Posts

DAHAN

Image
দহন... যদি নাই পারো কভু, জানাতে আমারে তবুও ক্ষতি নাই ক্ষতি নাই, শুধু মনে মনে রবে তব প্রেম। নাই বা জানালে মোরে, তবুও ভালোবেসে যেও দূর হতে যদি দাও দুঃখ তুমি দূর হতে,তবে কাছে এলে কেন প্রেম গোপনে দেখেছি তোমার উলু থুলু চুল,মায়া ভরা চোখ আমি যে বেঁধেছি আমারও আশার ও দু কূল। কাছে যদি আমি নাই পাই তারে, তবুও            ভালোবেসে যাক সে দূর হতে মোরে...... আমি জানি গো যে ভালোবাসা কভু হবে নাকো কম বুকের গহনে রেখে দিও মোরে লুকায়ে সারাক্ষন। নাই বা পাইলাম তারে চিরতরে ক্ষতি নাই, তবুও রয়ে যাবে মোর জীবনে মরণে প্রতিক্ষণে। মিলিব তোমার সাথে কভু পরলোকে.... আমি রয়ে যাবে চিরঘুমে,অনন্তকালের শোকে। আমি জানি না, আমি বুঝি না..... তবুও বেঁধেছি আশার ও দু কূল তোমার ও সাথে। তুমি রবে চিত্তে মম সন্তর্পণে..... আমি ভালোবেসে যাবো দূর হতে শুধু আঁখি পানে চেয়ে। তুমি জানিবে না কোনো ও দিন ও তুমি বুঝি বে না কোনও দিনও,কত যে ভালোবেসে ফেলেছি আমি তোমারে....... ধন্যবাদ।

ASSUMING LOVE

Image
Aassuming love ...... When Love is assuming love, I do not understand that I am Surely you will get what you have to do Love women or crime, men say Is it true, what is the reason? I did not do crime, I love you Neglected what happened, I love you, in your life. I know that love turns out to be love .... If you are proud, if you ever forget, However, it is not a boasting heart On the shore of your words that has been repeated ... Tears in the tears, did you know what to do? Understood, do you think my mind? Did you never forgive me, or never ... If you just fill your life with sadness and pain Closed the mouth thousands of times ... Have fun with all, just love is unnecessary. Women do not love to be more ... Why are you so afraid, but what to lose? You are afraid of all your anger, Because if you lose this dogman ... If you never come back to your hut. If you are alone on the road? what'll happen .... Do not you have a little trouble on me? I also did al

MY LAST NIGHT AT THE KOVALAM BEACH

Image
MY LAST NIGHT AT THE KOVALAM BEACH...... Now this is the night... I am awaiting for a long time... Now my feet touching the sea beach. Which is God's own country. ... Kerala, Kovalam beach I want to spend some valuable moments with my God.... I am feeling sorrowful now at this night. I am walking along the sea side. Not a single soul is here. No one can see me,no one can hear me. I can feel the cold sand of the beach. When My feet is on the sand,  the tiny waves touching my feet... it's cold, very cold, the coldness is touching my soul.... I am walking and walking with the cool breeze touching my body, mind  and heart ...... Am I crying ? Or, do I want to cry ? I don't know, I never want to know. I want to spend some more time at my God's Country. I am walking on the beach alone...Very alone No one is here, not a single soul...... I am happy with myself... Only a wide sky with shining moonlight and Countless stars with me, Am I lonely ? No... Ev
Image
HAPPY REPUBLIC DAY.....VANDE MATARAM

VICTORIA COTTAGE HOUSE

Image
VICTORIA COTTAGE HOUSE 1985 সাল, ডিসেম্বর মাস 24শে তারিখ প্রচন্ড ঠান্ডা, বাইরে কনকনে শীত। রাতের বেলা ঘন কুয়াশা বাইরে রাস্তায় গাড়ি র সংখ্যা কম। এরকম এক অবস্থায় বাড়ির বাইরে বেরোনোর কথা ভাবাই যায় না, কিন্তু দরকার থাকলে বেরুতে হয়। তিতলি,বীথি ,রাখি,অর্নব মলয়,শুভ ও রাকেশ ওদের ব্যাপারটা অন্য, তাদের অল্প বয়সের জোশ আলাদা রকম। ওরা সব কলেজের 1st year স্টুডেন্ট। Educational excursion এর জন্য তারা মুর্শিদাবাদ যাচ্ছে। তাদের 15 জনের টিম সঙ্গে দুজন টিচার। এদিক টার রাস্তা ঘাট একদম অনুন্নত, তাই গাড়ি বেশি জোরে চালানো যায় নি। ওরা সকলে উৎসুক হয়ে বসে আছে কখন পৌঁছাবে মুর্শিদাবাদ। রাত হয়ে আসছে,ওরা চাইছিল যতটা তাড়াতাড়ি পৌঁছানো যা কিন্তু হঠাৎ ওদের গাড়িতে  একটা বিকট আওয়াজ হয়ে গাড়িটা থেমে গেলো। রাত তখন প্রায় সাড়ে নটা, জন মানুষ শূন্য একটি রাস্তা। ওদের ভয় করতে লাগলো  ড্রাইভার নীচে নেমে বোঝার চেষ্টা করতে লাগলো কি অসুবিধা হলো গাড়িতে, কিন্তু সে কিছু খুঁজে পাচ্ছিলনা। তিতলি বীথি, অর্নব মলয় দের চিন্তা বাড়তে লাগলো। একে এত রাত তার উপরে সারাদিনের ধকল সব মিলে এক ভয়ংকর পরিস্থিতি। বিভিন্ন কথা আলোচনা করতে লাগলো হঠ

