Posts

DESTINATION OF LIFE

Image
DESTINATION OF LIFE. ...... We don't know what is our destination. What is our true aim of life,what we want to do in our life ,what should we really expect from our life. It's a confusion ,it's an unpredictable situation. I find everybody want to spend their life happily peacefully and with complete satisfaction,but sometimes it dose not happen. We feel getting stuck,we feel irritated. We don't see things as they are,we see them a we are..When we start to think that there's no way to live our life happily and peacefully ,there is a positive side for you which works best when you find yourself in the middle of a situation that making you feel like a failure ,and you start beathing yourself up inside. If you think all that happens to you only, not like that ,everyone in his life faces lot's of problems. Sometimes he accepts failure .But most of the time he try to over come from this depressed situation . Some one says,,, Life is like a mirror,we get the

Prem tumi sarbonashi

Image
প্রেম তুমি সর্বনাশী প্রেম তুমি সর্বনাশী ,তুমি বিনাশকারী ,তুমি বিধ্বংশী জীবনে তোমার আগমনে ,কিছু চিহ্ন রেখে যাবেই,, যেভাবে কালবৈশাখী ঝড় নিজের স্মৃতি রেখে যায় মাটির বুকে,,,,  ঝড়ের পূর্ভাভাস বলে দেয় ,প্রকান্ড ঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। যা কিছু সাবধানতা নেবার নিতে হবে এখুনি,,,,, কিন্তু জীবনে ঝড় উঠলে কি সাবধানতা নেবে তুমি,, প্রেমের ঝড় কে কিভাবে বাঁধা দেবে তুমি কিভাবে বোঝাবে নিজেকে এ ঝড় ছিল অবধারিত,, কি করে সামলে নেবে তুমি ঝড়ের সম্মুখে,,,,, আমরা মেয়েরা ভালোবাসার ঘাত প্রতিঘাতে অভ্যস্ত ভুলে যেতে পারিনা কোনো কিছুই,কারন ভগবান তো এভাবেই বানিয়েছে মেয়েদের,, মনের মধ্যে প্রচন্ড আকাঙ্খা ,আশা ভালোবাসা আত্মত্যাগ আর নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভালোবাসতে জানে মেয়েরা,,,, কোনো প্রতিদানের আশা না রেখেও ভালোবেসে যেতে পারে সারাজীবন নির্দ্বিধায়,,,,, একটি হৃদয় যা প্রতিনিয়ত ছারখার হয়ে চলেছে,, কে রেখেছে তার হিসাব বলো,কে জানতে চেয়েছে তাইতো প্রেম সর্বনাশী ,তাইতো প্রেম বিনাশকারী,,,, যদি কাউকে ধ্বংস করে দিতে চাও,চাও প্রতিশোধ নিতে অভিশাপ দিও ,তুমি প্রেমে পড়,,,,, নাওয়া খাওয়া ভুলে ,জীবনের সব

দূরের অথিতি

Image
অনেক দিন পর পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয়, সমাপ্তি আর অনির্বান ও সেটা অনুভব করলো। সমাপ্তি বলতে লাগলো ,তোর মনে আ ছে একবার কি হয়েছিল ক্লাস বাংক করে আমরা মুভি দেখতে গেলাম, আর সেখানে আমার ছোট মাসীমনি। আমাদের দেখে ফেলবে বাড়িতে বলে দেবে সেই ভয়ে তুই একটা রুমাল মুখে বেঁধে দূরে দাঁড়িয়ে আর আমি তোকে দেখে হেসেই চলেছি,,মাসীমনি র সঙ্গে কথা কি বলবো,,মাসিমনি অবশ্য বুঝেই গিয়েছিল ব্যাপারটা।বাড়িতে কিছু বলে নি সে বারের মত বেঁচে গিয়েছিলাম। যাই হোক সে এক সময় ছিল।এইসব কথা বলতে বলতে সমাপ্তি হারিয়ে গেল কিছুক্ষন এর জন্য নিজের মনের অন্তরালে ,,,,যেদিন প্রথমবার অনির্বান কাছে এসে ছিল অনেক কাছাকাছি সেটা সমাপ্তি কোনো দিন ভুলবে না, জীবনে প্রথম বার তোমার ভালোলাগার মানুষটি যখন তোমাকে স্পর্শ করে বা আদর করে সেটা ভোলার নয়,,,সেটা বোধহয় জীবনে চরম তম পাওনা,, যেকোনো মেয়ের জন্যই মনে হতে থাকে পৃথিবীর সব সুখ ও সব শান্তি ওর কাছে যা আর কেউ দিতে পারবে না। হ্যা সে একটা সময় ছিল আজ ভাবতেও অবাক লাগে সমাপ্তির ,,দিন কত বদলে যায় একদিন যাকে ছেড়ে এক মুহূত কল্পনা করাতে পারতো না সে আজ দিনের পর দিন দিব্যি আছে সব ভুলে ,,,,অনির্বান এর

ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা

ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা -- ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা,,,, কতবার ই তো বলেছি তোমায় আবার না হয় একটু চেষ্টা করি,,,, ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা,,,, কিছুই নেই আমার তোমাকে দেবার মতো বেলাশেষে আমি নিঃস্ব ,আমি ক্লান্ত, আমি দিশাহারা নাই বা দেখালে আমায়,নতুন বাঁচার স্বপ্ন,,, যে স্বপ্ন ভাঙার পর ,তুমি নিঃস্ব আমি পথহারা সারা জীবনের যন্ত্রনা তোমার আমার সংগী,,,, তবে কি লাভ বলো আমায় ? ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোব আবার ও বলছি সত্যি সত্যি সত্যি বলছি,,, হবে না গো কোনো কষ্ট কোনো ব্যাথা কোনো গ্লানি জ্বলে পুড়ে ছাই হবো না আমি ,কথা দিচ্ছি,,, না,,,,শোনে না আমার কথা শুধু মুখ তুলে হাসে মুক্তঝরা সে হাসি,প্রাণ জুড়ায় আমার,, বার বার দেখার লালসা জাগায় মনে,জানি সে আমার নয়,কখনো হবে না আমার,,,, তবু ও আমি ও তো ভালোবেসেছি তাকে,, কি করে অস্বীকার করি, মন প্রাণ সপেছি যারে, তাকে ভালো থাকতে দেখার সাধ জাগে মনে,,,, তাই তো বলি ভালোবাসা তুমি খুঁজে নাও ভালোবাসা রেগে যায় সে ভীষন ,ভীষণ রেগে তাচ্ছিল্য এ উড়িয়ে দেয় আমার কথা, আর একটি কথার ও দেয় না কোনো উত্তর,,,, আমি বুঝি ,ও আমায় পাগলের মতো

ना कोई गिला ना कोई शिकायते

ना कोई गिला न शिकायतें,,,,,, खो गए,,,,, कैसा होगा अगर हमतुम खो गए फिर एकबार दुनिया के वीड में कहीं,,,,, कैसा होगा अगर हम कभी न मिले कहीं,,,,, ना जाने कितने बार मिलने का वादा कर चुके हैं,, कैसा होगा अगर वो पॉल, वो वादें वापस न आया लौंटके के,, चलते चलते जिंदगी की राह में खो जाएंगे फिर एकबार हमतुम कभी ना मिलने का वादा भी करलेंगे शयेद,,, अगर कभी ऐसा दिन भी आये जिंदगी में ,,तो मुझे मंजूर रहेगा ये वादा रहा मेरा अपने आप से भी ,,और उनसे भी,,,,, ना कोई शिकायते होंगे ना कोई गीले,,, जिसने प्यार करना सिखाया,,सिखाया था जीना मरना प्यार के लिए ,फिर एकबार,, अपना प्यार को साथ लेके चोलना सिखाया और अपना हक चिन्ना,,, खुशी से हसके हर दर्द की सहना सिखा,,, न कोई गिला न कोई शिकायते होंगे दुनिया वालो से,,, हँसाने वाले जॉब रुलाएंगे वो सह लेंगे खुशी से,,, तुम खुश रहो बस यही दुआ रहेगा भगवान से,,,, जिन्देगि मुबारक हो तुन्हें बस इसीमें खुशी होगी हमे,,, शुभरात्रि,,,,

