Posts

Showing posts from June, 2018

RIDDLE LAKE ER RAHOSHYA

Image
রিডিল লেকের রহস্য সন্ধ্যা এক্ষুনি নেমে আসবে আর কিছুক্ষণে চারিদিকে এক অপূর্ব দৃশ্য সবে বৃষ্টির পরে গধূলি লগ্নে আমার চোখে দেখা এক ঐশ্বরিক সৌন্দর্য পৃথিবীর বুকে বর্তমান....আমি অভিভূত। মায়ানমার আর ভারতের সীমান্তস্থলে অবস্থিত রিডিল লেক। খুব গভীর এই লেক উঁচু পাহাড়ে ঘেরা চারিদিক জনমানব হীন ও পাহাড়ের নিস্তব্ধতা যেন দীর্ঘ কাল ধরে অপেক্ষারত । প্রচন্ড শীতের হওয়া চলছে  গুটিকয় ঝুপড়ি দূরে দেখা যায়, যেখানে চা বা কফির অস্তিত্ব মাত্র নেই শুধু শরীর গরম করার পানীয় বর্তমান। ভয়ঙ্কর সৌন্দর্যে ঘেরা এই লেক ..... একপশলা বৃষ্টির পর ধুয়ে মুছে সব নতুন গুটিকয় বোট রাখা আছে লেকের ধরে আমি চলেছি বোট করে লেকের মধ্যস্থলে যার অলৌকিক কথা কানে ভেসে আসে বারবার, এই লেক অভিশপ্ত না জানি কত প্রাণ নিয়েছে রাক্ষুসে লেক নাকি রক্ত চায় আর রক্ত খোঁজে এই গল্প কাহিনীতে আমি দমার মেয়ে নই.... সঙ্গে যারা ইতস্ততঃ, কিন্তু আমাকে তো একবার যেতেই হবে, না হলে যে ফিরে গিয়েও শান্তি হবে না মন রেখে যাবো এই মায়ানমার এর রিডিল লেকে... তাই ঝিরিঝিরি বৃষ্টি মাথায় পৌঁছে গেলাম লেকের ধারে ছোট্ট একটি ছেলেকে নিয়ে বোট চালিয়ে এগিয়ে যে...

Swapno mane...

Image
স্বপ্ন মানে.... স্বপ্ন মানে গভীর রাতের তারায় ভরা আকাশ স্বপ্ন মানে চাঁদের আলোয় তোর হাতে হাত। স্বপ্ন মানে তোকে জুড়ে দীর্ঘ কল্পনা স্বপ্ন মানে বাতির খেলা ছোট্ট একটু আশা। স্বপ্ন মানে একদৃষ্টে তোকে চেয়ে দেখা স্বপ্ন মানে দুঃখ ভুলে সুখের সাগরে ভাষা। স্বপ্ন মানে খেলাঘরে তোকে নিয়ে বাঁচা স্বপ্ন মানে রাতের পরে নতুন সূর্যোদয়। স্বপ্ন মানে আমার মনে তোর অবাধ বিচরণ স্বপ্ন মানেই কল্পনাতেও তোকে খুঁজে পাওয়া। স্বপ্ন মানে তোর সাথে সাগর পাড়ে ঝিনুক খুঁজতে যাওয়া স্বপ্ন মানে সেই ঝিনুক মাঝের মুক্ত হতে চাওয়া। স্বপ্ন আমার স্বপ্ন তোর একটা ছোট্ট খেলাঘর কখন যেন খেলেছিলাম ভুলে সব বাঁধন। স্বপ্ন আমার স্বপ্ন তোর বৃদ্ধ হবো সাথে.... হয়তো বা ঝড়ের বেগে সব যাবে বিফলে। স্বপ্ন মানে বছর কাটুক তোকে পাশে নিয়ে স্বপ্ন মানে প্রতিটিক্ষন তোকে কাছে পাওয়া। স্বপ্ন মানে সদ্য ফোঁটা গোলাপ কুঁড়ির মতো স্বপ্ন মানে গভীর প্রেমের গভীর অনুভূতি। স্বপ্ন মানে চাঁদের আলোয় তোর হাতে হাত স্বপ্ন মানে বেঁচে থাকা তোকে ভালোবেসে। ধন্যবাদ। শুভরাত্রি।