BHALOBASHAR ANUBHUTI

Image
ভালবাসার অনুভূতি : আসলে সত্যি কারের ভালোবাসা কি? আমাদের অনেক সময় ভুল হয় জীবনে সঠিক ভালোবাসার সন্ধান এ আমরা অনেক সময় বুঝতে পারিনা, অবহেলা বঞ্চনার  স্বীকার হই। ভালোবাসা আসলে একটা অনুভূতি সেটা কখনই দেহ সর্বস্য নয়, সেখানে মনের একটি বড় ভূমিকা রয়েছে। এটা একটা অনুভূতি মাত্র যা একজন পুরুষ ও একজন নারীকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে একটি অনুভূতি যার কোনো নিজস্ব সত্তা বা অস্তিত্ব নেই। কোনো কিছু পাওয়ার অদম্য চেষ্টা, বা কাউকে জীবনে পাওয়ার অভূতপূর্ব যে ইচ্ছা তাকে আমরা সত্যি কারের ভালোবাসা ( A true love of life ) বলতে পারি। যখন আমরা কাউকে ভীষন ভাবে ভালো বেসে ফেলি আমরা চাই দিনের বেশির ভাগ সময় তার সঙ্গে কাটাতে তাকে সঙ্গ দিতে তাকে নিজের থেকে দূরে না রাখা,বা তার মনে আঘাত না দেয়া, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আর সব সময় এটা বুঝতে দেওয়া যে জীবনের যে কোনো সমস্যায় আমি তোমার সঙ্গে আছি। ভালোবাসা জন্ম নেয় আমাদের মনে একজনের প্রতি আর একজনের যে অনুভূতির প্রকাশ তাই ভালোবাসা। প্রথম ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি, এই অনুভূতি প্রথম দেখা বা কথা বলাই গড়ে ওঠে না, ধীরে ধীরে দিনের বেশির ভাগ

MANASHI

Image
মানসী... কে তুমি মানসী, কোনো এক মানষপুত্রী? কে তুমি অপরূপা সুন্দরী মনমোহিনী ? আমি জানি তুমি মানসী, আমার মন থেকে তোমার সৃষ্টি তাই তুমি মানসী। এই পৃথিবীতে তুমি এসেছো আমার তরে, আমি জানি আমি মানি না তোমার জীবনের কোনো বন্ধন। তোমার বিবাহ ভুল, আমি মানি না কেনো বলো..... কেনো তুমি আমায় আগে দাও নি দেখা ? কেনো তুমি মানসী হয়ে জন্ম নাও নি আমার জন্য ? জানি না কিসের তাগিদে তোমায় পেতে হলো এই সন্মান ধুর..বিবাহ কখনো ভুল হয় নাকি, নাকি হয় ছলনা.... সে তো উপরওয়ালার সৃষ্টি, তবে কি করে তাকে মেনে নেব বলো ভুল? আমি এতো বুঝিনা বুঝতে পারিনা কিছু তোমার মত, শুধু এটুকু জানি তুমি সকালের ফুটে ওঠা পদ্মফুল আমার, ভোরের সুর্যালো, পূর্ণিমার চাঁদ তুমি .... আমার স্বপ্ন পরী, আমার কবিতার রানী তুমি.... আমি যে সৃষ্টি করি হাজার কবিতা, শুধু তোমায় দেখে। শুধু কল্পনাতে তোমায় পেয়ে.... আমি যে পুড়ে ছাই হয়ে যায় শুধু তোমার দুটি নয়নে... কি আছে বলো, কি নিশ্চিত কি দূর্বার এ আকর্ষণ। আমি জানি তুমি বাসনি আমায় ভালো কখনো..... কোনো এক জ্ঞানী ব্যাক্তি বলেছিলেন..... যদি ভালোবাসো অন্তর থেকে, না পাও প্রতিদান কোনো তবে যেন, জ্বলব