Posts

ONE MISTAKE

Image
One mistake.... I made one mistake...To love you And I love my mistake forever.... Let me see your smile again Let me be the reason of your smile. Let me be your strength Let me be your reason of life. Let me be your every last thing in life And let me be your world..... People who fall in love never care to know what the situation is nor where the boundary is..... Journey of love is forever, journey of togetherness gives strength to the lovers. That one mistake can give you life That one mistake can give you everything. It can solve another thousand mistakes When affection turns out be true love, it can make a life or it can destroy a life .. In ture love distance does not matter Every difficulties of life can be solved very smoothly. Let me be your life again Let me make you happy. Let me be your reasons of happiness. Let me be your immortal love of life.

গোধূলীর লগন

Image
গোধূলীর লগন.. তুমি ছিলে বসে সেদিন একাকিত্ব মনে তখন বিকাল সূর্য ডোবা গধূলির লগন আমি দেখেছি তোমার মনহরিণী রূপ যে রূপের আলোয় লাগে চোখে ধাঁধা। তুমি অপেক্ষায় রত একাকিত্ব মনে দিন আসে দিন যায় গধূলির সাঁঝ বেলায় রয়ে যায় অনাহুত কিছু অথিতি। তুমি পেরেছো কি কখনো জানতে ? কত না চাওয়া, কত না পাওয়া আজ সীমিত জীবন যত মান অভিমান,অভিযোগ ধুলায় মিশিবে একদিন এত ভালোবাসার মন আবার খুঁজে নেবে প্রিয়মানুষ। সেদিন ও সূর্য ডোবা আসবে গধূলির শুভক্ষন আমি হয়ে যাবো নিমজ্জিত এক অন্ধকারের কুঠুরি তে তুমি হয়তো করবে অপেক্ষা,আবার একবার ফিরেপেতে আমি বদলে যাবো সেদিন হয়তো আরেকবার জীবন যেখানে ক্ষনে ক্ষনে বদলায়। দিনের শেষ অপেক্ষারত আলো কখন ডুবে গিয়েছে। ধূলিময় অন্ধকার গ্রাস করেছে সমগ্র পৃথিবীকে তুমি হয়তো বসবে সেদিন ও একাকিত্ব মনে ? আমি ভুলে গিয়েছি আজ অতীতের সব আক্ষেপ আবদার, যা তোমাকে করে রাখতো ব্যতিব্যস্ত সারাক্ষন সব অভিমান অভিযোগ আজ অতীতের কোনো গল্প। ক্ষনে ক্ষনে হয়েছিলে চঞ্চল, মুহূর্তের ও অভিমান মনে হতো কতো বছরের সমান হয়তো অপেক্ষা করছো, হয়তো খুঁজে ফের সেই মোহময়ী আঁখি দুটি অশ্রু জলে টলমল তবু জেনে রেখো সে...

BHALOBASAR MAPKATHI

Image
ভালোবাসার মাপকাঠি…. আজ সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, থামবার নাম মাত্র নেই। বর্ণালী র এই পাহাড়ী বৃষ্টি বেশ ভালো লাগে। সে আর তার স্বামী শোভন চাটার্জ্জী যে কেন্দ্রীয় সরকারের  চাকুরত দুটি সন্তান তাদের ছোট সুখী পরিবার। ওদের সম্বন্ধ করে বিয়ে হয় বর্ণালী ঠিক ভাবে বিয়ে টাকে মেনে নিতে পারে নি, অনেক  বছর কেটে গিয়েছে কোথা থেকে বুঝতে পারে নি সে, কারণ সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না একদম তার গ্রাজুয়েশন টাও তো কমপ্লিট করা হয় নি। সে ভেবে ছিল কম করে গ্রাজুয়েশন, তার পর একটা কাজ কর্ম পেলে পরে না হয় বিয়ের কথা ভাববে। তা ছাড়া কোনো প্রেম ট্রেম ও ছিল না তার।হ্যাঁ প্রপোজাল যে পায় নি তা নয়, সে নিজেই ইন্টারেস্ট দেখায় নি। যাই হোক আজ অনেক দিনপর বর্ণালী নিজের অতীত টাকে একটু ফিরে দেখতে চাইছে। সে কি চেয়েছিল সে কি পেয়েছে বা কি পাই নি। ও তখন মাত্র বারো ক্লাসের ছাত্রী, ছিপছিপে রোগা লম্বা সুন্দর মুখশ্রী মিষ্টি ভাষী মেয়ে।তার মিশুকে স্বভাবের জন্য ওই বয়সেই প্রচুর বন্ধু। সে একটি গার্লস স্কুল এ পড়তো, তার বেস্ট ফ্রেন্ড র বাড়ি ও ছিল তাদের বাড়ির কাছে দুজনে মিলে খুব গল্প আর খুব হাসি মজা করতো। পড়...