দূরের আথিতি

আজ ভীষন বৃষ্টি কালো অন্ধকার করে এসেছে চারিদিক,সঙ্গে এলোপাতাড়ি বৃষ্টি আর হওয়া,প্রায় রোজ ই হচ্ছে এরকম ,অথচ বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্দুরে ভীষন গরম থাকে ,,,আর বিকেলের দিকে ঝড় বৃষ্টি।এখন অবশ্য শীত গরম বৃষ্টি সব ই বেড়ে গিয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য,আবহাওয়ার তুমুল পরিবর্তন ঘটে চলেছে।বেশি বৃষ্টি ,বেশি গরম ,আর বেশি ঠান্ডা সবই বেড়ে গিয়েছে। আর কি করা যা কাজ তা তো করতেই হবে সিমি কে আবার এক্ষুনি সাত টার সময়ই বেরোতে হবে,ছেলে কে টিউশন থেকে আনতে হবে,,,এসব কাজ তাকেই করতে হয়। সিমি গল্পের নায়িকা ,,হ্যাঁ নায়িকাই বটে তাকে দেখতে মিষ্ঠি গায়ের রঙ ফর্সা লম্বা গড়ন খুব হাসিখুশি,, একবার কেউ তার সংস্পর্শে এলে কেউ ই খুব একটা তাকে ভোলে না,,এটা সিমি নিজেও জানে বন্ধুরা বলে কিছু কিছু মানুষের মধ্যে এটা রয়েছে এক্সট্রা অট্রাকশন হয়তো সিমি র মধ্যে ও ব্যাপার টি রয়েছে ,যাইহোক সিমি বিবাহিত ঘোর সংসারী স্বামী সন্দীপ গুহ সরকারি চাকুরে আর দুটি সন্তান নিয়ে তার ছোট্ট পৃথিবী। যেখানে সে সুখী ও পরিপূর্ণ একটি জীবন এ ব্যাস্ত। তার একটি নিজস্ব দুনিয়া,যেখানে বাইরের লোকের খুব একটা আনাগোনা নেই। যাই হোক ,, বৃষ্টি টা থামার নাম নেই পরেই

Unsatisfied soul

Unsatisfied soul.... তুমি প্রেমিক হয়েই রয়ে যাও,,, হতে চেও না জীবন সঙ্গী দূরের ভালোবাসা অনেক সুন্দর কাছের ভালোবাসার চেয়ে,,,,,যে আশা মনে জাগে তা দূরত্ব আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়,,,বলে দেয় সে আশা পূরণ হবার নয়। মান অভিমান ,আভিযোগ অনুযোগ সব ধরা থেকে যায় সময়ের কাছে বাঁধা। কিছু পাওয়া আর হারানোর ভয় থাকে না ,পাওয়া না পাওয়ার আসুখ লেগে থাকে মনে। তুমি দূরের আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়াও অবাধ বিচরণ করি,,,,কিন্তু বৃষ্টি হয়ে ছুঁতে চেও না পৃথিবী কে সব বৃষ্টির ফোঁটা কিন্তু স্পর্শ করতে পারে না পৃথিবীর মাটি,,,,, ধরণীর পিপাসা মেটায় না ক্ষণিকের বৃষ্টি ধারা,,,, সে নিরন্তর অনবরত সিক্ত হতে চায় তার ঘন কালো কালবৈশাখী মেঘের কাছে,,, ঠিক যেভাবে কোনো অপরিপূর্ন প্রেম পরিপূর্ণতা পেতে চাই তার প্রেমিকের কাছে,,, অপেক্ষার ধারা প্রবাহ মান,,,কেউ জানে না কবে শেষ হবে অপেক্ষা,,,,,,,,,,,,,, We live we try to be live with happily But we like pretending always that We all are happy we all are satisfied In our own life, everything is so blurred. Happiness is love someone from your soul Know one can say,,,, Know one can say whe