Posts

Women's Day

Image
নারী দিবস.... নারী দিবস একটি আন্তর্জাতিক উৎসব। হ্যাঁ তাই তো It's International Women's Day... Global Celebration. আমরা কি সত্যিই সন্মান করি এই দিনটিকে, নাকি শুধুমাত্র একটি লোক দেখানো মিথ্যা সহানুভূতি! নারী দিবসের উৎপত্তি কোথা থেকে ? সেই তো অপমান লাঞ্ছনা আর অবমাননার শুরু থেকে.. শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর কোনো খানে কোনো কালেই নারী, পুরুষের সমান মর্যাদা পাই নি...... সেই থেকেই তো এই লড়াই শুরু, 1908 এর 8ই মার্চ আমেরিকার নিউইয়র্ক শহর প্রথম ডাক দিয়েছিল সকল নারী কে তার নিজের অধিকার বুঝে নিতে, জাতপাত ভুলে তারা পথে নেমেছিল সেদিন, নিজের নিজের অধিকার বুঝে নিতে, ছোটো ছোটো দাবি, ভোটার অধিকার, স্বাধীন ভাবে বাঁচার তাগিদ তাদের পথে এনেছিল, অধিকার এর জন্য লড়তে শিখিয়েছিল। নারী সেদিন ও লাঞ্ছিত অপমানিত, আজ একশো বছর পরেও তাই, ঘরে বাইরে প্রতি নিয়ত অত্যাচার এর স্বীকার। সে শুধু লড়ে চলেছে স্বাধীন ভাবে মাথা উঁচু করে সমাজে বাঁচার জন্য। তাই তো নারীর শিক্ষা আজ অনিবার্য হয়ে উঠেছে, আজ আমাদের দেশে বা পৃথিবীর যেকোনো স্থানে নারী অত্যাচার ও খুনের শিকার। কেন জানো, কারন পুরুষ শাসিত সমাজ আজ ও ...

BASANTER MANJARIKA

Image
বসন্তের মঞ্জরিকা... বসন্তের ফাগুনের সাথে আমি খেলা করি আবার কখনো আবীর হয়ে তোমাকে রাঙাতে চাই। আমি দুর্বার আর আমি দৃড়বদ্ধ তোমায় পেতে.... তুমি ছুঁয়ে দিলে আমি সোনা হবো, হয়তো বা নতুন জীবন ফিরে পাবো....কি জানি ! ফাগুনের রঙ হয়ে তোমাকে ছুঁতে চাই.... বসন্তের কোকিল হয়ে তোমায় গান শোনাবো। আজ মাধুবনে ঘুরছে মৌমাছিরা মঞ্জরিকার আকর্ষণে পলাশের বনে আজ ফুল ফুটেছে আগুন রঙা.... ফাগুনের আগুনে আজ ডুবতে রাজি তুমি আমি । যদি পাই একটু দেখা, খুঁজে ফিরি মন কাননে কোকিল আজ গান ধরেছে গুনগুনিয়ে.... ফাগুনে রঙ লেগেছে ক্ষনে ক্ষনে, তোমার ঐ বাণী যে আজ আমার প্রাণে বাজায় বাঁশি। হৃদয় গহন মন্দিরে যে তুমি ছাড়া নিঃস্ব আমি। মাধুবনে মৌমাছিরা খুঁজে ফেরে মঞ্জরিকার আকর্ষণে তোমার ঐ অভিমানী মন ছুঁয়েছি বারে বারে! যেখানে আমার বাসা রয়েছে গো চিরতরে। কোকিল আজ গান ধরেছে, ফাগুনে রঙ লেগেছে। হোলির এই উৎসবে আজ  রঙ লাগবো প্রাণ ভরে তোমাকে ছুঁয়ে যে আজ বেঁচে উঠবো চিরতরে। কামের এই উৎসবে আজ মন ছুঁয়ে যায় বারে বারে মন আমার স্বপ্নে ভাসে নতুন করে…... আবিরের গন্ধে আজ মাতোয়ারা তোমার প্রেমে। জীবনের রঙ যে তুমি, ভালোবাসো প্রাণ ভরে...

Jibantak ekhn jibashma

Image
জীবন্তক এখন জীবাশ্ম.... বাহ দূরে আমগাছে কত মুকুল এসেছে..... ছোটো ছোটো ছেলে মেয়েরা মাঠে খেলা করছে কিছু। আমি বসে ব্যালকনিতে, তাই তো.... আজ অনেকদিন বাদে আমি ব্যালকনি তে....কেন! তুমি বলবে কোথায় থাকো সারাদিন, কত ঘন্টা কেটে গিয়েছে কোথায় ছিলে এতক্ষন?  আমি ও সেটাই ভাবি ঘন্টা, দিন, সপ্তাহ, মাস শেষে বছর কেটে যায়......কোথায় থাকি আমি..! আমি জানি না, কখনো খুঁজি নি আমি নিজেকে, বলতে পারো খুঁজতে চাই নি জীবন্তক এর ইতিকথাকে..... জীবাশ্ম এর মত বেঁচে রয়েছি স্মৃতির কোটরে, পাষানপুরীর রানী হয়ে..... কখনো এখানে, কখনো সেখানে, নিরুদ্দেশে সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘুরেছি আমি পথে পথে...না আর নয় স্মৃতির কোটরে নিশ্বাস বন্ধ করে চিরতরে হারিয়ে যেতে চাই, ভয় পাই পাছে বাঁধা পড়ে না  যাই স্মৃতির অন্তরালে জীবন সকলকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় আমরা ক্ষত বিক্ষত হয়ে এগিয়ে চলেছি জীবন্তক এর খোঁজে  যেখানে পাষানপুরী আমার মূলমন্ত্র, জীবাশ্ম আমার পরিণতি। তবে কিসের আকাঙ্ক্ষায় মন বাধা পড়ে আছে, জীবাশ্ম এর জীবন অজানা আশঙ্কায়  যা তিলে তিলে নিঃশেষ করে চলেছে আমায়..... তবুও তো বলবো ভালো আছি, ভালো থেকো..... ...

