HAPPY REPUBLIC DAY.....VANDE MATARAM
Posts
VICTORIA COTTAGE HOUSE
- Get link
- X
- Other Apps
VICTORIA COTTAGE HOUSE 1985 সাল, ডিসেম্বর মাস 24শে তারিখ প্রচন্ড ঠান্ডা, বাইরে কনকনে শীত। রাতের বেলা ঘন কুয়াশা বাইরে রাস্তায় গাড়ি র সংখ্যা কম। এরকম এক অবস্থায় বাড়ির বাইরে বেরোনোর কথা ভাবাই যায় না, কিন্তু দরকার থাকলে বেরুতে হয়। তিতলি,বীথি ,রাখি,অর্নব মলয়,শুভ ও রাকেশ ওদের ব্যাপারটা অন্য, তাদের অল্প বয়সের জোশ আলাদা রকম। ওরা সব কলেজের 1st year স্টুডেন্ট। Educational excursion এর জন্য তারা মুর্শিদাবাদ যাচ্ছে। তাদের 15 জনের টিম সঙ্গে দুজন টিচার। এদিক টার রাস্তা ঘাট একদম অনুন্নত, তাই গাড়ি বেশি জোরে চালানো যায় নি। ওরা সকলে উৎসুক হয়ে বসে আছে কখন পৌঁছাবে মুর্শিদাবাদ। রাত হয়ে আসছে,ওরা চাইছিল যতটা তাড়াতাড়ি পৌঁছানো যা কিন্তু হঠাৎ ওদের গাড়িতে একটা বিকট আওয়াজ হয়ে গাড়িটা থেমে গেলো। রাত তখন প্রায় সাড়ে নটা, জন মানুষ শূন্য একটি রাস্তা। ওদের ভয় করতে লাগলো ড্রাইভার নীচে নেমে বোঝার চেষ্টা করতে লাগলো কি অসুবিধা হলো গাড়িতে, কিন্তু সে কিছু খুঁজে পাচ্ছিলনা। তিতলি বীথি, অর্নব মলয় দের চিন্তা বাড়তে লাগলো। একে এত রাত তার উপরে সারাদিনের ধকল সব মিলে এক ভয়ংকর পরিস্থিতি। বিভিন্ন কথা আলোচনা করতে...
BHALOBASHAR ANUBHUTI
- Get link
- X
- Other Apps
ভালবাসার অনুভূতি : আসলে সত্যি কারের ভালোবাসা কি? আমাদের অনেক সময় ভুল হয় জীবনে সঠিক ভালোবাসার সন্ধান এ আমরা অনেক সময় বুঝতে পারিনা, অবহেলা বঞ্চনার স্বীকার হই। ভালোবাসা আসলে একটা অনুভূতি সেটা কখনই দেহ সর্বস্য নয়, সেখানে মনের একটি বড় ভূমিকা রয়েছে। এটা একটা অনুভূতি মাত্র যা একজন পুরুষ ও একজন নারীকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে একটি অনুভূতি যার কোনো নিজস্ব সত্তা বা অস্তিত্ব নেই। কোনো কিছু পাওয়ার অদম্য চেষ্টা, বা কাউকে জীবনে পাওয়ার অভূতপূর্ব যে ইচ্ছা তাকে আমরা সত্যি কারের ভালোবাসা ( A true love of life ) বলতে পারি। যখন আমরা কাউকে ভীষন ভাবে ভালো বেসে ফেলি আমরা চাই দিনের বেশির ভাগ সময় তার সঙ্গে কাটাতে তাকে সঙ্গ দিতে তাকে নিজের থেকে দূরে না রাখা,বা তার মনে আঘাত না দেয়া, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আর সব সময় এটা বুঝতে দেওয়া যে জীবনের যে কোনো সমস্যায় আমি তোমার সঙ্গে আছি। ভালোবাসা জন্ম নেয় আমাদের মনে একজনের প্রতি আর একজনের যে অনুভূতির প্রকাশ তাই ভালোবাসা। প্রথম ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি, এই অনুভূতি প্রথম দেখা বা কথা বলাই গড়ে ওঠে না, ধীরে ধীরে দিনের বেশির...
MANASHI
- Get link
- X
- Other Apps
মানসী... কে তুমি মানসী, কোনো এক মানষপুত্রী? কে তুমি অপরূপা সুন্দরী মনমোহিনী ? আমি জানি তুমি মানসী, আমার মন থেকে তোমার সৃষ্টি তাই তুমি মানসী। এই পৃথিবীতে তুমি এসেছো আমার তরে, আমি জানি আমি মানি না তোমার জীবনের কোনো বন্ধন। তোমার বিবাহ ভুল, আমি মানি না কেনো বলো..... কেনো তুমি আমায় আগে দাও নি দেখা ? কেনো তুমি মানসী হয়ে জন্ম নাও নি আমার জন্য ? জানি না কিসের তাগিদে তোমায় পেতে হলো এই সন্মান ধুর..বিবাহ কখনো ভুল হয় নাকি, নাকি হয় ছলনা.... সে তো উপরওয়ালার সৃষ্টি, তবে কি করে তাকে মেনে নেব বলো ভুল? আমি এতো বুঝিনা বুঝতে পারিনা কিছু তোমার মত, শুধু এটুকু জানি তুমি সকালের ফুটে ওঠা পদ্মফুল আমার, ভোরের সুর্যালো, পূর্ণিমার চাঁদ তুমি .... আমার স্বপ্ন পরী, আমার কবিতার রানী তুমি.... আমি যে সৃষ্টি করি হাজার কবিতা, শুধু তোমায় দেখে। শুধু কল্পনাতে তোমায় পেয়ে.... আমি যে পুড়ে ছাই হয়ে যায় শুধু তোমার দুটি নয়নে... কি আছে বলো, কি নিশ্চিত কি দূর্বার এ আকর্ষণ। আমি জানি তুমি বাসনি আমায় ভালো কখনো..... কোনো এক জ্ঞানী ব্যাক্তি বলেছিলেন..... যদি ভালোবাসো অন্তর থেকে, না পাও প্রতিদান কোনো তবে যেন, জ্বলব...
