Posts

দূরের আথিতি

আজ ভীষন বৃষ্টি কালো অন্ধকার করে এসেছে চারিদিক,সঙ্গে এলোপাতাড়ি বৃষ্টি আর হওয়া,প্রায় রোজ ই হচ্ছে এরকম ,অথচ বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্দুরে ভীষন গরম থাকে ,,,আর বিকেলের দিকে ঝড় বৃষ্টি।এখন অবশ্য শীত গরম বৃষ্টি সব ই বেড়ে গিয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য,আবহাওয়ার তুমুল পরিবর্তন ঘটে চলেছে।বেশি বৃষ্টি ,বেশি গরম ,আর বেশি ঠান্ডা সবই বেড়ে গিয়েছে। আর কি করা যা কাজ তা তো করতেই হবে সিমি কে আবার এক্ষুনি সাত টার সময়ই বেরোতে হবে,ছেলে কে টিউশন থেকে আনতে হবে,,,এসব কাজ তাকেই করতে হয়। সিমি গল্পের নায়িকা ,,হ্যাঁ নায়িকাই বটে তাকে দেখতে মিষ্ঠি গায়ের রঙ ফর্সা লম্বা গড়ন খুব হাসিখুশি,, একবার কেউ তার সংস্পর্শে এলে কেউ ই খুব একটা তাকে ভোলে না,,এটা সিমি নিজেও জানে বন্ধুরা বলে কিছু কিছু মানুষের মধ্যে এটা রয়েছে এক্সট্রা অট্রাকশন হয়তো সিমি র মধ্যে ও ব্যাপার টি রয়েছে ,যাইহোক সিমি বিবাহিত ঘোর সংসারী স্বামী সন্দীপ গুহ সরকারি চাকুরে আর দুটি সন্তান নিয়ে তার ছোট্ট পৃথিবী। যেখানে সে সুখী ও পরিপূর্ণ একটি জীবন এ ব্যাস্ত। তার একটি নিজস্ব দুনিয়া,যেখানে বাইরের লোকের খুব একটা আনাগোনা নেই। যাই হোক ,, বৃষ্টি টা থামার নাম নেই পরেই ...

Unsatisfied soul

Unsatisfied soul.... তুমি প্রেমিক হয়েই রয়ে যাও,,, হতে চেও না জীবন সঙ্গী দূরের ভালোবাসা অনেক সুন্দর কাছের ভালোবাসার চেয়ে,,,,,যে আশা মনে জাগে তা দূরত্ব আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়,,,বলে দেয় সে আশা পূরণ হবার নয়। মান অভিমান ,আভিযোগ অনুযোগ সব ধরা থেকে যায় সময়ের কাছে বাঁধা। কিছু পাওয়া আর হারানোর ভয় থাকে না ,পাওয়া না পাওয়ার আসুখ লেগে থাকে মনে। তুমি দূরের আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়াও অবাধ বিচরণ করি,,,,কিন্তু বৃষ্টি হয়ে ছুঁতে চেও না পৃথিবী কে সব বৃষ্টির ফোঁটা কিন্তু স্পর্শ করতে পারে না পৃথিবীর মাটি,,,,, ধরণীর পিপাসা মেটায় না ক্ষণিকের বৃষ্টি ধারা,,,, সে নিরন্তর অনবরত সিক্ত হতে চায় তার ঘন কালো কালবৈশাখী মেঘের কাছে,,, ঠিক যেভাবে কোনো অপরিপূর্ন প্রেম পরিপূর্ণতা পেতে চাই তার প্রেমিকের কাছে,,, অপেক্ষার ধারা প্রবাহ মান,,,কেউ জানে না কবে শেষ হবে অপেক্ষা,,,,,,,,,,,,,, We live we try to be live with happily But we like pretending always that We all are happy we all are satisfied In our own life, everything is so blurred. Happiness is love someone from your soul Know one can say,,,, Know one can say whe...

Love A fantasy or A fascination

Image
~What is love ? I always wondered what is love? It is a difficult question when i want to understand the meaning. When we think about love, many kind of thoughts come to our mind ,we don't know what is right and what is wrong. In this situation we feel helpless we feel worthless. Our life is so unpredictable we can never take anything for granted. I think it's a fantasy, it's a feeling , it's an emotion, it's belief in yourself. It's a belief that someone can touch the depth of your heart and your soul. We always waste our time searching for something that is not in our hand or is not ours. Everytime if we are thinking we are happy then we feel happy and satisfied. We feel no problem can ever bother us .. but the moment we think we are unhappy and unsatisfied in our life than the problems start poping up. It's true everything depend on how you react to the situation . When you start sharing your time with someone it marks the beginning of love. The hearts...