JIBNER GATIPATH
জীবনের গতিপথ 1870 সাল, ফ্রান্সের একটি ছোট্ট গ্রাম কোলমার (Colmar)। খুব সুন্দর পাহাড়ে ঘেরা ছবির মত একটা গ্রাম কোলমার, যেটা ফ্রান্সের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত।এখানে জনসংখ্যা স্বল্প, জার্মানী বর্ডার পাশে। কলমার নামটি এসেছে কোলম পাহাড় এর নাম অনুসারে। আবার অনেকে মনে করেন, (cole) কয়লার পাহাড় হওয়ার জন্য গ্রামের নাম কোলমার। এখানে পৃথিবী বিখ্যাত ওয়াইন পাওয়া যায়।প্রসিদ্ধ ওয়াইন এর জন্য খ্যাতি আছে জায়গাটির। ছোট্ট সুন্দর গ্রাম কোলমার, যেখানে যোসেফ সাইমন আর গ্রেসী সাইমন এর সুখের সংসার এ জন্ম নিল ফুটফুটে একটি মেয়ে ফ্লোরিনা। সব মিলে ছোট সুখী পরিবার, যোসেফ কাজ করতো একটি সরকারি সংস্থা তে, গ্রেসি গৃহবধূ। কিছুদিনের মধ্যে গ্রেসীর পুত্ৰ সন্তান হেনরি জন্ম নিলো। ফ্লোরিনা তখন পাঁচ বছর। দেখতে দেখতে হেনরি ও বড় হয়ে যায়। কিন্তু সুখ কখনই চিরস্থায়ী হয় না, এ ক্ষেত্রেও হলো না। কিছু বছর কেটে যাওয়ার পর সংসারের চাপে গ্রেসী র শরীর খারাপ হয়ে যাচ্ছিলো ভিতরে ভিতরে। সে হটাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক অজানা জ্বরে, চিকিৎসা য় কাজ হলো না মাত্র এক মাসের জ্বর এ তিনি মারা গেলেন। ফ্লোরিনা মাত্র পনে...