MAAN KI CHAHTYEN
- Get link
- X
- Other Apps
MAAN KI CHAHTYEN...... Maan karta hai kar dun BLOCK tujhe WHATSAAP pe ... Maan toh karta hai tujhe UNFOLLOW kar dun INSTAGRAM mein bhi IGNORE karun bar bar FB me, jab Duniya bhar ke EXCUSES sare rakhta mere samne tu, aur ekbar maan karta tujh se sikh ke chalana gun aur banaun nishana tujhi ko pehla, ichayein toh bahut hain Maan toh karta hai, maan yeah karta hai... Chidiya banke udti rahun khule ashmanon mein Na koi bandishen ho na koi shikayaten..... Kabhi wapas na laut ke aun apne ghosle pe. Maan toh karta hai, Tere sare shikayatein Tere sare musibatein, sare pareshanio se Mukt kar dun tujhe ek hi pal me..... Maan toh karta hai, Tu dur ho aur main aur dur chala jaun leke sare khwahishen..... Maan yeah maan hi hai jo pagal pagal firta hai Din bhar tujhse baatein aur jhagadne mein beet jate hai, Maan ka kya kasoor bolo, maan jab kisi pe marta hai, kisi ko dil mein basata hai Chahatyen jab badhta hai, Khwahishen jab badhta hai, Tabhi dil tutne ka ...
I LOVE TO SEE YOU
- Get link
- X
- Other Apps
I love to see you.. I love to see you, i love to feel you... When it was morning, when it was sunshine I can feel you, in everymoment of my life.. I can feel, i can imagine those happymoment Which you make me realise in everymoment of my life ...So I love to see you, love to feel you again and again... The Morning sunshine, it can make you more More beautiful, it can make you more blushing. I love to see you again and again .... When it's day and when it was sunset.... And all the world drive in to a dark depressing night ..... . I love to see you, in everymoment of my life.. If it sadness, madness or maybe happyness. I don't know, i don't want to know.... What is right, what is wrong.... What's true or what's fake..... I know one thing that..I love you....I love you And I love you....... When I saw you, i afraid to meet you, when I met you, i was afraid to kiss you. When I kissed You...Now that I love you, so I afraid to lose you Ohh, my lo...
নিরুদ্দেশের পথে.....
- Get link
- X
- Other Apps
নিরুদ্দেশের পথে.... আমি যে পথ ভুলেছি, আমি যে উদাসিনী হয়েছি পথিক আমি নিরুদ্দেশের..... হতে চাই সন্ন্যাসিনী, হতে চাই বৈরাগিনী পেতে চাই মুক্তি আমি সকল বাঁধন শৃঙ্খলের। সুখ কে হেলায় রেখে, দুঃখ যে জয় করেছি, পেতে চাই মুক্তি আমি সকল মায়া বন্ধনের.... ফিরে যাই কৈশোরে আজ, পিছনে ফেলি সব বাঁধা হতে চাই মুক্ত আমি সকল বাঁধন শৃঙ্খলের ..... চাওয়া পাওয়ার দন্ধ কে আজ মিটিয়ে দেবো অনায়াসে সুখ দুঃখের মাঝে আমি রইবো হয়ে বৈরাগিনী উদাসিনী হিমালয় ডাকছে আমায় আজানারে করতে যে জয় পেতে চাই মুক্তি আমি সকল মায়া বন্ধনের। চাওয়া পাওয়ার বোঝা যে আজ বড্ড ভারী... চারিদিক ভরেছে সুযোগ সন্ধানী আর স্বার্থপরতায়। আমি যে দিগভ্রান্ত, চাই হারাতে সুদূর ওই হিমালয়ে...... হতে চাই পথ ভোলানী নিরুদ্দেশের সন্ন্যাসিনী। শরীরের শেষ বিন্দু টুকু করলাম নয় নাই বা শেষ, অনেক তো পরের লাগি, নিজে এবার বাঁচতে শেখ। আমি যে পথ ভুলেছি, বিপর্যস্ত মানসকন্যা পেতে চাই মুক্তি আমি সকল মায়া বাঁধনের। জীবনের শেষ দিনেতেও ভুলবো না যে মুখটি আমি মা আমার সঙ্গে থেকো, সব দুঃখের জয়ে তুমি। তুমি যে প্রেরনা মোর, সকল দুঃখ যন্ত্রণার। দেখেছি...