UNWANTED LOVE WITH A UNKNOWN PERSON

Image
Unwanted love with a unknown person When love is unwanted When love is a fantasy or a fascination. People couldn't control their emotions. Falling in love with someone Whom you never seen before in your entire life. Whom you never known as personally. When fantasy turns you on, you are obligated To God and Nature to start doing it right away. When love is increasing and increasing Day by day..When the situation is intolerable. Unwanted love is becoming mostly wanted In your life, when is love going to be a blind love. When my secret love and romance is increasing day by day..... When our mind is stopped working perfectly. And heart will gone to a unwanted love life... When love boat was flouting in the deep sea For searching of that unknown person... And then it's reached a love Island at the land of love..... Fantasies are more than substitutes for unpleasant reality they are also dress rehearsal Plans, All acts performed in the world begin in the imagin...

RIDDLE LAKE ER RAHOSHYA

Image
রিডিল লেকের রহস্য সন্ধ্যা এক্ষুনি নেমে আসবে আর কিছুক্ষণে চারিদিকে এক অপূর্ব দৃশ্য সবে বৃষ্টির পরে গধূলি লগ্নে আমার চোখে দেখা এক ঐশ্বরিক সৌন্দর্য পৃথিবীর বুকে বর্তমান....আমি অভিভূত। মায়ানমার আর ভারতের সীমান্তস্থলে অবস্থিত রিডিল লেক। খুব গভীর এই লেক উঁচু পাহাড়ে ঘেরা চারিদিক জনমানব হীন ও পাহাড়ের নিস্তব্ধতা যেন দীর্ঘ কাল ধরে অপেক্ষারত । প্রচন্ড শীতের হওয়া চলছে  গুটিকয় ঝুপড়ি দূরে দেখা যায়, যেখানে চা বা কফির অস্তিত্ব মাত্র নেই শুধু শরীর গরম করার পানীয় বর্তমান। ভয়ঙ্কর সৌন্দর্যে ঘেরা এই লেক ..... একপশলা বৃষ্টির পর ধুয়ে মুছে সব নতুন গুটিকয় বোট রাখা আছে লেকের ধরে আমি চলেছি বোট করে লেকের মধ্যস্থলে যার অলৌকিক কথা কানে ভেসে আসে বারবার, এই লেক অভিশপ্ত না জানি কত প্রাণ নিয়েছে রাক্ষুসে লেক নাকি রক্ত চায় আর রক্ত খোঁজে এই গল্প কাহিনীতে আমি দমার মেয়ে নই.... সঙ্গে যারা ইতস্ততঃ, কিন্তু আমাকে তো একবার যেতেই হবে, না হলে যে ফিরে গিয়েও শান্তি হবে না মন রেখে যাবো এই মায়ানমার এর রিডিল লেকে... তাই ঝিরিঝিরি বৃষ্টি মাথায় পৌঁছে গেলাম লেকের ধারে ছোট্ট একটি ছেলেকে নিয়ে বোট চালিয়ে এগিয়ে যে...

Swapno mane...

