী নির্যাতিতা, পরবর্তী বৈদিকযুগের সমাজে,কালো কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে নারীকে, যার মুখোদর্শনে হবে সব কিছু বিফল,সব শুভকাজে বাধা,,, কেনো কিসের এত ঘৃণা নারীর প্রতি বলতে পারো ? সে যুগেও তো চলতে পারে নি নারী ছাড়া সমাজ। শুধুমাত্র পুরুষের ক্ষমতায় জন্ম নিতে পারে নি কোনো কাপুরুষ, যে কিনা আবার এক বার করতে পারে নারীর অপমান অসম্মান,অবমাননা .... তবে কিসের এত অহংকার কিসের এত শক্তি প্রদর্শন একটু খানি পথ ও যারা চলতে পারে না নারী ছাড়া, তারাই করে সমাজে নারীর অপমান,,,, যে পুরুষ নারীর সম্মান করবে, বুঝবে তিনি কোনো সম্মানীয় নারীর সন্তান

Rimli tui khub sundar

Image
রিমলি তুই খুব সুন্দর,,,, রিমলি তুই খুব সুন্দর, চোখ ফেরে না আমার সুন্দরী তো অনেক আছে,চোখে ধরে না আমার। তুই যে জাদু করেছিস,অন্ধ করেছিস আমায় পাগল আমি তোর জন্য,দেখতে চাই বার বার। তোর ওই হরিণী চোখে একবার রাখতে চাই চোখ তোর না বলা সব কথা, বুঝে নিতে চাই এক নিমেষে। রিমলি তুই খুব সুন্দর, চোখ ফেরে না আমার দেখতে বাচ্চা মেয়ে,বয়স যে ছুঁতে পারেনি তোকে। আমি যে ভালোবেসেছি তোকে ভীষন,,,, তাই তো পেতে চাই নিজের করে সারাজীবন । হেলায় রাখিস না আমায় দূরে, জানি আমি তুই ও বেসেছিস ভালো আমায় একই ভাবে। আমি বুঝি তোর বলা না বলা সব কথা,,, তবু ও একটি বার তো স্বীকার কর তুই আমার কাছে। দিনের সর্বক্ষণ থাকি সঙ্গে তোর, তবুও কত দূরে,,, সব বলার পরেও মনে হয় রয়ে গেল সব বাকি। মন ভরে না আমার যত দেখি তোকে যত কথা বলি ততবার প্রেমে পড়ি নতুন করে,আকর্ষণ বাড়ে আমার,,, রিমলি তুই খুব সুন্দর চোখ ফেরে না আমার,, সুন্দরী তো অনেক আছে চোখে ধরে না আমার। রিমলি ও জানে সত্যি সে খুব সুন্দর, চোখ ফেরে না তোর, মন ভরে না তোর,হক না তুই যতই অপরিচিত। পরিচয় কি, আর পরিচিতি কি, খোঁজ রাখে না রিমলি,,, সেও গা ভাসিয়ে দিতে চাই কো