It's your love.....

Image
It's your love..... It's your love, which makes me adorable Which makes me glow.... It's making me love all.. Everyone, who are nearest, who are dearest. Your warning of love make me blush.... You showered love on me unconditionally. I can live my life with these blessings. I can now die with this happiness. I know that someone is somewhere... Been there for me, always and forever..... When you look at me, i fly like a dream... Like a beautiful white pigeon, endlessly. When you see me, i feel I  am your favorite book, of which you want to read all the pages One by one, and knowing me easily and very clearly, And then all the problems of life are resolved. Remember one thing, when you come to me I will count all my worries, all my restless nights, All my sorrowful day, and all the pain, you have given me....I will never forget. But at the end of day I know, you are waiting for me. I will wait for you till my death, I will wait for you till my last...

Ajjo sei valentine day

Image
আজও সেই ভ্যালেন্টাইন ডে কুড়ি বছর, নেহাত কম সময় নয়... একটা দুটো দিন নয় কুড়িটি বছর কেটে গিয়েছে। মানসী দেখেছে জীবনের অনেক ওঠা পড়া, অনেক প্রেম ভালোবাসা, অনেক বিরহ বেদনা..... মানসীর আক্ষেপ অথবা অপেক্ষা জানে না সে কি ? তবে কিছু তো একটা আছে, যা নিজে বুঝতে পারেনা আবার কাউকে বুঝতে ও দেয় না.... ভর দুপুরে চারিদিক সব যখন একেবারে নিস্তব্ধ সব নিস্তব্ধতা কে ভেঙে,রিং হতে থাকলো তার ভাইব্রেট করা ফন টা, সে দেখলো কেউ ডাকছে তাকে...... দীর্ঘ কুড়ি বছর ধরে, ভাবতে অবাক লাগে সে নাকি ক্ষনিকের জন্য ও ভুলতে পারেনি তার মানসী কে, বহু চেনা সে কণ্ঠস্বর ওপার থেকে ভেসে আসে আবেগে চোখে জল এসে যায় মানসীর। কেন এমন হয়, মানুষ কে চোখের সামনে কষ্ট পেতে দেখেও কিছু করার থাকে না। কেন এমন কষ্ট দেয় ভগবান যার কোনো নিরাময় নেই, বাইরে থেকে অনুভব করা যায় না শুধু অন্তরের ক্ষত। জানে না সে কিছু বুঝতেও পারেনা...... মানসী তুমি ভীষন ম্যাচিওর, ভীষন বুদ্ধিমতী আর ভীষন সুন্দরীও তুমি কথা বলো মধুর মতো মিষ্টি। বার বার শুনতে ইচ্ছা করে, সত্যি কি তাই..... তুমি কি জানো,কুড়ি বছর আগে যখন তোমার প্রেমে পড়ে গেলাম, ব্যালকনি তে একবার তোমায় দ...

DAHAN

Image
দহন... যদি নাই পারো কভু, জানাতে আমারে তবুও ক্ষতি নাই ক্ষতি নাই, শুধু মনে মনে রবে তব প্রেম। নাই বা জানালে মোরে, তবুও ভালোবেসে যেও দূর হতে যদি দাও দুঃখ তুমি দূর হতে,তবে কাছে এলে কেন প্রেম গোপনে দেখেছি তোমার উলু থুলু চুল,মায়া ভরা চোখ আমি যে বেঁধেছি আমারও আশার ও দু কূল। কাছে যদি আমি নাই পাই তারে, তবুও            ভালোবেসে যাক সে দূর হতে মোরে...... আমি জানি গো যে ভালোবাসা কভু হবে নাকো কম বুকের গহনে রেখে দিও মোরে লুকায়ে সারাক্ষন। নাই বা পাইলাম তারে চিরতরে ক্ষতি নাই, তবুও রয়ে যাবে মোর জীবনে মরণে প্রতিক্ষণে। মিলিব তোমার সাথে কভু পরলোকে.... আমি রয়ে যাবে চিরঘুমে,অনন্তকালের শোকে। আমি জানি না, আমি বুঝি না..... তবুও বেঁধেছি আশার ও দু কূল তোমার ও সাথে। তুমি রবে চিত্তে মম সন্তর্পণে..... আমি ভালোবেসে যাবো দূর হতে শুধু আঁখি পানে চেয়ে। তুমি জানিবে না কোনো ও দিন ও তুমি বুঝি বে না কোনও দিনও,কত যে ভালোবেসে ফেলেছি আমি তোমারে....... ধন্যবাদ।

ASSUMING LOVE

Image
Aassuming love ...... When Love is assuming love, I do not understand that I am Surely you will get what you have to do Love women or crime, men say Is it true, what is the reason? I did not do crime, I love you Neglected what happened, I love you, in your life. I know that love turns out to be love .... If you are proud, if you ever forget, However, it is not a boasting heart On the shore of your words that has been repeated ... Tears in the tears, did you know what to do? Understood, do you think my mind? Did you never forgive me, or never ... If you just fill your life with sadness and pain Closed the mouth thousands of times ... Have fun with all, just love is unnecessary. Women do not love to be more ... Why are you so afraid, but what to lose? You are afraid of all your anger, Because if you lose this dogman ... If you never come back to your hut. If you are alone on the road? what'll happen .... Do not you have a little trouble on me? I also did al...