Unsatisfied soul
Unsatisfied soul.... তুমি প্রেমিক হয়েই রয়ে যাও,,, হতে চেও না জীবন সঙ্গী দূরের ভালোবাসা অনেক সুন্দর কাছের ভালোবাসার চেয়ে,,,,,যে আশা মনে জাগে তা দূরত্ব আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়,,,বলে দেয় সে আশা পূরণ হবার নয়। মান অভিমান ,আভিযোগ অনুযোগ সব ধরা থেকে যায় সময়ের কাছে বাঁধা। কিছু পাওয়া আর হারানোর ভয় থাকে না ,পাওয়া না পাওয়ার আসুখ লেগে থাকে মনে। তুমি দূরের আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়াও অবাধ বিচরণ করি,,,,কিন্তু বৃষ্টি হয়ে ছুঁতে চেও না পৃথিবী কে সব বৃষ্টির ফোঁটা কিন্তু স্পর্শ করতে পারে না পৃথিবীর মাটি,,,,, ধরণীর পিপাসা মেটায় না ক্ষণিকের বৃষ্টি ধারা,,,, সে নিরন্তর অনবরত সিক্ত হতে চায় তার ঘন কালো কালবৈশাখী মেঘের কাছে,,, ঠিক যেভাবে কোনো অপরিপূর্ন প্রেম পরিপূর্ণতা পেতে চাই তার প্রেমিকের কাছে,,, অপেক্ষার ধারা প্রবাহ মান,,,কেউ জানে না কবে শেষ হবে অপেক্ষা,,,,,,,,,,,,,, We live we try to be live with happily But we like pretending always that We all are happy we all are satisfied In our own life, everything is so blurred. Happiness is love someone from your soul Know one can say,,,, Know one can say whe...