Image
স্বপ্ন মানে.... স্বপ্ন মানে গভীর রাতের তারায় ভরা আকাশ স্বপ্ন মানে চাঁদের আলোয় তোর হাতে হাত। স্বপ্ন মানে তোকে জুড়ে দীর্ঘ কল্পনা স্বপ্ন মানে বাতির খেলা ছোট্ট একটু আশা। স্বপ্ন মানে একদৃষ্টে তোকে চেয়ে দেখা স্বপ্ন মানে দুঃখ ভুলে সুখের সাগরে ভাষা। স্বপ্ন মানে খেলাঘরে তোকে নিয়ে বাঁচা স্বপ্ন মানে রাতের পরে নতুন সূর্যোদয়। স্বপ্ন মানে আমার মনে তোর অবাধ বিচরণ স্বপ্ন মানেই কল্পনাতেও তোকে খুঁজে পাওয়া। স্বপ্ন মানে তোর সাথে সাগর পাড়ে ঝিনুক খুঁজতে যাওয়া স্বপ্ন মানে সেই ঝিনুক মাঝের মুক্ত হতে চাওয়া। স্বপ্ন আমার স্বপ্ন তোর একটা ছোট্ট খেলাঘর কখন যেন খেলেছিলাম ভুলে সব বাঁধন। স্বপ্ন আমার স্বপ্ন তোর বৃদ্ধ হবো সাথে.... হয়তো বা ঝড়ের বেগে সব যাবে বিফলে। স্বপ্ন মানে বছর কাটুক তোকে পাশে নিয়ে স্বপ্ন মানে প্রতিটিক্ষন তোকে কাছে পাওয়া। স্বপ্ন মানে সদ্য ফোঁটা গোলাপ কুঁড়ির মতো স্বপ্ন মানে গভীর প্রেমের গভীর অনুভূতি। স্বপ্ন মানে চাঁদের আলোয় তোর হাতে হাত স্বপ্ন মানে বেঁচে থাকা তোকে ভালোবেসে। ধন্যবাদ। শুভরাত্রি।

Amar brishti bheja meye....

Image
  আমার বৃষ্টি ভেজা মেয়ে... আমার বৃষ্টি ভেজা মেয়ে .... এটি কবির  একটি কল্পনা মাত্র কবি নিজেকে সেই ভালোলাগার মুহুর্তে ধরে রেখে এই কবিতা টি সৃষ্টি করেছে।   কবিতা টি এক প্রেমিকের দৃষ্টি ভঙ্গির বিবরণ মাত্র, এই  কবিতার মধ্যে দিয়ে এক প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্য বর্ণনা করেছে। তার দৃষ্টিতে তার প্রেমিকার থেকে সুন্দরী আর কেই নয়.... তার যে ভালোবাসা আর ভালোলাগা এখানে সেটাই বিস্তৃত হয়েছে সে তার প্রেমিকা কে একটি বৃষ্টি ভেজা মেয়ের সঙ্গে তুলনা করেছে..... যখন থেকে সে প্রথম ভালোবাসতে শিখেছে, সে বর্ণনা করেছে তার প্রেমিকার সুন্দর মনের..... সে তার প্রেমিকার ভালো লাগার গোপন হৃদয়ে বার বার ডুব দিতে চেয়েছে...... তার অনেক না বলা কথা সে অনুভব করছে সে জানে  তার প্রেমিকা বড়ই অভিমানী মুখে সে একটি কোথাও  বলবে না মনে মনে হাজার কষ্ট পেলেও না  সে তার অভিমানী প্রেমিকার সব ভালোবাসার প্রতিদান দিতে চাই, পরিবর্তে ফিরিয়ে দিতে চাই সব ভালোবাসা। এটাই কবিতার সর্ম্পকে বিশেষ আলোচনা.......... আমি দেখেছি তোর বৃষ্টি ভেজা চুল আমি ছুঁয়েছি তোর বৃষ্টি ভেজা গোলাপী ঠোঁট তাইতো বলেছি তোকে, বৃষ্টি ভ...